![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইরান-ইসরায়েল সংঘাত ক্রমশ ঘনীভূত হচ্ছে। কিন্তু এটি কি কেবল আধুনিক ভূরাজনীতি? নাকি এর পেছনে আছে ধর্মীয় ভবিষ্যদ্বাণীর ছায়া? ইসলামি শিক্ষায় বলা মালহামা—শেষ যুগের এক ভয়াবহ যুদ্ধ—সেই প্রসঙ্গই এখন নতুন করে সামনে আসছে।
হাদিসে বর্ণিত এই মালহামা এমন এক সময় ঘটবে, যখন ফিতনা, ধ্বংস আর বিভ্রান্তি পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়বে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি সেই পূর্বাভাসের সঙ্গে কি মিলে যাচ্ছে? ফিলিস্তিনে শিশুদের হত্যাকাণ্ড, ড্রোন হামলা, পাল্টা প্রতিরোধ... সব কিছুই যেন ঘনীভূত করছে এক ভয়ংকর সমাপ্তির সুর।
ইসলামি হাদিসে কোনো নির্দিষ্ট দেশের নাম নেই। তবে "রোমানদের সঙ্গে যুদ্ধ" প্রসঙ্গে অনেকেই ধরে নেন ইউরোপীয় খ্রিস্টান শক্তি বা রাশিয়াই সেই রোমান উত্তরসূরি—যাদের সঙ্গে মুসলিমদের জোট হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, মালহামা আসলেই বাস্তব, কিন্তু সময় এবং পরিস্থিতি নির্ধারণ করা কঠিন। তবে এটি স্পষ্ট, ফিতনার সময় সত্য ও ন্যায়ের পাশে দাঁড়ানোই মালহামার মূল শিক্ষা। আজ যখন বিশ্বের বহু মুসলিম দেশ নীরব, তখন ইরান—সামরিকভাবে হোক বা রাজনৈতিক অবস্থানে—প্রতিবাদ জানাচ্ছে। এই অবস্থান বর্তমান তরুণদের কাছে এক প্রশ্ন রাখছে: তুমি কি সত্যের পক্ষে দাঁড়াতে প্রস্তুত?
২০ শে জুন, ২০২৫ সকাল ১০:১৫
শাহ আজিজ বলেছেন: সহমত । হামাস খোমেনির ধর্ম পুত্র । আমার আজও প্রশ্ন জাগে কেন হামাস পাচ হাজার রকেট ছুড়েছিল ? হামাসকে নিষিদ্ধ করতে হবে ।
২| ১৯ শে জুন, ২০২৫ রাত ১০:১০
কাঁউটাল বলেছেন: ইসরায়েলি শয়তানরা চাংগাজী ওরফে ফারমার২ কে এজেন্ট নিয়োগ দিছে। ফটর ফটর করার জন্য। উহা একটা গার্বেজ।
৩| ১৯ শে জুন, ২০২৫ রাত ১০:১১
কাঁউটাল বলেছেন: ইয়াহুদি ব্যংকারদের নিমক খাওয়া এই গার্বেজ আজকাল বেশি ফাত্রামি আরম্ভ করছে।
৪| ১৯ শে জুন, ২০২৫ রাত ১০:১৭
জ্যাক স্মিথ বলেছেন: এটি একটি ধর্ম যুদ্ধ বলেই আমার মনে হয়েছে, এই যুদ্ধের পিছনে ইহুদিরা পরিষ্কার ভাবে ধর্ম দ্বারা প্রভাবিত যা খুবই ভয়ঙ্কর।
এমনকি কিছু কিছু ধার্মিক খ্রিস্টানরাও মনে করে ক্রুসেড এখনো চলামান।
৫| ১৯ শে জুন, ২০২৫ রাত ১০:২৪
সৈয়দ কুতুব বলেছেন: আগামিকাল দেশের মসজিদ গুলোতে ইরানের হয়ে দোয়া করা হয় কিনা দেখার বিষয় সরাসরি।
৬| ১৯ শে জুন, ২০২৫ রাত ১০:৪৬
ফারমার২ বলেছেন:
হামাস যদি জানতো যে, এই আক্রমণের কারণে তাদের সকল নেতা নিহত হবে; তাহলে, তারা এই আক্রমণ করতো না; আরবরা জাতিগতভাবে বেকুব; ওরা আবার কিসের প্রেডিকাশন করে গেছে?
৭| ২০ শে জুন, ২০২৫ সকাল ৮:২২
কথামৃত বলেছেন: Don't be fooled, Israel is in worse shape then people think.
About 1/3 of Tel Aviv has been damaged or destroyed.
৮| ২০ শে জুন, ২০২৫ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: খামেনি ভুল করলে, মরবে সাধারন মানুষ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০২৫ রাত ১০:০৩
ফারমার২ বলেছেন:
আজকের কোন আরব জানে আগামীকাল কি হবে?
হামাস কি জানতো ২৩৯ জনকে বন্দী করে গাজায় আনলে ৭০ হাজার ফিলিস্তিনীর প্রাণ যাবে? আজকেও ১০০ জন মৃত।
১৪০০ বছর আগের বেদুইনরা কি করে এত বড় বড় প্রেডিশান করছিলো? গার্বেজ