নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। বিচ্ছেদ

২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৬




সকালে উঠেই সায়রা বানু এবং আল্লারাখা রহমানের ২৯ বছরের সংসারজীবনের ইতি টানার খবর পড়ে খুব কষ্ট পাচ্ছি ।


আনন্দবাজার লিখছে - কেন এই বিচ্ছেদ? সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য কারণ। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে। কিন্তু তা আর সম্ভব নয়। ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তাঁর। কিন্তু সায়রা অপারগ।এই জায়গা থেকেই আইনজীবীর অনুরোধ, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কেউ যেন সায়রাকে বিব্রত না করেন। তিনি মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কারণ, দীর্ঘ দাম্পত্যে ইতি টানা সহজ নয়।

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪৩

মেহবুবা বলেছেন: আমিও দেখেছি গুগলে।
কেন কষ্ট পাচ্ছেন? তাঁদের কোথাও সমস্যা হচ্ছিল। শান্তিপূর্ণ সহাবস্থান না হলে সম্পর্ক কেবল টিকিয়ে রাখবার মানে হয় না। আল্লারাখা রাহমা এবং সায়রা বানু দুজনকেই আমার অত্যন্ত ভদ্র এবং বিবেচক মনে হয়।

২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: আমি এ আর রাহমানকে খুব পছন্দ করতাম , ভালবাসতাম । কষ্টটা এজন্যই পাচ্ছি ।

২| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একটু বিস্তারিত দিতেন কি কারণে এমনটা হলো, তাহলে সহজে বুঝা যেত সমস্যাটা কি।

২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:০১

শাহ আজিজ বলেছেন: বিস্তারিত কিছু বলেনি পত্রিকায় । গুগল করুন । জানলে এখানেও শেয়ার করবেন ।

৩| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৩

ক্লোন রাফা বলেছেন: দুখঃজনক ! কিন্তু আমাদের দেখা সব দেখা নয়! ঘটনার অন্তরালে অনেক কিছুই থাকে। যা মানুষ’কে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে।
ধন্যবাদ!

২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫১

শাহ আজিজ বলেছেন: কিছু সমস্যা তো নিশ্চয়ই ছিল ।

৪| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৫

নাহল তরকারি বলেছেন: বিচ্ছেদের কষ্ট খুবেই কঠিন। হয়তো মৃত্যু যন্ত্রণার পরের লেভেলের কষ্ট হচ্ছে এই বিচ্ছেদের কষ্ট।

২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪

শাহ আজিজ বলেছেন: দীর্ঘ ২৯ বছরের সম্পর্ক , একদম ভুলে যাবার মত নয় ।

৫| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৫

জুল ভার্ন বলেছেন: নিউজটা পড়ে খুব হতাশ হয়েছি।

২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৬

শাহ আজিজ বলেছেন: আমি বেদম হতাশ বলেই সকালেই কি বোর্ড নিয়ে বসে গেলাম ।

৬| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০২

কামাল১৮ বলেছেন: যাদের জন্য দুঃখ পাচ্ছেন তারা কি দুঃখ পাচ্ছে।মনে হয় না।

২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৭

শাহ আজিজ বলেছেন: কি যে বলেন কামাল ভাই

৭| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৯

বাকপ্রবাস বলেছেন: তারকা মহা তারকারা সংসার করার সময় পায়না। সমস্যা ওখানে

২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৯

শাহ আজিজ বলেছেন: গানটাই তাদের সংসার , তাই না ।

৮| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৩

মিরোরডডল বলেছেন:




পত্রিকার বিনোদন পাতায় তারকাদের এরকম সংবাদ শোভা পায়।
এটা নিয়ে সামুর পাতায় এক লাইনের পোষ্ট ঠিক যায় না।

এখানে কষ্ট পাবার কিছুই নেই।
তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।

লেখক বলেছেন: আমি এ আর রাহমানকে খুব পছন্দ করতাম , ভালবাসতাম । কষ্টটা এজন্যই পাচ্ছি ।

একটা মানুষ ডিভোর্স করলে তার প্রতি ভালোলাগা ভালোলাগা চলে যাবে কেনো!

you said you don't know the reason.
You'd better wish them good luck.

এ আর রহমান আমারও অনেক পছন্দের মিউজিক কম্পোজার।
যতক্ষণ সে কোনো অপরাধ না করছে, ততক্ষণ সে আমার প্রিয়।

ডিভোর্স কোন ক্রাইম না।

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০১

শাহ আজিজ বলেছেন: জীবনটা খুবই বাস্তব ।

৯| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩১

শিশির খান ১৪ বলেছেন: মিডিয়া লাইনের এর লোকজনের জন্য সংসার জীবনে বিচ্ছেদ কোনো নিউস না এগুলা ওদের জন্য ডাল ভাত। আল্লারাখা রহমান এই দুঃখে অনেক ছেকা খাওয়া গান কম্পোস করবে সামনের বছর। মারামারি করার চে বিচ্ছেদ অনেক ভালো। ওম শান্তি

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০২

শাহ আজিজ বলেছেন: হা হা হা , ভাল বলেছেন মিঃ খান ।

১০| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরকম সংবাদ কাম্য ছিলনা।

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৩

শাহ আজিজ বলেছেন: যা কাম্য নয় তাই চলে আসে সামনে ।

১১| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৭

অগ্নিবেশ বলেছেন: তেনার টাকা পয়সার ত কমতি নেই, বিচ্ছেদের পর চাইলে একই সাথে চার চারটি নিকাহ করে সুন্নতে ইসলাম পালন করতে পারেন। এদিকে নাস্তিকগো হইছে জ্বালা, ইহ জনমে বউ দিবে ডলা, তালাক চাইলে স্ম্পত্তির অর্ধেক দিয়ে দিতে হবে, তারপর খোরপোষ ত আছেই, মরেও সুখ নেই, মরলে আল্লাহ দিবে রাম ডলা। হে মাবুদ আমাকে নাস্তিক্যবাদ থেকে দূরে নিয়ে যাও, ইসলামের ছায়াতলে ফিরিয়ে নিয়ে আসো, আমাকে ১০ কোটির লটারি পাইয়ে দাও, ইহার পর দেনমোহর (নারীর লজ্জাস্থান ভোগের মূল্য) প্রদান করে সুন্নতে ইসলাম পালন করব। একই সাথে চারটে, এক সেট তালাক দিয়ে আরো এক সেট নিয়ে আসব। মরার পরেও চলতে থাকবে, ৭২ হুরের মজা। নাস্তিক হয় কোন বলদে? পোস্টের সাথে কমমেন্টের সম্পর্ক নাই, সরি।

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫

শাহ আজিজ বলেছেন: হুম , আপত্তিকর মন্তব্য ।

১২| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২০

অগ্নিবেশ বলেছেন: আপত্তিকরই বটে, বিব্রত করার জন্য সরি।

১৩| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: আজ পত্রিকাতে নিউজ টা পড়ে বেশ অবাক হয়েছে।

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩০

শাহ আজিজ বলেছেন: অবাক হবারই কথা ।

১৪| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৫

প্রামানিক বলেছেন: বুড়ো বয়সে এই বিচ্ছেদ না করলেও চলতো

২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৩১

শাহ আজিজ বলেছেন: শিল্পী মন সদাই করে গুনগুন ।

১৫| ২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩২

মনিরা সুলতানা বলেছেন: দীর্ঘ দাম্পত্যে ইতি টানা সহজ নয়।

২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩১

শাহ আজিজ বলেছেন: হুম , একদিক দিয়ে সত্যি আবার না । শারীরিক দিক দিয়ে বিচ্ছেদ হলেও মানসিক দিক দিয়ে হয়না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.