নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানচিত্র
শিশুর মুখাবয়বে আকা যুদ্ধের মানচিত্র
চলতি পৃথিবীতে এহেন মানচিত্র অঢেল
রাশি রাশি রক্ত বিলাশী শিশু বিনাশী
মুছে যাক ভূখণ্ড লোভী দস্যুদের নিশানা
আর যেন কোন শিশু হয়না মানচিত্রের অকথ্য টার্গেট ।
বেদনাময় সময় কাটে ছিঁড়ে যাওয়া যাওয়া তাবুর নিচে
মায়ের উষ্ণ হাতের হাতের পরশ আহা কাম্য শিশু
এ যে ঈশ্বরের নির্দেশ ।।
১৩/০১/২০২৫ রূপনগর, ঢাকা ।। কপিরাইটঃ শাহ আজিজ
১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৯
শাহ আজিজ বলেছেন: যুদ্ধের শিকার শিশু , খারাপ তো লাগবেই ।
২| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা চাই না এমন মানচিত্র আঁকা হোক কোনো শিশুর মুখে
১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৮
শাহ আজিজ বলেছেন: আকা হয়েছে এবং আরও আকা হবে ।
৩| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: এসব জঘণ্য।
১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৯
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
৪| ১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: মৃত্যু যেমন নিঠুর আঁধার
তেমনি গীতিহীন মৃত্যু চাপা
ঠিকই মানুষের মন নির্দয়
আঁকা ছবি রক্তাক্ত কান্না;
তুমি মানুষ নামের হই না পশু
মাতৃস্নেহের মতো হও!
১৩ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৭
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৫| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪২
ক্লোন রাফা বলেছেন: এরকম হাজার হাজার শিশুর বক্ষ বিদীর্ণ করে , কপাল চিরে , অস্থি মজ্জায় আঁকছে দখলদারিত্বের মানচিত্র । আহারে, নিষ্পাপ শিশুদের জন্য এক বিশাল দানবের নাম ইজরায়েল। পৃথিবীর প্রতিটি শিশু বেঁচে থাকুক তার অধিকার নিয়ে ।।
ছবির কপিরাইট কি আপনার ⁉️ কোথা থেকে তুললেন?
ধন্যবাদ, শা.আজিজ ‼️
১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২১
শাহ আজিজ বলেছেন: গালফ নিউজ এর কপিরাইট ।
৬| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: আহারে---
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৪
সাইফুলসাইফসাই বলেছেন: ছবিটা দেখে খুব খারাপ লাগছে