নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ চিন্তার মধ্যে রেখেছিল সুবা আমাদের সবাইকে । অবশেষে আজ নওগাঁয় ঐ বালকটির বাসায় পাওয়ায় গেলো সুবাকে । ডিটেইল এখনো পাওয়া যায়নি । পেলে ছাপিয়ে দেব ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৩
শাহ আজিজ বলেছেন: না , সমর্থন করি না ।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫২
সৈয়দ কুতুব বলেছেন: পাওয়া গেছে আলহামদুলিল্লাহ ! যারা সমালোচনা করছে তাদের বাসায় খোজ নিয়ে দেখিয়েন তেনারা কেমন সাধু ! বাঙালি সমালোচনায় ওস্তাদ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১৯
শাহ আজিজ বলেছেন: সমালোচনা তো খামাখা করেনি । ১১ বছরের বালিকা নওগাঁ চলে গেলো কি বিশ্বাসে?? এখন কাদছে ক্যামেরার সামনে ।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৩
নতুন বলেছেন: ভয়ের কথা হইলো ১১-১২ বছরের শিশু কিভাবে পালিয়ে যাবার কথা ভাবতে পারে।
আমরা বুইড়া হয়ে গেছি। এই প্রজন্মের পোলাপাইনের মাথায় এটা আসবে সেটা আমরা ভাবতেই পারিনা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১৪
শাহ আজিজ বলেছেন: একটু বেশি পাইকা গেছেগা । ক্যান্সারে আক্রান্ত মাকে হাসপাতালে ফেলে কোন বিবেক বোধ সম্পন্ন সন্তান পালিয়ে যাবে ভাবতেও পারিনা । আশেপাশে বেড়াতে বা ডিনারে গেলেও কথা ছিল , একদম নওগাঁ । ডাল মে কালা হ্যায় । তাও দুই দিন দুই রাত , একটা ফোন দেওয়া বা নেওয়া তাও করেনি । সিম পাল্টেছে দুই দফা , পাক্কুস ।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৯
শায়মা বলেছেন: এই মেয়টার বয়স মনে হয় না সত্যিই ১১......
১৬
আর ১১ হলেও সে এই বয়সেই তার মানসিক বয়সকে ১৫/১৬ তে নিয়ে গেছে। তার সাজগোজ আর হাসি দেখলে ১১ লাগে না।
তারপরেও আহারে বাচ্চাটা অবুঝ বলেই এইভাবে বোকামী করেছে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২১
শাহ আজিজ বলেছেন: আমারও সেরকম মনে হয়েছে , বয়স আরও বেশি মনে হয়েছে ।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৩
কু-ক-রা বলেছেন: উহা ১১ বছরের বালিকা নহে, বরং উহার বিবাহের বয়স হইয়া গিয়াছে। বাপ মায়ে বিবাহ দেয় না এইজন্য উহা বয়ফ্রেন্ডের সহিত চলিয়া গিয়াছিল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২০
শাহ আজিজ বলেছেন: যা কইলা না কু ক রা।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:১৬
Ruhin বলেছেন: এই সুযোগে বিয়ের সর্বনিম্ন বয়স ১১ করতে মানুষরা চিল্লাচিল্লি করছে,অথচ Abdullah Al Jaber বলছে মেয়ের বয়স আরও বেশি
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩১
শাহ আজিজ বলেছেন: বয়স আরেকটু বেশি । বরিহাইল্যা মাইয়া বইলা কথা ।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৫
রাজীব নুর বলেছেন: এই যুগের ছেলেমেয়ে গুলো নির্ল্লজ। বদ। বেয়াদপ। এরা কোনো কথা শুনে না। মানে না। যা মন চায় তাই করে। এদের নষ্ট হওয়ার মুল কারন ফেসবুক, টিকটক আর ইন্সট্রাগ্রম।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৩
শাহ আজিজ বলেছেন: হুম হাচা কতা কইছ ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: জাপানি জাপানি মনে হচ্ছে
যাক সুবার জয় হোক প্রতিদিন