নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। হালাল পতিতা*লয় চালু করলো সৌদি আরব

১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৬

হালাল পতিতা*লয় চালু করলো সৌদি আরব সেখানে কি হচ্ছে ভিডিও ফাস করলো CNN টিভি! লিঙ্ক মারাত্মক ভাইরাস দিয়ে ভর্তি । গুগল করে নিন ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পতিতালয় কি হালাল হতে পারে? 'বৈধ' বলা যেতে পারে, যার অর্থ সরকার সমর্থিত বা অনুমোদিত। খবরের সত্যতা কতখানি?

১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০২

শাহ আজিজ বলেছেন: খবর সত্যি । তারা হালাল শব্দ ব্যাবহার কেন করেছে তার ব্যাখ্যা দেয়নি ।

২| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১৮

নান্দাইলের ইউনুছ বলেছেন:


পাক কুরআন মজিদে মুতা বিবাহের স্বীকৃতি দেওয়া আছে।
এই বিবাহের অপর নামই হচ্ছে পতিতাবৃত্তি।

১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:২২

শাহ আজিজ বলেছেন: খোলাসা করার জন্য ধন্যবাদ ।

৩| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: ইন্দোনেশিয়া তে মেয়েরা একই কাজ শুরু করেছে। পাকিস্তানের মেয়েরা চীনা পুরুষদের মনোরঞ্জন করছে। কি হচ্ছে এসব!

১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:০৫

শাহ আজিজ বলেছেন: যা হবার কথা ছিল তাই হচ্ছে ।

৪| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫১

আলামিন১০৪ বলেছেন: ভুয়া খবর কই পান?

১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:০১

শাহ আজিজ বলেছেন: গুগল করুন , প্রমান করুন এটা ভুয়া ।

৫| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:০২

আমি সাজিদ বলেছেন: এই বিষয়ে জানি না, তবে তারা প্রায় বিশ হাজার মানুষকে নাকি ধরে জেলে নিয়ে গেছে। আশেপাশের বিভিন্ন দেশ থেকে আসা মুসলমান আশ্রয়প্রার্থীদের গ্রেফতার করে ( মানে কাগজপত্র ছাড়া লোক) জেলে ভরছে। মাঝে মাঝেই নাকি এমন করে। গত বছর কিছু হজ এজেন্সি ও সৌদিদের ফাঁদে পড়ে অনেক মানুষ হজ করতে গিয়ে বিনা চিকিৎসায় মারা গেছে ( যারা প্রাইভেট প্যাকেজে গেছে)।

৬| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১২

কামাল১৮ বলেছেন: এর আগে মিশরে চালু ছিলো।আল্লার পুরুষের এই দিকটার প্রতি যথেষ্ট সচেতন ছিলেন।তাদের যাতে অসুবিধা না হয়।নিজেও পুরুষ কিনা!

১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৪

শাহ আজিজ বলেছেন: পতিতা সম্ভোগ আদিমতম বিষয় । যে কারনে মুহাম্মদ মুতা জিলা বিবাহ হিসাবে এর স্বীকৃতি দিয়ে গেছেন । কতবড় সংস্কারক ছিলেন নবী মুহাম্মদ ।

৭| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:২০

কামাল১৮ বলেছেন: ইসলামি বিবাহ ব্যাপারটাই পতিতালয়ের মতো।এতো টাকায় রাজি আছো। দাবিক্রিত টাকা দিয়ে তাকে তালাক দিতে পারে। একবার সংগম করার পরে তালা দিতে পারে।সংগম না করলে তালাক হবে না।সে তার মোহরানার টাকাও পাবে না।বড়ে হাস্য কর বিষয়।

৮| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:২১

কামাল১৮ বলেছেন: মিশরে এখনো চালু আছে হবে।

৯| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ২:৩৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আপনি সিনিয়র মানুষ। জেনে-বুঝে লিখা উচিত।


প্রমাণ নিন

https://www.boombd.com/fake-news/baseless-claim-regarding-saudi-arabias-halal-prostitution-using-satirical-writing-12024

১০| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:২০

আহরণ বলেছেন: মূতা বিয়ে.................. হা হা হা, ভাইয়া??

১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:১১

শাহ আজিজ বলেছেন: হাসির কিছু নেই এটাই বাস্তব । প্রাচীন কালে পায়ে হাটা , উটে , ঘোড়ায় বা নৌকায় চড়া ব্যাবসায়িরা মাসের পর মাস মরুতে , সাগরে থাকায় তাদের স্বাভাবিক যৌন প্রবৃত্তি নিবারনে পতি মধ্যে পতিতালয়ে কদিন বিশ্রাম করত , এটা খুব স্বাভাবিক একটি বিষয় ।

১১| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪

শফিউল রনি বলেছেন: নান্দাইলের ইউনুছ বলেছেন:
পাক কুরআন মজিদে মুতা বিবাহের স্বীকৃতি দেওয়া আছে।
এই বিবাহের অপর নামই হচ্ছে পতিতাবৃত্তি

এই তথ্য ভুল । ইসলামপূর্ব এবং ইসলামের প্রাথমিক যুগে এই ধরনের বিয়ের অনুমোদন ছিল কিন্তু খাইবারের যুদ্ধের সময় রসুল সঃ এটা নিষিদ্ধ করেছেন । কোরানের উল্লেখ করে ভুল তথ্য না দেওয়ার অনুরোধ রইল ।

১২| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এগুলো ভুয়া নিউজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.