নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। শেখ হাসিনা ৩২ ঘটনার প্রতিশোধ নেয়ার জন্যে ক্রোধে উন্মাদ

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৫




সায়ের জুল্কারনাইন এর ফেসবুক পোস্ট থেকে-----

আজ মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত আনুমানিক ৩ টায় জুলাকার নাইন সায়ের এই পোসস্ট করেন।পোস্টে সায়ের উল্লেখ করেন,আওয়ামী লীগের বেশ সিনিয়র একজন নেতার সাথে কথা বললাম, তিনি যা বললেন তার সারমর্ম হলো,"ধানমন্ডি ৩২ এ আক্রমণ হওয়ার আগ পর্যন্ত হাসিনা ও তার বোন রাজনৈতিক ভাবে বেশ নিষ্ক্রিয় ছিলেন, কিন্তু ভবনটি ধ্বংসের পর সম্প্রতি তারা বেশ সক্রিয় হয়েছেন, হাসিনা এই ঘটনার প্রতিশোধ নেয়ার জন্যে ক্রোধে উন্মাদ প্রায়।

তিনি তাঁর পোস্টে আরো উল্লেখ করেন, কিন্তু দেশে কোন নেতা না থাকায় কর্মীদের সংগঠিত করার মতো অবস্থা নেই। আর যেসব নেতা এখনো দেশে লুকিয়ে আছেন তারা এক প্রকারের আতংকে আছেন। এই সিনিয়র নেতা উল্লেখ করেন; যেসকল নেতা-নেত্রী বিদেশে পালিয়ে গেছেন তারা দলের কাউকে না জানিয়ে, শেখ হাসিনার ভারতে চলে যাওয়ায় বেশ ক্ষুদ্ধ, অনেকেই বলেছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে।

বিদেশে অবস্থানরত এ সকল নেতাদের একটা বড় অংশ বেশ অর্থ সংকটে আছেন বলেও তিনি জানান, কারণ এভাবে চলে যাওয়ার কারণে তারা কেউই তেমন টাকা পয়সা সাথে করে নিতে পারেননি। কারোই কোন প্রস্তুতি ছিলোনা। আর বেশিরভাগই সম্পদ গড়েছেন অন্যের নামে। যা আদায় করতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি আমির হোসেন আমু এবং নসরুল হামিদ বিপু'র কথা বলেন। তিনি দাবি করেন আমু'র সবই অন‍্যের নামে করা, আর বিপু'র দুবাইতে করা সব বিনিয়োগ রাজিব সামদানির মাধ‍্যমে হয়েছে, যা পরিবর্তিত পরিস্থিতিতে সামদানি আর ফেরত দিচ্ছেন না। বিপু ও তার স্ত্রী এই মুহূর্ত ভারতে অবস্থান করছে বলেও তিনি জানান, তিনি আরো বলেন নেতাদের মধ্যে বেশিরভাগই ভারতে আছেন, ফজলে তাপস আছেন সিংগাপুর আর বাদ বাকীরা দুবাই-কানাডা-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ‍্য, কয়েকজন অস্ট্রেলিয়াতে।বর্ডার পার হয়ে নিরাপদে কলকাতা পর্যন্ত পৌঁছতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীরা মাথাপিছু ২০লক্ষ টাকা পর্যন্ত খরচ করছেন বলেও তিনি জানান"।

সায়ের অবশ্য তাঁর পোস্টে আওয়ামী লীগের সেই সিনিয়র নেতার নাম উল্লেখ করেন নি।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: সায়ের জুলকারনাইন ডিজইনফোরমেশন দিচ্ছেন। এসব ক্ষেত্রে সোর্স ওমুক বলেছে, আমার পরিচিত বলেছে। সায়ের সাহেব এখন জনপ্রিয় মানুষ তাই সহজেই সবাইকে বিশ্বাস করবেন। আমু ও নসরুল হামিদ বিপুএ এ ঘটনা কতটুকু সত্য তা নিয়েও সন্দেহ আছে।
শেখ হাসিনা এখন চলছেন মোদির কথায়।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০০

শাহ আজিজ বলেছেন: বাড়ি ভাঙ্গা আসলেই বেদনাদায়ক । এতে হাসিনার ক্ষোভ খুবই স্বাভাবিক ।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনি তো রাজনীতি করতেন একসময়। শেখ হাসিনা কি সাধারণ মানুষের মতো মনে হয়? উনি নিজের নাক কে অন্যের যাত্রা ভঙ্গ করার মতো মানুষ।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৬

শাহ আজিজ বলেছেন: গোটা শেখ পরিবার লোভী ও নিন্ম মন মানসিকতার । আমি একসময় জাসদের সাথে সম্পৃক্ত ছিলাম , ব্যাস অতটুকুই । পরিবারগত বিচারে আমরা আওয়ামী সমর্থক । অবশ্য গত ১০ বছরে আমি ক্লিন পলিটিক্স পছন্দ করতাম । আমার পরিবর্তন চীনে থাকতেই ঘটেছে ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫

মাহদী হাসান শিহাব বলেছেন: ফেসবুকেই পোস্টটি পড়েছি।

হাসিনা তার মৃত্যুর আগে ক্রোধ মিটাতে পারবে কিনা জানি না।

সুযোগ পেলে সে মিটাবে এটা প্রায় নিশ্চিত।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৭

শাহ আজিজ বলেছেন: সুটকেস ভর্তি টাকা খরচ করতেই হবে ।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩২

কামাল১৮ বলেছেন: অনেকেই বিভিন্ন দেশে স্থায়ী হয়ে যাবে।আগে শুনতাম অনেকের কানাডায় আটটা দশটা বাড়ী।তবে কি এসব মিথ্যা ছিলো।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩০

শাহ আজিজ বলেছেন: দেখা যায় যারা পালিয়েছে তারা সবাই আগেই জানত এরকম কিছু ঘটবে ।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২২

কু-ক-রা বলেছেন: উহাদের অনেকেই হয়তো কানাডা ইত্যাদি পশ্চিমা ভিসা পাইবে না। যাহারা পাইয়াছে উহাদিগকে বেজনিরের মত ইন্টারপোল দিয়া ধরার উদ্যোগ নেওয়া হইবে। উহাদের কপালে শান্তি থাকার সম্ভবনা কম। উহাদের উগ্র সমর্থকদের আফসোস করিয়া জীবন যাইবে। উহাদের ১৫ বছরের অতি সুখ অতি দুঃখ দিয়া সমাপ্ত হইবে - এইরুপ সম্ভবনাই বেশী।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩১

শাহ আজিজ বলেছেন: সত্যি কথা বলেছেন ।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: যারা ৩২ নম্বর গুড়িয়ে দিয়েছে আপনি তাদের শাস্তি চান না?

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৯

শাহ আজিজ বলেছেন: না চাইনা ।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওরা যা করেছে তার জন্যে এটুকু যথেষ্ট না তবে ৩২ নম্বর বাড়িটি ভেঙ্গে দেওয়াটা উচিৎ হয়নি আমার মতে। আর তার বাবার স্মৃতি জড়িত বাড়িটির এই করুন অবস্থাতে তার মনে অবস্থা যে খারাপ হবেই তাই স্বাভাবিক। তবে যারা যাই করছে তারাও যে শক্তিধর না যদি ভেবে থাকে তাহলে ভুল করবে। সেই আগের সুযোগ আসবে না আসতে আসতে ওনি আর বেঁচে থাকবেন না। তাই প্রতিশোধের স্বপ্ন ভেঙ্গেই যাবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৩

শাহ আজিজ বলেছেন: দালান ভেঙ্গে কি আর স্বাধীনতার ইতিহাস ওলটানো যাবে ? আওয়ামী লীগ কিভাবে ফিরবে তা নিয়ে ভাবছি ।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩১

এইচ এন নার্গিস বলেছেন: মাতৃভূমি বাংলাদেশ আজ বিপদে আছে ।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৯

শাহ আজিজ বলেছেন: সত্যি , ঘটনাপ্রবাহ কোনদিকে গড়াচ্ছে খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখা দরকার ।।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৬

এ পথের পথিক বলেছেন: শেখ ও শেখের পরিবারের সদস্যরা নিচু মানসিকতার মানুষ । বলা যায় অসুস্থ মানসিকতা । সাথে যারা আম্লিক যারা করে তারাও ।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৮

শাহ আজিজ বলেছেন: এই বিষয়ে আমার কোন সে নেই । কারন এই পরিবারের একজন আমার বন্ধু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.