|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
  
 
  
 
দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ মঙ্গলবার দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সঙ্গে দেশে আছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত রয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
 ২০ টি
    	২০ টি    	 +০/-০
    	+০/-০  ০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:২৬
০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:২৬
শাহ আজিজ বলেছেন: আফটার অল লন্ডন গেছে , শখ জেগেছে তাই গগলস লাগাইছে ।
২|  ০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:২০
০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:২০
সামছুল আলম কচি বলেছেন: অভ্যর্থনা জানানোর জন্য পায়ে হেটে, গাড়ী ভাড়া দিয়ে, ঘন্টার পর ঘন্টা রাস্তায় দড়িয়ে- বসে না থেকে; এই মানুষগুলো যদি তাদের পরিবারগুলোকে, নিজ কাজে সময় দিতো !!!!! জনতা বরাবর-ই রাজনীতিবিদদের ছলনায় ঠকেছে !!!
  ০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:২৯
০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:২৯
শাহ আজিজ বলেছেন: মানুষের শখ উৎকণ্ঠা গোলাপি বেগমকে কাছ থেকে দেখবে । বাঙ্গালিদের অজস্র সময় আছে ব্যয় করার ।
৩|  ০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:৩৫
০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আওয়ামী অত্যাচারের সময়ে বি,এন,পি'র মাত্র কয়েকজন নেতা-কর্মীকে রাজপথে দেখা গিয়েছিলো। 
অথচ, এখন লক্ষ সমর্থকের ভিড়!!! 
এটা কিভাবে সম্ভব হলো!!!
  ০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:৪৮
০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:৪৮
শাহ আজিজ বলেছেন: বিশেষ এ্যাম্বুলেন্স বিমান নিয়ে যাওয়া এবং আসা , সুস্থ হয়ে ফেরা , কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজকীয় মুভমেন্ট সব মিলিয়ে লক্ষ মানুষের আবেগ , কৌতূহল সব মিলিয়ে এই সমাবেশ ।
৪|  ০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:৫৮
০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:৫৮
ইফতেখার ভূইয়া বলেছেন: রাস্তায় তেমন কোন রাজনৈতিক কর্মী নয় (কিছু ব্যতিক্রম বাদে) মূলত টোকাই, টাকা দিয়ে আনা লোকজন আর সুবিধাবাদী ও পদ-প্রত্যাশী লোকজন ও তাদের চাটুকারগণ রয়েছে। খুঁজলে এদের অনেকেই আওয়ামীর চামচামি করার প্রমাণও পাওয়া যাবে।
  ০৬ ই মে, ২০২৫  দুপুর ১:১৪
০৬ ই মে, ২০২৫  দুপুর ১:১৪
শাহ আজিজ বলেছেন: জী , আপনার সাথে সহমত।
৫|  ০৬ ই মে, ২০২৫  দুপুর ২:১০
০৬ ই মে, ২০২৫  দুপুর ২:১০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খালেদা জিয়াকে ভুলে গেলে চলবে না , তার এই মুক্তি তার দলের কোন চাদাবাজ বা হাসিনার সুবিধাভোগী নেতাদের কল্যাণে নয় । হাজার হাজার ছাত্র জনতার জীবন ও রক্তের বিনিময়ে তিন আজে মুক্ত । এ অর্জন যেনো কিছু চাদাবাজ ও সুবিধা ভোগীদের কারণে নষ্ট না হয় ।
  ০৬ ই মে, ২০২৫  বিকাল ৩:২৮
০৬ ই মে, ২০২৫  বিকাল ৩:২৮
শাহ আজিজ বলেছেন: অপেক্ষা করুন এবং দেখুন সামনের দিনগুলো কি বলে ।
৬|  ০৬ ই মে, ২০২৫  বিকাল ৩:১২
০৬ ই মে, ২০২৫  বিকাল ৩:১২
শেরেবাংলা মিডিয়া বলেছেন: অথচ একদিন খালেদা জিয়ার বাসার সামনের ট্রাক সরাতে কেউ যায়নি
  ০৬ ই মে, ২০২৫  বিকাল ৩:২৫
০৬ ই মে, ২০২৫  বিকাল ৩:২৫
শাহ আজিজ বলেছেন: হাসিনার মাস্তানির ডরে ।
৭|  ০৬ ই মে, ২০২৫  বিকাল ৪:৩০
০৬ ই মে, ২০২৫  বিকাল ৪:৩০
যামিনী সুধা বলেছেন: 
জিয়ার ছেলেগুলোকে পড়ায়নি এই ক্রিমিনাল  মহিলা; একটা পরলোকে গেছে, অন্যটা বনবাসে।
  
ঢাকা হচ্ছে, দেশের চোর-ডাকাত, শঠ, ঠক, মফিয়াসহ সকল অপরাধীদের জন্য ডাষ্টবীণ; বেগম জিয়ার মতো ক্রিমিনাল কি করে ইহার থেকে বাইরে থাকবে? 
  ০৬ ই মে, ২০২৫  রাত ৮:৫৮
০৬ ই মে, ২০২৫  রাত ৮:৫৮
শাহ আজিজ বলেছেন: না কোন মন্তব্য করব না । আমাদের খুব খারাপ উদাহরন খালেদা যার শিক্ষাগত যোগ্যতা জিরো ।
৮|  ০৬ ই মে, ২০২৫  বিকাল ৫:২৮
০৬ ই মে, ২০২৫  বিকাল ৫:২৮
ঢাবিয়ান বলেছেন: সব চোর, ডাকাত , সিন্ডিকেটবাজ , চাঁদাবাজরা আজ ঢাকার রাস্তা দখল করে রেখেছিল।
  ০৬ ই মে, ২০২৫  রাত ৮:৫৯
০৬ ই মে, ২০২৫  রাত ৮:৫৯
শাহ আজিজ বলেছেন: হুম , দেখলাম ।
৯|  ০৬ ই মে, ২০২৫  সন্ধ্যা  ৬:০৪
০৬ ই মে, ২০২৫  সন্ধ্যা  ৬:০৪
সপ্তম৮৪ বলেছেন: আপনি কি নিজেই নিজেকে সাহেব ডাকেন ? 
  ০৬ ই মে, ২০২৫  রাত ৮:৫৫
০৬ ই মে, ২০২৫  রাত ৮:৫৫
শাহ আজিজ বলেছেন: না , সিদ্ধান্ত নিলাম বয়স্ক মানুষ ব্লগিং করব তো ভাল একটা নাম দরকার । শাহ আমার নামের আদ্যাক্ষর ,ব্যাস শাহ সাহেব দিয়ে শুরু , কেন আপনার ভাললাগেনি ?
১০|  ০৭ ই মে, ২০২৫  সকাল ৯:৩০
০৭ ই মে, ২০২৫  সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: জেকজন দেশে ফিরেছেন। তার জন্য পুরো শহর জ্যাম লাগিয়ে দিতে হবে!!!
১১|  ০৭ ই মে, ২০২৫  সকাল ১০:১৯
০৭ ই মে, ২০২৫  সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: * একজন
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:০১
০৬ ই মে, ২০২৫  দুপুর ১২:০১
ইফতেখার ভূইয়া বলেছেন: একজন গ্যাছে আরেকজন আসছে। আবার চোক্ষে চশমাও লাগাইছে দেখি। বিগত ১৬ বছরে অবশ্য চশমা লাগাইতে দেখি নাই।