![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এটি আইন করে রোধ করাই কি শুধু সংস্কার? এ প্রশ্ন তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু জাতীয় নির্বাচনের সময়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে হবে, অবশ্যই করতে হবে। তবে সেটিই কি শুধু সংস্কার? বাজারব্যবস্থা, চিকিৎসাব্যবস্থা কি সংস্কার নয়? একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, এটিও সংস্কার।
নানারকম উপদেশে দেশ সয়লাব ইদানিং । ১৪০০ বছরের পুরাতন শাসন ব্যাবস্থা পরীক্ষার উপদেশ জামাতের ।
কোন কংক্রিট ব্যাবস্থার উপদেশ নয় বা এই কুতুবগন আগে কোন শাসন ব্যাবস্থায় সম্পৃক্ত ছিলেন কিনা তারও বয়ান নেই । আমি অদুর ভবিষ্যৎ খুব উজ্জ্বল কিছু দেখছি না , বিপদ সামনেই । মিয়ান্মারের গনস্রোত ঠেকাবে কি করে তার ছিটে ফোঁটা নেই আলাপে ।
১২ ই মার্চ, ২০২৫ রাত ৮:৩৮
শাহ আজিজ বলেছেন: শেখ হাসিনা ভাইরাস ঠেকিয়েছিল ?? বলেন কি ??
২| ১২ ই মার্চ, ২০২৫ রাত ৮:২৬
কাঁউটাল বলেছেন:
১২ ই মার্চ, ২০২৫ রাত ৮:৩৯
শাহ আজিজ বলেছেন: এরা কি আপনার বাহিনী ??
৩| ১২ ই মার্চ, ২০২৫ রাত ৮:৪৪
ঢাবিয়ান বলেছেন: কতক্ষনে ক্ষমতায় বসবে সেই চিন্তায় বিভোর !
১২ ই মার্চ, ২০২৫ রাত ৯:১৮
শাহ আজিজ বলেছেন: তার চিন্তা আম্মাজানকে নিয়ে । নিজে কনটেসট করলে ফেইল হওয়ার সম্ভাবনা ১০০% । আম্মার প্রভাব এখনো বেশি । তাই এই সব গল্প ফাঁদছে ।
৪| ১২ ই মার্চ, ২০২৫ রাত ১০:১৪
নিমো বলেছেন: স্বয়ং নূতন বন্দোবস্তের দাবিদাররা যেখানে পুরানো বন্দোবস্তের পদ-পদবী, টাকা, ক্ষমতা নিয়ে অস্থির, সেখানে এসব পুরানো পাপীদের থেকে কী আশা করেন? দেশের ক্রিকেট লবডঙ্কা কিন্তু লাখ লাখ টাকা বেতন, এই হলো গিয়ে নূতনত্বের নমুনা।
৫| ১২ ই মার্চ, ২০২৫ রাত ১০:১৫
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
নানারকম উপদেশে দেশ সয়লাব কিন্তু কোন কংক্রিট ব্যাবস্থার উপদেশ নয় বা কো্নও একজন কুতুব আগে কোন শাসন ব্যাবস্থায় সম্পৃক্ত ছিলেন কিনা তারও বয়ান নেই ।
ঠিক.. ঠিক...
৬| ১২ ই মার্চ, ২০২৫ রাত ১০:৩১
কাঁউটাল বলেছেন:
৭| ১২ ই মার্চ, ২০২৫ রাত ১০:৪০
কাঁউটাল বলেছেন:
৮| ১৩ ই মার্চ, ২০২৫ রাত ১:২১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনিও দুটো উপদেশ দিয়ে যান।
৯| ১৩ ই মার্চ, ২০২৫ রাত ১:৪৭
কামাল১৮ বলেছেন: গনতন্ত্রের কোন বিকল্প নাই।একমাত্র গনতন্ত্রই পারে দেশকে রক্ষা করতে।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০২৫ রাত ৮:২৪
কাঁউটাল বলেছেন: শেখ হাসিনা ছাড়া আরেকটা করোনা ভাইরাস ধরণের এটাক হলে আমরা কি ঠেকাতে পারব?