নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ফুলকপি পাকোড়া

০৩ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২০



ফুলকপি নিয়ে চারিদিক বেশ হৈচৈ চলছে । ক্রেতা হিসাবে আমাদের কিছুই করার নেই দুঃখ প্রকাশ ছাড়া । তো ফুলকপির পাকোড়া খুব স্বাদের জিনিস । ঝটপট বানিয়ে ফেলুন ।


ফুলকপি
বেসন – ১/২কাপ
চাট মসলা – ১/২ চা চামচ বা জিরা , গোলমরিচ
স্বাদ মত নুন ও চিনি
তেল – পরিমাণ মতো
________________

বেসনের বদলে ময়দা , ডিম আর এরারুট ব্যাবহার করতে পারেন ।

প্রথমে ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিন এবং ভাপিয়ে নিন।



এবারে বেসন ও সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিন।



ফুলকপি ডুবিয়ে তুলে ভেজে তুলে রাখুন এবং গরম গরম পরিবেশন করুন।

সস সহযোগে খাবেন

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৯

আমি সাজিদ বলেছেন: অনেকদিন খাই না। পাওয়া যায় না। আপনার নিষেধ আছে নিশ্চয়ই?

০৩ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৩

শাহ আজিজ বলেছেন: না তেমন নিষেধ নেই তবে অল্প খেতে বলেছেন ডাক্তার ।

২| ০৩ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৬

সৈয়দ কুতুব বলেছেন: খুবই লোভনীয় মনে হচ্ছে ! আপনি না শীতের প্রকোপে লেপের নীচ থেকে উঠতে পারেন না?

০৩ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২১

শাহ আজিজ বলেছেন: হট ব্যাগ নিয়ে বসে আছি । খেলাম দুপুরের খাবার , এখন চেয়ারে ব্যাগ কোলে বসে আছি ।

৩| ০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: ফুলকফির পাকোরা আমার পছন্দ নয়।

০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১০

শাহ আজিজ বলেছেন: আহ ! ধন্যবাদ ।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪২

কাঁউটাল বলেছেন:

০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১১

শাহ আজিজ বলেছেন: দেখব , এখন খবর দেখছি ।

৫| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪০

কামাল১৮ বলেছেন: একটি মজার খাবার।

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৪১

শাহ আজিজ বলেছেন: খান খান ভাল করে খান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.