নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।।আ.লীগ নেই, বিএনপি থাকবে না, তাহলে কি রাজাকারেরা দেশ চালাবে: গয়েশ্বর

২০ শে জুলাই, ২০২৫ রাত ৯:৩২






আওয়ামী লীগ নেই, এরপর বিএনপিও থাকবে না, তাহলে কি একাত্তরের রাজাকারেরা দেশ চালাবে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রোববার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জামায়াত শুধু বাংলাদেশেই নয়, ভারত ও পাকিস্তানেও রয়েছে। সেই কারণে তারা সাধারণের পাশে দাঁড়াতে পারে না। তারা কখনো মানুষের ভাষা বোঝে না, তারা শুধু নিজের মতলব হাসিল করতে চায়। কেয়ামত পর্যন্ত জামায়াত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না।‘এ কারণেই বলব, স্বাধীনতাযুদ্ধে যেমন আমাদের রক্ত রয়েছে, জীবনদান রয়েছে, শ্রম রয়েছে; তেমনি আন্দোলনেও আমাদের রক্তদান, শ্রম ও কষ্ট রয়েছে। এখন আওয়ামী লীগ নেই, এরপর বিএনপিও থাকবে না, তাহলে কি একাত্তরের রাজাকারেরা দেশ চালাবে। এটা আমরা বেঁচে থাকতে মেনে নেব না।’

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ‘জামায়াতের যেসব দফা-টফা, এগুলো সবই হলো নির্বাচনকে ভন্ডুল করার জন্য। এবার আওয়ামী লীগ নেই, সেই কারণে বিএনপি ক্ষমতায় আসবে। এটা জামায়াত সহ্য করতে পারছে না। আমি নিশ্চিত, কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াতের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।’তিনি আরও বলেন, ‘যারা একাত্তর সালকে স্বীকার করে না, যারা স্বাধীনতাকে স্মরণ করে না, যারা বলে পাকিস্তান-ভারতের যুদ্ধ হয়েছে, স্বাধীনতাযুদ্ধ হয়নি; তাদের কথা শোনার মতো সময় বাংলাদেশের মানুষের নেই। তারা চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, নির্বাচন বানচালের চেষ্টা করুক, আমরা তা মোকাবিলা করব।’

নির্বাচনের আয়োজন করুন, কেউ যদি চাপ দেয়, বিএনপি পাশে থাকবে: গয়েশ্বর চন্দ্র রায়নির্বাচনের আয়োজন করুন, কেউ যদি চাপ দেয়, বিএনপি পাশে থাকবে: গয়েশ্বর চন্দ্র রায়
এ সময় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের নেতা মাহমুদ হাসান ফাহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২৫ রাত ৯:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দেশটা চাঁদাবাজ, ঘুষখোর, গুণ্ডা আর গডফাদারদের অধীনে দিয়ে দেওয়া হোক।

২১ শে জুলাই, ২০২৫ সকাল ১১:১৬

শাহ আজিজ বলেছেন: ওটাই বাকি আছে ।

২| ২০ শে জুলাই, ২০২৫ রাত ৯:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: জামাত একটা সমাবেশ করেছে লাইফে বড়ো। এটা নিয়ে আও্য়ামি আর বিএনপি মিলে ফাও বকছে । আরে ভাই জামাতের কেমন লোক আছে সেটা বুঝতে হলেও এ সমাবেশ দরকার ছিলো। বিএনপির ফজলুল রহমান বা গয়েশ মিয়ার বাকা কথা বলার কিছু নেই। জামাতের দাবি গুলো খুবই সাধারণ । পিআর নিয়ে সরকার জামাত কে বিএনপির উপর চাপ দিতে বলেছে যাতে । জামাত এর জায়গায় আওয়ামি লিগ থাকলে ইলেকশন হতে দিবো না টাইপ কথা বলতো ৭ দফা না মানলে । জামাতের আমির বলেছেন করাপশন নিয়ে । তারা পাওয়ারে গেলে কি কি করবেন তা নিয়ে। জামাত নেতা তাহের চাপে পড়ে ভালো সাজতে হলেও জনতার কাছে বলেছেন যে জংগিবাদ তারা এলাউ করবেন না । কেবল জামাতের ফয়জুর ভাষন ছিলো পুরোপুরি বেকুব টাইপ। দুই হাত নেড়ে কি সব আল বাল বকলো মালটা । =p~

কারো কারো দেখলাম সামুতে মন খারাপ জামাতের সমাবেশ দেখে। :D

২১ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২০

শাহ আজিজ বলেছেন: তবুও জামাত সার্থক শো ডাউনের ক্ষেত্রে । আমার ভাল লেগেছে ।

৩| ২০ শে জুলাই, ২০২৫ রাত ১১:১৮

এইচ এন নার্গিস বলেছেন: ভালো বলেছেন ।

২১ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২২

শাহ আজিজ বলেছেন: কাকে বললেন ।

৪| ২০ শে জুলাই, ২০২৫ রাত ১১:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: শুধুমাত্র বি.এন.পি. কিংবা আওয়ামী ছাড়া বাকি সবাই "রাজাকার", এই ধরনের চিন্তা-চেতনাও এক ধরনের স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ। ঐ দুটো দলের শাসনামল এদেশের মানুষ দেখেছে এবং তারা যে কতটা দুর্নীতিগ্রস্থ হতে পারে তাও এদেশের মানুষ জানে। স্বাধীনতার পরে অর্ধ-শতাব্দীতে এইসব পুরোনো এবং অকেজো লোকজন দিয়ে দেশ অতীতে চালানো হয়েছে সময় হয়েছে নতুনদের হাতে ক্ষমতা হস্তান্তর করার। দেশের মানুষকেই এই পরিবর্তনের অংশ হতে হবে। বাংলাদেশকে কখনোই আধুনিক কিংবা আদর্শ গণতান্ত্রিক দেশ বলা যায় না এটা বোঝার জন্য খুব বেশী পড়াশোনা করার প্রয়োজন নেই। প্রয়োজন দলকানা মানসিকতার পরিবর্তন। দলের আগে দেশ, এটা এরা ভুলে যান দু'টো পয়সা আর পদ-পদবীর জন্য। এ ধরনের মানুষ যে কোন জাতির জন্য বোঝা ও উন্নয়নের পথে প্রতিবন্ধক বলে আমার মনে হয়। আদতে এরা আসলে আগাছার চেয়ে অপ্রয়োজনীয় ও অবাঞ্ছিত। ধন্যবাদ।

২১ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২৪

শাহ আজিজ বলেছেন: সহমত ।

৫| ২১ শে জুলাই, ২০২৫ রাত ১২:০৭

কলাবাগান১ বলেছেন: গয়েশ্বর বাবু রা দুধ-কলা দিয়ে সাপ পুষবেন কিন্তু সাপ থেকে বিড়াল এর মত আচরন আশা করবেন, তাতো হয় না...।

২১ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২৪

শাহ আজিজ বলেছেন: হুম

৬| ২১ শে জুলাই, ২০২৫ রাত ১:৫০

সুলাইমান হোসেন বলেছেন: ইফতেখার ভূইয়ার সাথে একমত।জামাতে কেউ প্রবেশ করলেই কি সে রাজাকার হয়ে যায়,অথচ একটা রাজাকারও হাসিনা সরকার বাঁচিয়ে রাখেনি।

২১ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২৬

শাহ আজিজ বলেছেন: সত্য কথন ।

৭| ২১ শে জুলাই, ২০২৫ রাত ২:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: সুলাইমান@জামাতে প্রবেশ করলে রাজাকার বলে কারণ জামাত সঠিক ভাবে এখনো ৭১ সাল নিয়ে তাদের কি মনোভাব তা বলেনি। তারা বারবার ইহাকে নিয়ে তেনা পেচিয়েছে। আপনি বলছেন শেখ হাসিনা রাজাকার একটাও বাচিয়ে রাখেনি ? রাজাকার রা কোন দল করতো ?

আপনাদের এ ঝামেলা লাইফটাইম কাটবে না। ফরহাদ মজহার থেকে হেলপ নেন। :)

২১ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২৭

শাহ আজিজ বলেছেন: B-)

৮| ২১ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইফতেখার ভাইয়া আমার মন্তব্য পছন্দ হয়েছে।

আপনার এই মতামত অনেক মানুষের মনের কথা।

৯| ২১ শে জুলাই, ২০২৫ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: গত ১৬ বছর বোবা হয়েছিলো, সব দল গুলো।
এখন সুযোগ হয়েছে। সুযোগ এসেছে। যা খুশি বলুক। বলতে দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.