নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ড. ইউনুস — গর্বিত এক বাংলাদেশি নাম, বিশ্ব মঞ্চে এক উজ্জ্বল তারকা!

১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৫৬




গত ৯০ বছরে বাংলাদেশের ইতিহাসে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস —
কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, ৮৩% মানুষই জানেন না কে এই ড. ইউনুস! আপনি নিশ্চয়ই জানেন, পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার । আপনি নিশ্চয়ই জানেন, পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার কিন্তু জানেন কি, সম্মানসূচকে এর পরেই আসে –
২. The U.S. Presidential Medal of Freedom
৩. The U.S. Congressional Gold Medal

পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ১২ জন ব্যক্তি এই তিনটি পুরস্কারই অর্জন করেছেন —
আর তাদের একজন হলেন আমাদের গর্ব, বাংলাদেশের প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস!
বিশ্বাস হবে?
যখন লিওনেল মেসি লাইনে দাঁড়িয়ে ছিলেন ড. ইউনুসের জন্য!
হ্যাঁ, এমন ঘটনাও সত্যি ঘটেছে!
আরও শুনুন —
বিশ্বের অন্যতম সম্মানজনক আসর অলিম্পিক গেমস ।
২০২০ সালের জাপান অলিম্পিকে, যিনি ছিলেন Torch Bearer (মশাল বাহক) —
তিনি আর কেউ নন, ড. ইউনুস নিজেই!
বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় চিন্তাবিদদের তালিকায় ড. ইউনুস রয়েছেন নিয়মিত Top 10-এ!
মুসলিম বিশ্বে নোবেল বিজয়ীদের মধ্যে তাঁর অবস্থান এক কথায় অতুলনীয়।
আর এমন একজন মানুষ আমাদেরই দেশের সন্তান —
বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার!




ফেবু

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৫

কামাল১৮ বলেছেন: বিশ্বসেরা টাউট,কারো মতে বাটপার।নরডিক দেশ থেকে গরিবদের কথা বলে বিনা সুদে টাকা এলে ২৭% সুদে খাটিয়ে টাকার কুমির হয়েছে।সেই টাকার বিরাট অংশ আমেরিকার নির্বাচনে দান করে,ক্লিনটন পরিবারের বন্ধু হয়েছে।

১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ কামাল । এ পৃথিবীর সবাই বোকা আপনি বাদে ।

২| ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৪৮

এ পথের পথিক বলেছেন: নিজেদের প্রয়োজনে প্রফেসর ইউনুসকে অনেক দেশ ব্যবহার করেছে, এদিক দিয়ে আমরা ব্যর্থ, আমরা তাকে যথাযত মুল্যায়ন করতে পারলাম না । যারা ক্ষমতা কুক্ষিগত করতে নির্বাচন নির্বাচন যিকির করছে তাদের কি যোগ্যতা আছে দেশ পরিচালনার আমি বুঝিনা ।
অনেকেই বলতে পারে তিনি রাজনীতিবিদ নন, ভাই তিনি যদি রাজনীতিবিদ না হন তাহলে এখন দেশ কিভাবে পরিচালিত হচ্ছে, দেশের তথাতকিত রাজনীতিবিদদের চেয়ে তিনি ভাল খেলোয়াড় ।

১৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:১৩

শাহ আজিজ বলেছেন: সহমত।

৩| ১৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: উইনুস সাহেব নিরপেক্ষ লোক নন।
নোবেল প্রাইজ তো মিয়ানমারের সূচীও পেয়েছিলেন।

৪| ১৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪১

Aivon বলেছেন: The Picture AI All-in-one ai image generator,50+ Ai Image Generator Models,such as AI Photo Maker, AI Baby Generator, Photo Restoration, Image Upscaler, Image To Image AI, and Flux Al Image Generator.
Picture AI: https://pictureai.ai/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.