নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। পুতিনের ‘মলত্যাগের স্যুটকেস’ ফিরিয়ে নেওয়া হলো রাশিয়ায়

১৮ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:১২




রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেহরক্ষীরা প্রায়শই বিভিন্ন কারণে সংবাদমাধ্যমের শিরোনামে আসেন। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে আলাস্কা শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্টের ‘মলত্যাগের স্যুটকেস’ বহন করার জন্য শিরোনাম হয়েছেন পুতিনের দেহরক্ষীরা।

জানা গেছে পুতিনের দেহরক্ষীরা তার মল সংগ্রহ করে এবং যখনই তিনি বিদেশ ভ্রমণ করেন তখন তা রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান। তার ‘মলত্যাগের স্যুটকেস’ নিয়ে এই ধরনের প্রতিবেদন এই প্রথম প্রকাশিত হয়নি।

২০২২ সালে ফরাসি ম্যাগাজিন প্যারিস ম্যাচ দুই সিনিয়র তদন্তকারী সাংবাদিকের লেখা একটি প্রতিবেদনে এই খবর তুলে ধরে। কিন্তু কেন প্রেসিডেন্টের মল সংগ্রহ করে রাশিয়ায় ফেরত পাঠানো হচ্ছে? জানা গিয়েছে এই অদ্ভুত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুতিনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য গোপন করার জন্য।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, বিদেশ সফরে পুতিনের দেহরক্ষীরা তার মল সংগ্রহ করেন এবং তা রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান। আলাস্কা বৈঠকে পুতিনকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। তাকে ঘিরে ছিলেন দেহরক্ষীরা। রুশ তথ্য ফাঁস রোধে নেয়া হয়েছিল একাধিক পদক্ষেপ। বিভিন্ন বিদেশি মিডিয়া জানিয়েছে, পুতিনের ফেডারেল প্রোটেকশন সার্ভিসের সদস্যরা তার মানব বর্জ্য সংগ্রহ করেন। বিশেষ ব্যাগে তা রাখা হয় এবং নির্দিষ্ট ব্রিফকেসে বহন করা হয়। এই ব্যবস্থা বহু বছর ধরেই চালু রয়েছে। ২০১৭ সালে ফ্রান্স সফরের সময়ও এমন হয়েছিল। এছাড়া ভিয়েনা সফরের সময়ও পুতিন একটি পোর্টেবল টয়লেট ব্যবহার করেছিলেন বলে জানা গিয়েছে।

১৯৯৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই পুতিন এই অভ্যাস চালু রেখেছেন বলে জানাচ্ছে রাজনৈতিক মহলের একাংশ। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) এর সাবেক কর্মকর্তা রেবেকা কফলার ফক্স নিউজকে বলেন যে, পুতিন উদ্বিগ্ন যে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো তার স্বাস্থ্য সম্পর্কে জানতে তার জৈবিক বর্জ্য পরীক্ষা করতে পারে।

সূত্র : ফার্স্টপোস্ট

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ৯:১২

বিজন রয় বলেছেন: হা হা হা হা .....................!!!!

দুনিয়া বড্ডই রঙ্গময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.