নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। জয়ের শখের রেইসিং কারের দাম ১২ কোটি টাকা

১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২১



বাংলাদেশে প্রায়ই প্রশ্ন উঠতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় চাকরি না করে কিভাবে বিলাশবহুল জীবন যাপন করেন। গত চারমাসের গণমাধ্যমের একধিক রিপোর্টে তথ্যে উঠে এসেছে-তিনি ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করেছেন।সজীব ওয়াজেদ হতে পারেন বিশ্বের দরিদ্র একটি দেশের সাবেক সরকার প্রধানের ছেলে। কিন্তু শখের দিকে তিনি কোনমতেই মধ্যপ্রাচ্যের কোন রাজপুত্রের চাইতে কম ছিলেন না। এইতো গতবছরই তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় কলোনিয়াল চ্যালেঞ্জ কাপ নামের এক কার রেইসে অংশগ্রহণ করেন। এই রেইসে অংশগ্রহণ করতে হলে নিজের রেইসিং কারটিই ব্যবহার করতে হয়।

সজীব ওয়াজেদের বিখ্যাত ম্যাকলারেন ব্রান্ডের দুটি রেইসিং কার আছ, যার একটির মডেল হলো ২০২১ সালের ম্যাকলারেন ৭৬৫ এলটি, আরেকটি হলো ম্যাকলারেন পি১।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমরা গর্বিত, বাংলাদেশের রাজপুত্র ১২ কোটি টাকার রেসিং কার নিয়ে চ্যালেঞ্জ কাপে অংশগ্রহণ করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন।

১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

শাহ আজিজ বলেছেন: হুম , গর্বিত হবার মতই ব্যাপার বটে ।

২| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

জেনারেশন৭১ বলেছেন:




সে শেখ সাহেবকেও ডুবায়ে দিয়েছে; এই ইডিয়ট, ২০০০ সালে, নিউইয়র্কে ১ অনুষ্ঠানে "বংগবন্ধু ফাউন্ডেশন"এর জন্য চাঁদা নিচ্ছিলো; আমি ১০০ ডলার দিয়ে তাকে কানে কানে বললাম, "আংকেল, এই ব্যবসা ছেড়ে দেন"।

১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

শাহ আজিজ বলেছেন: ওকি সেই উপদেশ শুনবে ?

৩| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই রকম রেসিং কার শেখ হাসিনার পিয়ন ৩৩ টা কেনার সামর্থ্য রাখে। জয়ের তুলনায় গাড়ির দাম কম হয়ে গেছে।

১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

শাহ আজিজ বলেছেন: হেই ব্যাডা গ্যাছে কম্মে ?

৪| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

জেনারেশন৭১ বলেছেন:



ইডিয়টের মাথায় মগজ নেই, মুখ খুলেই ভুল কথা বের হতো; ইহাকে শেখ হাসিনা উনার এডভাইজার বানায়েছিলেন।

১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

শাহ আজিজ বলেছেন: যেমন মাতা তেমন পুত্তর ।

৫| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

কামাল১৮ বলেছেন: মগজ না থাকলে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেয় কি ভাবে।ওখানেও কি প্রশ্নফাসের বিষয় আছে।@৭১

১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩২

শাহ আজিজ বলেছেন: কিছু গোলমাল তো আছেই ---------

৬| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০২

জেনারেশন৭১ বলেছেন:


@কামাল,
ওখান থেকে ওর কোন ডিগ্রি নেই; সে বাংলাদেশে সরকারী কর্মচারীদের জন্য সংরক্ষিত সীটে "সার্টিফিকেইট কোর্স" করেছে।

১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৩

শাহ আজিজ বলেছেন: হা হ হা ------এইযে বেরিয়ে এলো

৭| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৩

জেনারেশন৭১ বলেছেন:



অবশ্য, তাকে যারা জানেও না, তাদের অনেকই গুজব রটাবে।

১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৩

শাহ আজিজ বলেছেন: হুম , স্বাভাবিক

৮| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২০

কামাল১৮ বলেছেন: ইউক্লিপিডিয়া বলছে অন্য কথা।

১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৫

শাহ আজিজ বলেছেন: ইউক্লিপিদিয়া মোটা টাকা খেয়ে সংস্কার করে ।

৯| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪১

আঁধারের যুবরাজ বলেছেন: আপনি মানুষ ভালো না ! জাতির নাতি বলে বলে কথা !

১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২১

শাহ আজিজ বলেছেন: ওর জন্ম ৭১ সালে , পাক সেনা জেনেরিক ফাদার ।

১০| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৬

কাছের-মানুষ বলেছেন: ১২ কোটি খুব বেশী মনে হচ্ছে না, সাবেন প্রধান মন্ত্রীর পিয়নই ৪০০ কোটি বাগিয়ে নিয়েছিল!

১১| ১১ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:৫৭

ক্লোন রাফা বলেছেন: বিশ্বাস আর অবিশ্বাস এখন নির্ভর করে কে কোন ঘরানার মানুষ ‼️সত‍্য প্রকাশ করার মাধ‍্যম নিজেই বিতর্কিত। তবুও তথ‍্য প্রমাণ বলে বলে কিছু অবশিষ্ট থাকে।
সেটুকু অন্তত সংযুক্তি করা উচিত নয় কি⁉️ আমি কারো সাফাই গাইছি না।সময় পাল্টালে নতুন ভার্সন আসবে কিন্তু ‼️
ধন্যবাদ॥

১২| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৯

রাজীব নুর বলেছেন: ক্ষমতা মানুষকে বদলে দেয়।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০২

রানার ব্লগ বলেছেন: মগজ বিহীন প্রানী । একে জঙ্গলে ছেড়ে আসা উচিৎ ।

১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৭

শাহ আজিজ বলেছেন: জঙ্গলের প্রাণীদেরও কনভার্ট করে ফেলবে ।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওখান থেকে ওর কোন ডিগ্রি নেই; সে বাংলাদেশে সরকারী কর্মচারীদের জন্য সংরক্ষিত সীটে "সার্টিফিকেইট কোর্স" করেছে। ---সোনাগাঁজী

১৫| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিজে থেকে দুই লাইন লিখুন।

১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৭

শাহ আজিজ বলেছেন: ফোট , মালু ----------------------

১৬| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বুইড়া হইছেন আর মগজ গেছে। বালছাল কপিপেস্ট করে ব্লগ ভরে ফেলছেন। বুইড়া ছাগল কোথাকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.