নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একই বাড়িতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থেকে সেবা-যত্ন করায় সম্মাননা পেয়েছেন ১২ পুত্রবধূ। ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে ‘পাশে আছি মাদারীপুর’ নামের একটি সামাজিক সংগঠন।শনিবার (৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুর শহরের লেকেরপাড়ের সমন্বিত সরকারি অফিস ভবনের জেলা শিশু একাডেমি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা পেয়ে আনন্দিত পুত্রবধূরা।পরিবারের সবাইকে একত্রে রাখতে ও আবহমান বাংলার ঐহিত্য ধরে রাখতে জেলায় প্রথমবারে মতো এই আয়োজন করা হয়। প্রথমে বিভিন্ন মাধ্যমে দেওয়া হয় বিজ্ঞপ্তি। এরপর পুত্রবধূদের আবেদনের জন্য আহ্বান করে সংগঠনের সদস্যরা। পরে আবেদনকারীদের মধ্যে হয় যাচাই-বাছাই। এরপর পাড়াপ্রতিবেশি ও এলাকার গণ্যমান্যদের মাধ্যমে খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় জেলার ১২ জনকে দেয়া হবে সেরা পুত্রবধূর সম্মাননা।এদিকে পুত্রবধূরা এমন সম্মাননায় ভূষিত হওয়ায় খুশি শ্বশুর-শাশুড়িরাও। তাদের এই পুরস্কারপ্রাপ্তি দেখে সমাজের অন্য গৃহবধূরাও অনুপ্রাণিত হবেন বলে জানান তারা। মা-বাবা ও শ্বশুর-শাশুড়ি একই বন্ধনে বাঁধা। এই আয়োজনের মাধ্যমে সারাদেশে বন্ধনের আলো ছড়িয়ে পড়বে বলে আশা অনুষ্ঠানে আগত অতিথিদের।এদিকে পুত্রবধূরা এমন সম্মাননায় ভূষিত হওয়ায় খুশি শ্বশুর-শাশুড়িরাও। তাদের এই পুরস্কারপ্রাপ্তি দেখে সমাজের অন্য গৃহবধূরাও অনুপ্রাণিত হবেন বলে জানান তারা। মা-বাবা ও শ্বশুর-শাশুড়ি একই বন্ধনে বাঁধা। এই আয়োজনের মাধ্যমে সারাদেশে বন্ধনের আলো ছড়িয়ে পড়বে বলে আশা অনুষ্ঠানে আগত অতিথিদের।
আপনি কি শ্বশুর শাশুড়িকে এভাবে যত্ন করেন ?
ইত্তেফাক
০৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৯
শাহ আজিজ বলেছেন: তুমি তো সারাদিন ফেসবুকিং করো , তোমার সময় কই ?
২| ০৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৭
সাহাদাত উদরাজী বলেছেন: দারুন বিষয়। আমার বউ পুরাই ফেইল, আমিও এখন বোবা। খালি চাইয়া চাইয়া দেখি আর চিন্তা করি!
০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০০
শাহ আজিজ বলেছেন: হা হা হা
৩| ০৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৬
ঢাকার লোক বলেছেন: ভাল, তবে যতদিন সুস্থ সবল থাকেন এবং আর্থিক সঙ্গতি থাকে, বিবাহিত ছেলে মেয়েকে তাদের মত আলাদা থাকতে দেয়াই মঙল। মাঝে মধ্যে বেড়াতে যাওয়া, সে ভিন্ন কথা।
০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০৫
শাহ আজিজ বলেছেন: আমি একা থাকতে পারিনা । ৭০ বাবা ২০০১ এ মা চলে গেলেন , স্ত্রী ১৭ তে বিদায় নিলেন , ছেলে প্রবাসে , মেয়ের সাথেই কাটাচ্ছি জীবন । এই সময়ে কাউকে হাজির থাকাটা যে কি জরুরী আমিই শুধু বুঝি । আমার পুরাতন আড্ডা ভেঙ্গে গেছে , জায়গা বদল হয়েছে ।
৪| ০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪০
ঢাকার লোক বলেছেন: So sorry to hear that!
Yes, your situation is different. In such a case you don't have a better choice. A daughter is a daughter for ever!
০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৯
শাহ আজিজ বলেছেন: থ্যাংকস
৫| ০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: বাহ বাহ!!!
০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৮
শাহ আজিজ বলেছেন: তোমার মাথা ঠিক আছেত ?
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও মোটামুটি শাশুড়ির সেবা যত্ন করছি। আমি পুরস্কার পাবো কবে