নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। এবং খালেদা জিয়া

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২৬






২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাগারে যাওয়ার পর ছয় বছরের মধ্যে এই প্রথম তিনি জনসমক্ষে উপস্থিত হলেন এবং রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে অংশ নিলেন। শেষবার তিনি ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। বাংলাদেশে সবই সম্ভব । ইউনুস কি খালেদাকে ব্যাক দিচ্ছেন । আমি নতুন নেতৃত্ব আশা করেছিলাম । কিন্তু চারিদিকের অবস্থা দেখে মনে হচ্ছে পারিবারিক শাসন থেকে মুক্ত হওয়া কঠিন বিষয় ।

মন্তব্য ৩৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইউনূস ভাইকে স্বৈরাচারী খুনি হাসিনা অকারণে যেই যন্ত্রণা দিয়েছে, তার ঘা কি কোনোদিন ইউনূস ভাইয়ের অন্তর থেকে শুকাবে? হাসিনার প্রতি কোনো পক্ষপাত না থাকা, কিংবা নিরপেক্ষ থাকার অর্থও এটাই হয় যে, ইউনূস ভাই, খালেদা জিয়াকে ব্যাক করছেন।

নতুন নেতৃত্বে আপনার পছন্দের দু-একটা নাম বলুন।

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৪

শাহ আজিজ বলেছেন: কেউ নেই লাইনে । চাঁদাবাজ জন্ম দিয়েছে সবাই , নতুন নেই আমার দৃষ্টিতে ।

২| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪০

ঢাবিয়ান বলেছেন: বিগত ১৫ বছরে খালেদা জিয়া তুমুল দমন নীপিড়নের শিকার হয়েছিলেন এ কথা অস্বীকার করার উপায় নাই। এটুকু সম্মান পাওয়া উনার প্রাপ্য।

ডক্টর ইউনুস বিএনপির মুখোস খুলে দিয়েছে। বিএনপিকে এখন প্রতিহত করার দ্বায়িত্ব জনগনের।

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: আমি খালেদাকে দেওয়া সন্মানের বিরোধিতা করছি না । কিন্তু ইউনুস ভুল পথে হাঁটছেন ।

৩| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: আজকে ব্লগার সোনাগাজী থাকলে খালেদা জিয়ার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করতো! খালেদা জিয়া বেঁচে গেলেন।

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: কেন সোনাগাজির কি হইল আবার ??

৪| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫১

সৈয়দ কুতুব বলেছেন: আমি সাজিদ ও রাকু হাসানের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করার পর উহার নিকের খোজ নাই।

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫১

শাহ আজিজ বলেছেন: ্
উফফ -------- দুর্ভাগা গাজি সাহেব

২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৩

শাহ আজিজ বলেছেন: ব্যান হয়ে গেছে গাজি সাহেব । নতুন নিকের আশায় ।

৫| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৭

আমি ব্লগার হইছি! বলেছেন: বিনোদন

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫২

শাহ আজিজ বলেছেন: হুম ---কিছুটা বিনোদন বটে ।

৬| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:০৭

আদিত্য ০১ বলেছেন: সোনাগাজি নিক ব্লকড

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫২

শাহ আজিজ বলেছেন: তাইতো দেখছি ।

৭| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: উনার মনে হয় হাইপারটেনশন আছে। মাঝে মধ্যে হেব্বি রেগে যান।

২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৭

শাহ আজিজ বলেছেন: রগচটা বলে ইহাকে ।

৮| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৯

আদিত্য ০১ বলেছেন: সোনাগাজীকে বলেছিলাম আপনি কাইজ্যা এড়িয়ে চলুন, আপনা নিক বার বার নজরে রাখে আর শাস্তি দেয়, কিন্তু উনি আবারও একই কাজ করেন,

তবে উনার নিকের ব্লগিং অনেক মানুস পড়েন, আর উনার জ্ঞানের গভীরতা অনেক, শেখ হাসিনা আমল থেকে এখন পর্যন্ত সব ব্লগিং ঠিকঠাক, কোন স্ববিরোধী কথা নাই, উনার মতামত বাস্তবের সাথে মিলে, উনি অনুমান করেন জ্ঞানের গভীরতা থেকে।

সোনাগাজী নিক আবার চালু করা হোক, এই অনুরোধ রইলো সামু টীমের প্রতি, আর সোনাগাজীকেও একটু কাইজ্যা থেকে দূরে থাকার আহবান রইলো যদি সামু টিম চালু করে

২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৮

শাহ আজিজ বলেছেন: হয়তো নতুন নিকে আসছে ।

৯| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৪৫

নান্দাইলের ইউনুছ বলেছেন:




চাঁন

কপাইল্যা

রমনী।

২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৯

শাহ আজিজ বলেছেন: আর একটু খোলাসা করে বয়ান করুন ।

১০| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১:২৯

আনু মোল্লাহ বলেছেন: দেশে ফ্যাসিজম নাই এটাই আনন্দ। ভবিষ্যতে যেন কোন দিন ফ্যাসিবাদ দাঁড়াতে না পারে এটাই চাওয়া।

২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:১০

শাহ আজিজ বলেছেন: তাই হোক ।

১১| ২২ শে নভেম্বর, ২০২৪ ভোর ৪:৫০

ক্লোন রাফা বলেছেন: উনি নিজের পিঠের চামরা বাঁচানোর পথে হাঁটছেন । মিটিকুলাসলি প্ল্যান করা হোচ্ছে! B-) ;)

২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:১১

শাহ আজিজ বলেছেন: কার কথা বলছেন , ইউনুসের ?

১২| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৯

জুল ভার্ন বলেছেন: ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের উচ্ছিষ্ট ভোগীদের কলিজা পোড়ার গন্ধ পাচ্ছি!

২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৬

শাহ আজিজ বলেছেন: গন্ধটা কি কটু না ঝাঁঝালো ?

১৩| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: যে দুইজনের ছবি প্রচ্ছদে দিয়েছেন তারা দুইজনই শেখ হাসিনার চক্ষুশূল। এই ছবি দেখলে হাসিনার আত্মহত্যা করতে ইচ্ছে করবে।

২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৬

শাহ আজিজ বলেছেন: খোজ নিয়ে দেখেন আছে কি নেই ।

১৪| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৬

শেরজা তপন বলেছেন: উনার ভ্রু জোড়ার অঙ্কন দেখে আমি জ্ঞানশূন্য হয়ে যাই :)

২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৫

শাহ আজিজ বলেছেন: আমিও বেশ হতবাক , প্লাস্টিক সার্জারি করে নিলেই পারে ।

১৫| ২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: রাষ্ট্রীয় অনুষ্ঠানে জামায়াত দাওয়াত পায় এটাই দুঃখজনক।

২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৭

শাহ আজিজ বলেছেন: জামায়াত তো এখন আইনত বৈধ একটি দল ।

১৬| ২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৮

ফেনা বলেছেন: এই দেশে রাজনৈতিক দল সবই একই। মুদ্রার এই পিষ্ঠা আর ঐ পিষ্ঠা মাত্র। দুই বেডির মেকাপ দেখেছি। এখন না হয় টুপি কি করে দেখি। মনে হয় না কোন ফারাক হবে। তবে দেখি না নতুন একটা স্টাইল।

১৭| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩২

আব্দুল্যাহ বলেছেন: ঘটনা বর্ণনার শুরুর আগেই যে শেষ করে দিলে তা কিন্তু ঠিক হয়নি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.