![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কক্সবাজারের ইনানির একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে ফেসবুকে। গুঞ্জন উঠেছে, দলটির নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা প্রমুখ বৈঠকে অংশ নিয়েছেন।
তবে, বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বলেন, পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব। কেন্দ্রীয় নেতারা সেখানে ঘুরতে গেছেন।
এনসিপি সংশ্লিষ্ট সূত্রগুলো এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, এনসিপির উচ্চপদস্থ নেতারা কোনো রাজনৈতিক বৈঠকে অংশ নেননি, বরং বর্তমানে তারা কক্সবাজারে অবকাশ যাপন করছেন।
আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। ২০২৪ সালের এদিনে রক্তক্ষয়ী গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপরই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও প্রকাশ। পূর্বঘোষণা অনুযায়ী, আজ বিকেলে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে।
বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্বেই হয়েছিল সেই গণঅভ্যুত্থান। সেই প্ল্যাটফর্মের শীর্ষ সমন্বয়কারীদের নিয়েই গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
০৫ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:১৮
শাহ আজিজ বলেছেন: তিনি সম্ভবত সেন্ট মারটিনে ।
২| ০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৫
সৈয়দ কুতুব বলেছেন: তারা কক্সবাজার কি করে ? আজকে তো ঢাকায় থাকা উচিত ছিলো।
০৫ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:১৯
শাহ আজিজ বলেছেন: আইজকাই তো সময় । পরে নাও আসতে পারে এই সুযোগ -----
৩| ০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:৫২
ঢাবিয়ান বলেছেন: এনসিপির শীর্ষ নেতা নাহিদ , আখতার ঢাকায় আছে এবং মানিক মিয়া এভিনিউর প্রোগ্রামে গেছে। কুতুব সাহেবের মনে হচ্ছে ঘুম হারাম হয়ে গেছে , পিটার হাসের সাথে বৈঠের কথা শুনে
০৫ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২১
শাহ আজিজ বলেছেন: কুতুব সাব আজাইরা দৌড়া দৌড়ি করে -----
৪| ০৫ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০৫
মাথা পাগলা বলেছেন: ঢাবিয়ান বলেছেন: এনসিপির শীর্ষ নেতা নাহিদ , আখতার ঢাকায় আছে এবং মানিক মিয়া এভিনিউর প্রোগ্রামে গেছে। কুতুব সাহেবের মনে হচ্ছে ঘুম হারাম হয়ে গেছে , পিটার হাসের সাথে বৈঠের কথা শুনে
ফেবুতে পিটার হাসের সাথে তাদের একটি ভিডিও রেকর্ড ভাইরাল হয়েছে।
০৫ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২২
শাহ আজিজ বলেছেন: আচ্ছা ------- তাই ?
৫| ০৫ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
সৈয়দ কুতুব বলেছেন: ঢাবিয়ান@দিল্লি না ঢাকা — আমি এখন ওয়াশিংটন! ওয়াশিংটন!
৬| ০৫ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা ------- তাই ? [/sb
ফেবুতে পিটার হাসের সাথে তাদের একটি ভিডিও রেকর্ড ভাইরাল হয়েছে। বোরখা পরিয়ে পিটার হাসকে তাদের সাথে নিয়ে যাওয়া হয়েছে, যাতে কেউ ধরতে না পারে।
**রসিকতা করে বলতে চেয়েছিলাম আগের কমেন্টটি ডিলিট করে দেবেন। কোন কারনে পরের লাইনটি আসেনি হয়তো বা সংযুক্ত করতে ভুলে গিয়েছি।
০৫ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯
শাহ আজিজ বলেছেন: থাক না ---------
৭| ০৫ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: মাথা গরম@এর আগেও চারজ দি এফেয়ারস এর সাথে তারা দেখা করেছে। পিটার হাস সাবেক । সে বাংলাদেশেই চাকুরি করে। তার সাথে এমবাসি কিছুই শেয়ার করে না । পিটার হাসের মতো লোক বোরখা পড়ে কারো সাথে যাবে এটা বাংলা সিনেমা দেখার কুফল ।
৮| ০৫ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৩৩
কামাল১৮ বলেছেন: পুরনো বসতে ভুলা এতো সহজ নয়।
৯| ০৫ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৫১
কামাল১৮ বলেছেন: বস কে হবে।
১০| ০৬ ই আগস্ট, ২০২৫ ভোর ৪:০২
কাঁউটাল বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: ঢাবিয়ান@দিল্লি না ঢাকা — আমি এখন ওয়াশিংটন! ওয়াশিংটন!
হারামি দিল্লিরে োয়ামারা দিতে হইলে ওয়াশিংটন দরকার আছে। - সহজ ইকুয়েশন, কুতুব সাব না বুঝার ভান করে।
১১| ০৬ ই আগস্ট, ২০২৫ ভোর ৫:০৭
কাঁউটাল বলেছেন: যুক্তরাষ্ট্রকে দেখে নিতে চায় ভারত |
১২| ০৬ ই আগস্ট, ২০২৫ ভোর ৫:২৮
কাঁউটাল বলেছেন: India Accuses Trump of Hypocrisy as US Threatens More Tariffs
১৩| ০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: মুক্তিযোদ্ধাদের সাথে রসিকতা করা হচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৪
সৈয়দ কুতুব বলেছেন: এ ঘটনা নিয়ে যিনি বকবক করার কথা ছিলো তিনি এখন সামুতে নাই।
।