নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসাদ সরকারের সেদনায়া কারাগারে প্রবেশকারী বিপ্লবীরা হাজার হাজার মানুষকে মুক্তি দিয়েছে।
এ সময়, আন্ডারগ্রাউন্ড থেকে সাহায্যের জন্য চিৎকার শোনা যাচ্ছিল। ঘন্টার পর ঘন্টা কাজ করার পরে, সেলারের দিকে যাওয়ার পথগুলির মধ্যে একটি পাওয়া যায়। মাটির নিচে গোপন নির্যাতন কেন্দ্রের চারটি তলা ছিল।
সংলগ্ন সারি সারি ওয়ার্ডে হাজার হাজার মানুষকে উদ্ধারের অপেক্ষায় দেখা যায়। এমন এক পরিবেশে যেখানে ভিতরে আলো নেই, লোহার দরজার ছাদের রেলিং-এ উঠে আসা বন্দীরা সাহায্যের জন্য চিৎকার করছিল।
গাজার কাসাম ব্রিগেডের অনেক সৈন্য, যাদেরকে নিখোঁজ ও মৃত ঘোষণা করা হয়েছিল, তারাও সেদনায়া কারাগারের নির্যাতন কেন্দ্র থেকে বেরিয়ে এসেছে।
বাশার আসাদ আসলে কার জন্য কাজ করেছিল? কেন বার বার পতনের কাছে পৌছানোর পরও আসাদকে টেকানোর জন্য জায়নবাদ কাজ করেছে। এখন অনেক রহস্য উন্মোচিত হচ্ছে।
হাসিনার আয়না ঘরের খবর আসাদ কোথা থেকে পেল ???
০৯ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৬
শাহ আজিজ বলেছেন: হুম , তাইতো দেখছি ।
২| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৬
রাসেল বলেছেন: "বাশার আসাদ আসলে কার জন্য কাজ করেছিল? কেন বার বার পতনের কাছে পৌছানোর পরও আসাদকে টেকানোর জন্য জায়নবাদ কাজ করেছে। এখন অনেক রহস্য উন্মোচিত হচ্ছে।"
তাহলে মুসলিম বিশ্বের মুসলিমদের প্রতি দরদ এবং অমুসলিমদের সাথে যুদ্ধ নাটকের লক্ষ্য কি ? দুঃখজনক।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৪
শাহ আজিজ বলেছেন: বাশার আল আসাদ + ইরান + হিজবুল্লাহ+ রাশিয়া বনাম তুরস্ক +ইসরায়েল + আমেরিকার যুদ্ধ চলছিল।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮
জেনারেশন৭১ বলেছেন:
আসলে কিছু ফিলিস্তিনী ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি করছিলো সিরিয়ায়, এই ধরণের সন্দেহের শিকার ও কিছু আসল গুপ্তচর বন্দী ছিলো। এদের অনেকে সিরিয়ার সুন্নীদের পক্ষে কাজ করছিলো।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭
শাহ আজিজ বলেছেন: বৈচিত্রপূর্ণ আরবিয়দের মিশ্রন ঐ এলাকায় । এলাকাটি নবীদের ল্যান্ডিং ষ্টেশন বলে খ্যাত ।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩
জেনারেশন৭১ বলেছেন:
মোংগলরা রাজা-বাদশাহ হওয়ার জন্য যোদ্ধা হতো, আরবরা নবী হওয়ার জন্য মিথ্যা রূপকথার কাহিনী চালু করতো।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭
শাহ আজিজ বলেছেন: বড্ড সত্যি কথা । তেল না পাইলে ভারত , ইউরোপ , আমেরিকার রাস্তায় আরব ভিক্ষুক দিয়া ভর্তি থাকত ।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: আস্তে আস্তে পৃথিবী ৩য় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে
০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৮
শাহ আজিজ বলেছেন: শুরু হয়ে গেছে । তবে আগের মত হবে না । ভাগে ভাগে বিবিধ জায়গায় হবে ।
৬| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশের বন্ধীদের অনেক কষ্ট।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩২
সৈয়দ কুতুব বলেছেন: বাশার আল আসাদ + ইরান + হিজবুল্লাহ+ রাশিয়া বনাম তুরস্ক +ইসরায়েল + আমেরিকার যুদ্ধ চলছিল।