নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৭




বাংলাদেশে আর্থিক দুর্নীতির এক মামলায় নাম এসেছে যুক্তরাজ্যের দুর্নীতি-বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। এর ফলে ক্রমেই তার ওপর পদত্যাগের চাপ বাড়ছে। তবে এসময়ে তার পাশে দাঁড়িয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর রয়টার্সের।

লন্ডনে এক সংবাদ সম্মেলনে স্টারমার বলেছেন, ‘টিউলিপ যথার্থভাবে স্বাধীন উপদেষ্টার সঙ্গে কাজ করছেন। আমার তার (টিউলিপ) ওপর পূর্ণ আস্থা রয়েছে।’বাংলাদেশে টিউলিপ ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে।

এ বিষয়ে রয়টার্স টিউলিপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো জবাব পায়নি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার সঙ্গে ভারতে আশ্রয় নেন শেখ রেহানাও। শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ।টিউলিপ সিদ্দিক আন্ডার রাইজিং প্রেসার টু রিজাইন ওভার প্রোপার্টি স্ক্যান্ডাল’ শিরোনামের প্রতিবেদনে ফিন্যান্সিয়াল টাইমস বলছে, দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের নামে তার খালা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত একাধিক সম্পত্তির খবর বেরিয়ে এসেছে।

ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ টিউলিপের সম্পদের উৎস ব্যাখ্যা এবং তার খালার সঙ্গে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের যোগসূত্র স্পষ্ট করার দাবি জানিয়েছেন। তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তাকে (টিউলিপ) দুর্নীতিবিরোধী মন্ত্রীর পদ থেকে অপসারণ করার আহ্বান জানিয়েছেন।মেইল অন সানডে জানিয়েছে, টিউলিপ প্রাথমিকভাবে দাবি করেছিলেন যে, ফ্ল্যাটটি তার বাবা-মা কিনেছিলেন। পরবর্তী সময়ে বলা হয়, তার বাবা-মা আব্দুল মোতালিফকে আর্থিক সহায়তা দিয়েছিলেন। কৃতজ্ঞতাস্বরূপ মোতালিফ তাকে ফ্ল্যাটটি উপহার দিয়েছেন।

এদিকে ডেইলি টেলিগ্রাফ ‘টিউলিপ সিদ্দিক মাস্ট বি ইনভেস্টিগেটেড বাই ওয়াচডগ ওভার ডিকটেটর লিঙ্কস’ শিরোনামের এক প্রতিবেদনে বলছে, বাংলাদেশে খালার রাজনৈতিক দলের মিত্রের কাছ থেকে নেওয়া টিউলিপ সিদ্দিকের লন্ডনের ফ্ল্যাট ঘিরে অভিযোগের বিষয়টি টোরি এমপিরা প্রধানমন্ত্রীর নৈতিকতাবিষয়ক উপদেষ্টার মাধ্যমে তদন্তের দাবি তুলেছেন।

তারা বলছেন, ফ্ল্যাটটি তার খালার রাজনৈতিক দলের মিত্রের দেওয়া উপহার ছিল বলে যে দাবি করা হচ্ছে, সেটা স্যার লরি ম্যাগনাসের খতিয়ে দেখা উচিত।






এশিয়ান সময়

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৭

ক্লোন রাফা বলেছেন: ডেইলি মেল বলছে অভিযোগের কোন তথ‍্য বা প্রমাণ পাওয়া যায়নি । অর্থাৎ যাহারা অভিযোগ করেছে তারা কোন প্রমাণ দেয়নি। দেখা যাক কি পাওয়া যায় নিকট ভবিষ্যতে ।

০৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৫

শাহ আজিজ বলেছেন: এই মামলা টিকবে না ।

২| ০৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২১

কলাবাগান১ বলেছেন: রূপপুর এর ৮ বিলিয়ন থেকে যদি ৫ বিলিয়ন ই চুরি করে হাসিনার পরিবার, তাহলে বিদ্যুত কেন্দ্র বানালো কিভাবে। আর ৫ বিলিয়ন ডলার ($৫,০০০,০০০,০০০) বা ৬০ হাজার কোটি টাকা কোন দেশে পাচার করা কিভাবে সম্ভব (কোন ট্রেস ছাড়া)। বাড়ী কিনার ডাউন পেমেন্ট দেবার জন্য রিটায়রমেন্ট ফান্ড থেকে কিছু ডলার ঋন নেই...কিন্তু সেই ডলার কোথা থেকে এল, কিভাবে এল এর জন্য এত যায়গায় কাগজপত্র (বিশেষ করে যে আমেরিকান ব্যাংক লোন দিবে তারা) জমা দিতে হল যে অবস্হা ছেড়ে দে মা.... আর ৫ বিলিয়ন ডলার.....।

০৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৮

শাহ আজিজ বলেছেন: দুর্বল যুক্তি , টিউলিপ যে কারো কাছ থেকে উপহার নিতে বা পেতে পারে ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৯

OndhokarBD বলেছেন: এগুলা ইউনুস গংদের নাটক। সত্য বেরিয়ে আসবেই একদিন। ইউনুস ক্ষমতায় যাওয়ার জন্য, আসিফ নজরুল ও ইউনুস গংরা কিভাবে পরিকল্পনা করেছে, এবং কত সৎ সাধারণ ছাত্র ও পুলিশ হত্যা করেছে।

০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৪

শাহ আজিজ বলেছেন: এসব কথা বলার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে । তবে ইউনুস গং সোজা পথে চলছে না এটুকু বুঝি ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০২

শিশির খান ১৪ বলেছেন: ব্রিটিশ প্রধান মন্ত্রী তো জানে না টিউলিপের মায়ের চাকর বাকার এর ও এর থেকে অনেক বেশি ফ্লাট আছে। ওদের ভূমি মন্ত্রীর সাফউজ্জামান এর লন্ডনে যে কয়টা বাড়ি আছে সেগুলাতে তিন দিন কইরা ওই বেটা আগামী পাঁচ বছর আর অন্য কিছু করতে পারবে না। এমন প্রমান পাওয়ার পরও যারা তর্ক করে তারা অবুঝ তাদের সাথে কথা না বলাই ভালো। এফ বি আই ইতিমধ্যে যে সব ব্যাংক একাউন্ট এর মাধ্যমে লেনদেন হইছে সেগুলার তথ্য দুদকের কাছে দিছে। এদের ফুল গুষ্টি চোর এখন পর্যন্ত এক জন ও পাইলাম না যে সৎ।

০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৬

শাহ আজিজ বলেছেন: সহমত । গোয়েন্দাদের হাতে এমন সব তথ্য থাকে যা আমরা জানিনা ।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: এদের ফুল গুষ্টি চোর হতাশার বিষয়।

০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩০

শাহ আজিজ বলেছেন: এবার তো তাই ই দেখা যাচ্ছে । চাকর বাকর পিওন সবাইরে ভাগা দিছে , নেমক হারামি করে নাই । জান্নাত মাস্ট ।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: টিউলিপ দূর্নীতিবাজ নয়। সে নির্দোষ।

০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৪

শাহ আজিজ বলেছেন: হাসিনা টিউলিপকে ফাসাইছে , হিংসায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.