|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
 বছর তিনেক আগে রাজু ভাস্কর্যের সামনে উড়ন্ত ভঙ্গিতে ছবি তুলেছিলো একটা মেয়ে। তার নাম ইরা।
ইরার ওই ছবিটাই হওয়া উচিত বাংলাদেশের মেয়েদের প্রতীক। আমাদের মেয়েদের মেধা আছে, অদম্য সাহস আছে, ইস্পাতদৃঢ় সংকল্প আছে। আছে মুক্ত বিহঙ্গের মতো ডানা। সেই ডানায় ভর করে আকাশে উড়বে তারা।
আমাদের শুধু নিশ্চিত করতে হবে যে কোনো অপশক্তি তাদের ডানা ভেঙে না দেয়, কিংবা সেখানে আগুন না দিতে পারে।
বাকিটা অগ্নি বালিকারাই করবে। 
 Nucleus 71 ফেস বুক
 ২০ টি
    	২০ টি    	 +১/-০
    	+১/-০  ০৫ ই মে, ২০২৫  দুপুর ১:২৬
০৫ ই মে, ২০২৫  দুপুর ১:২৬
শাহ আজিজ বলেছেন: হতে পারে , এতটা খেয়াল করিনি । আমার কন্যাটা এরকম পোশাক পরে , নতুন কিছু না ।
২|  ০৫ ই মে, ২০২৫  দুপুর ১:২৩
০৫ ই মে, ২০২৫  দুপুর ১:২৩
মেঠোপথ২৩ বলেছেন:  
  
সুত্র ঃ অনলাইন
  ০৫ ই মে, ২০২৫  দুপুর ১:২৮
০৫ ই মে, ২০২৫  দুপুর ১:২৮
শাহ আজিজ বলেছেন: ভাল্লাগছে ।
৩|  ০৫ ই মে, ২০২৫  দুপুর ২:১৫
০৫ ই মে, ২০২৫  দুপুর ২:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
সামনে এগিয়ে যাক ইরা-রা!
  ০৫ ই মে, ২০২৫  বিকাল ৩:৫৩
০৫ ই মে, ২০২৫  বিকাল ৩:৫৩
শাহ আজিজ বলেছেন: তাই হোক ।
৪|  ০৫ ই মে, ২০২৫  দুপুর ২:১৮
০৫ ই মে, ২০২৫  দুপুর ২:১৮
সৈয়দ কুতুব বলেছেন: মনে বাজে ধিন তা না নারে না !  
  ০৫ ই মে, ২০২৫  বিকাল ৩:৫৫
০৫ ই মে, ২০২৫  বিকাল ৩:৫৫
শাহ আজিজ বলেছেন: তেরে কেটে তাক তা থৈ তা থৈ
৫|  ০৫ ই মে, ২০২৫  দুপুর ২:২০
০৫ ই মে, ২০২৫  দুপুর ২:২০
সৈয়দ কুতুব বলেছেন: মুরুব্বি খারাপ কিছু মিন করে বলেনি। নিজের মনের কথা বলেছি !
  ০৫ ই মে, ২০২৫  বিকাল ৩:৫৬
০৫ ই মে, ২০২৫  বিকাল ৩:৫৬
শাহ আজিজ বলেছেন: আমিও খারাপ মনে নেইনি
৬|  ০৫ ই মে, ২০২৫  বিকাল ৫:১০
০৫ ই মে, ২০২৫  বিকাল ৫:১০
যামিনী সুধা বলেছেন: 
মেয়েরা সংসার চালায় ও মানুষকে পেটে ধারণ করে; মোল্লাদেরকে আল্লাহ আদমের মতো মাটি থেকে বানায়।
  ০৫ ই মে, ২০২৫  রাত ৯:০৮
০৫ ই মে, ২০২৫  রাত ৯:০৮
শাহ আজিজ বলেছেন: ডাসটবিনের ময়লা থেকে বানায় ।
৭|  ০৫ ই মে, ২০২৫  রাত ১০:৪৯
০৫ ই মে, ২০২৫  রাত ১০:৪৯
শায়মা বলেছেন: ছবিটা খুবই সুন্দর! 
ব্যালে ডান্স করে মনে হয় মেয়েটা।
  ০৬ ই মে, ২০২৫  সকাল ৯:৪০
০৬ ই মে, ২০২৫  সকাল ৯:৪০
শাহ আজিজ বলেছেন: হুম , তোমাকে দেখি না অনেকদিন ।
৮|  ০৬ ই মে, ২০২৫  সকাল ৯:১৬
০৬ ই মে, ২০২৫  সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: যে জাতি নারীদের সম্মান করে না, সেই জাতি কোনোদিন বড় হতে পারে না।
৯|  ০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:০০
০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:০০
ইফতেখার ভূইয়া বলেছেন: এগুলো লোক দেখানোর উদ্দেশ্যে তোলা, অনেকটাই এ্যাটেনশান সিকিং। আর তার পোশাক-আশাকেও বাঙালীয়ানা নেই। মেয়েরা তাদের মেধা আর যোগ্যতা দিয়ে এগিয়ে আসুক, সম্মান তাদের পায়ের তলানিতে থাকবে। তথাকথিত প্রগতিশীল ধারনার মানুষ যারা অর্ধ-নগ্ন বাঙালী নারীকে দেখে তাকে "সাহসী" বলবে, সেটাতে আমার রুচি নেই। কর্মে বিশ্বাসী, ঐসব নাচন-কুদনে কিছুই প্রমাণ হয় না। আর হ্যাঁ, দুনিয়ার অর্ধেক মানুষ যেটা করতে পারে সেটাকে "ব্যতিক্রম" বা আলাদা কোন যোগ্যতা বলে মনে করা বোকামি। ধন্যবাদ।
১০|  ০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:০০
০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:০০
ধুলো মেঘ বলেছেন: মেঠোপথ, শাড়ি আমাদের ঐতিহ্য হতে পারে, কিন্তু সেলোয়ার কামিজ কি করে হয়? এইটা ছিল রাজপুত রাজাদের পোশাক। পাঞ্জাবী নারীরা পরে তা এডোপ্ট করে। 
আর ছবিতে মেয়েটির যে পোশাক দেখানো আছে - এরকম পোশাক এই দেশে সেলোয়ার কামিজ আসার আগে থেকে মেয়েরা পড়ত। এতে আপত্তির কি দেখলেন?
১১|  ০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:২৫
০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:২৫
রানার ব্লগ বলেছেন: মেঠোপথ২৩ বলেছেন:  বাংলাদেশী সংস্কৃতিতে আবহমান কাল থেকেই মেয়েদের পোষাক হচ্ছে শারী ও সালোয়ার কামিজ। 
বাংলাদেশের মেয়েদের আবহমান কালের পোষাক কবে থেকে সেলোয়ার কামিজ হলো?
১২|  ০৬ ই মে, ২০২৫  বিকাল ৪:৩৮
০৬ ই মে, ২০২৫  বিকাল ৪:৩৮
শেরেবাংলা মিডিয়া বলেছেন: বাংলাদেশি মেয়ে মানে কি এভাবে বক্ষ খোলা রেখে লাফ দেওয়া! এই ছবির সাথে কি বাংলাদেশের সাংস্কৃতিক এবং প্রান্তিক মেয়েদের মহিলাদের নারীদের আচার-আচরণগত কোন সম্পর্ক আছে?? এই ছবিটাতে একটি মেয়েকে দেখা যাচ্ছে, দেখে তো মনে হচ্ছে সে পুরোপুরি ওয়েস্টার্ন কালচারে আসক্ত এবং সে ওয়েস্টার্ন কালচারের ধারক-বাহক। বাংলাদেশী প্রান্তিক পর্যায়ে সাংস্কৃতিক ধর্মীয় বিবেচনায় এটা পুরোপুরি বেমানান একটি চিত্র। বরং লেখক এটাকে বাংলাদেশের পুরো নারী সমাজের উপর ছাপিয়ে দিচ্ছে। এটা কখনোই বাংলাদেশের নারীদের মেয়েদের প্রতীক হতে পারে না
  ০৬ ই মে, ২০২৫  রাত ৮:৪৯
০৬ ই মে, ২০২৫  রাত ৮:৪৯
শাহ আজিজ বলেছেন: সহমত ।
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০২৫  দুপুর ১:১৮
০৫ ই মে, ২০২৫  দুপুর ১:১৮
মেঠোপথ২৩ বলেছেন: এটা এডিটেড ফটো বলে মনে হচ্ছে। যাই হোক এই মেয়েটা বাংলাদেশী মারীদের প্রতীক হতে পারে না কোণভাবেই। আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে। বাংলাদেশী সংস্কৃতিতে আবহমান কাল থেকেই মেয়েদের পোষাক হচ্ছে শারী ও সালোয়ার কামিজ।