নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকালে বেশ শীত ছিল । এই দুপুর ১২টায় শীত কাটছে না , অবশ্য আমি ঘরে আর ঘরের ভিতরে শীত জমে থাকে । সন্ধ্যায় যখন আকাশ থেকে শীত নেমে আসে , পড়ে আমার মাথার ওপরে , তাড়াতাড়ি উলের টুপিটা পরে নেই । বাচ্চারা রাস্তা আর ফুটপাতে স্বল্প কাপড়ে দিব্যি খেলছে । একসময় ঠাণ্ডায় কাবু হয়ে মায়ের কাছে ছুটছে উষ্ণতার সন্ধানে । চারিদিকে পিঠার আসর বসেছে । পিঠা খাচ্ছে ছোট বড় সব্বাই । শীত , বাংলাদেশে আমার খুব প্রিয় সময় । শীত নিয়ে অনেক গল্প আছে , আস্তে ধীরে বলব ।
১০ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৮
শাহ আজিজ বলেছেন: আরামবাগ হাউজিং মেইন রোডে ।
২| ১০ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: আরামবাগ কত নং গেইট? মনিপুর স্কুল চিনেন রুপনগর আবাসিক স্কুল ১১ নং রোডে? আরামবাগের পাশে আরিফাবাদ হাউজিং ২ বছর ছিলাম।
১০ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৩
শাহ আজিজ বলেছেন: র্যাংগস এর উল্টো দিকে ।
৩| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫
জেনারেশন৭১ বলেছেন:
শীতে মশা কমে?
১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭
শাহ আজিজ বলেছেন: বাড়ে , বিশেষ করে ঘন বসতিপূর্ণ এলাকায় ।
৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৪
রাজীব নুর বলেছেন: শীতকাল মন্দ নয়।
এই তো আগামী সপ্তাহে শীত উপভোগ করার জন্য গ্রামে যাচ্ছি।
১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৮
শাহ আজিজ বলেছেন: এক্সট্রা কম্বল নিয়ে যেও ।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২৭
সৈয়দ কুতুব বলেছেন: মিরপুরে থাকেন নাকি? কোথায় থাকেন হে শিল্পী? মিরপুর মধ্যবিত্ত দের জন্য পারফেক্ট জায়গা।