![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস নতুন বান্ধবী পলা হার্ডকে ‘সিরিয়াস গার্লফ্রেন্ড’ বলে মন্তব্য করেছেন। নতুন এই আলোচিত জুটি ‘মজার’ সময় পার করছেন। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৯ বছর বয়সী বিল গেটস এ কথা বলেন।
নতুন বান্ধবীর বিষয়ে বিল গেটস বলেন, ‘পলা হার্ডের মতো একজন একান্ত বান্ধবী পাওয়ায় আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমরা বেশ মজার সময় পার করছি, অলিম্পিকে গেলাম, অনেক ভালো ভালো জিনিস হচ্ছে।’
২০২১ সালে মেলিন্ডা ফ্রেন্সের সঙ্গে বিল গেটসের বিবাহবিচ্ছেদ হয়। ২৭ বছরের দাম্পত্য জীবনে তাঁদের তিন সন্তান রয়েছে। মেলিন্ডার সঙ্গে বিচ্ছেদকে সম্প্রতি ‘ভুল সিদ্ধান্ত’ ছিল বলে মন্তব্য করেছেন বিল গেটস। গত মাসের শেষের দিকে লন্ডনের দ্য টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে বিল গেটস বলেছিলেন, ‘এ ভুলের জন্য আমি সবচেয়ে বেশি অনুতপ্ত।’ তবে বর্তমানে নিজেকে ‘উৎফুল্ল’ বলে মন্তব্য করছেন তিনি।
বিচ্ছেদের পরের বছর ২০২২ সাল থেকে বিল গেটস ও পলা হার্ড একসঙ্গে নানা অনুষ্ঠানে হাজির হতে থাকেন। তবে ২০২৩ সাল পর্যন্ত তাঁরা নিজেদের সম্পর্কের কথা নিশ্চিত করেননি। ২০২৪ সালে তাঁদের একসঙ্গে অলিম্পিকে দেখা যায়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পলা হার্ড যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ওরাকলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক হার্ডের স্ত্রী ছিলেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ যুদ্ধ শেষে ২০১৯ সালে ৬২ বছর বয়সে মার্ক হার্ড মারা যান। এই দম্পতির ক্যাথরিন ও কেলি নামে দুই সন্তান রয়েছে।
দানবীর হিসেবে পলার সুখ্যাতি রয়েছে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে তিনি বিপুল দান করেছেন। দুই দশক ধরে তিনি এসব দাতব্য কর্মকাণ্ড পরিচালনা করছেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৬
শাহ আজিজ বলেছেন: বুড়া বয়েসে দুষ্টুমি বেড়ে যায় , এটাই স্বাভাবিক
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি কি সিঙ্গেল?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৭
শাহ আজিজ বলেছেন: হুম , আমার স্ত্রী মারা গেছেন ক্যান্সারে ।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৪
কু-ক-রা বলেছেন: বুড়া বয়সে উহার (শাহ আজিজের) ভীমরতি ধরিয়াছে। এইজন্য আরেক বুড়ার লটর পটরের ছবি লইয়া উহা ব্লগাইতেছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৮
শাহ আজিজ বলেছেন: আরে মিয়া আমাগোও তো মন বইলা কিছু আছে ।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৫
কিরকুট বলেছেন: আজ গরীব বলে আমার একটা গার্ল ফ্রেন্ড হচ্ছে না ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৯
শাহ আজিজ বলেছেন: ইশ , দুঃখ দুঃখ --------------
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১১
এ পথের পথিক বলেছেন:
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫০
শাহ আজিজ বলেছেন:
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৯
কামাল১৮ বলেছেন: আপনার থেকে বয়সে বড়।দেখে শিখুন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫০
শাহ আজিজ বলেছেন: হুম , তাই ----
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৭
রাজীব নুর বলেছেন: বয়স যত বাড়ে প্রেম তত গভীর হয়।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনার মধ্যে দুষ্টমি লক্ষ্য করা যাউতেছে।![:-P](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_60.gif)