![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার ব্যস্ত রাস্তায় যাতায়াত মানেই রিকশার ধীর গতি ও বেশি ভাড়া—যা সাধারণ মানুষের জন্য অনেক সময়ই বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। তবে এবার সেই দৃশ্যপট বদলাতে শুরু করেছে। নগরবাসীর ভোগান্তি কমাতে এবং ভাড়ার বোঝা হালকা করতে চালু হয়েছে শাটল সার্ভিস, যেখানে আগে যেখানে ভাড়া ছিল ৫০ টাকা, এখন তা মাত্র ১০ থেকে ১৫ টাকায় নেমে এসেছে।
রিকশার বাড়তি ভাড়া থেকে রক্ষার জন্য এবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বৈদ্যুতিক শাটল বাস। প্রায় এক সপ্তাহ ধরে চালু হয়েছে এই বাহনটি। বসুন্ধরার ৩০০ ফিট মুখ থেকে অ্যাপোলো হাসপাতালের পকেট গেইট পর্যন্ত যাতায়াত করছে দুইটি শাটল বাস।
শাটল সার্ভিস মূলত একটি নির্দিষ্ট রুটে নির্দিষ্ট সময়ে চলাচলকারী মিনিবাস বা ভ্যানভিত্তিক পরিবহন ব্যবস্থা, যা একাধিক যাত্রীকে একসঙ্গে গন্তব্যে পৌঁছে দেয়। এতে যেমন সময় বাঁচছে, তেমনি ভাড়াও তুলনামূলকভাবে অনেক কম। এই বাহনে একসাথে চলা যায় ১০ থেকে ১২ জন। স্কুলের বাচ্চা ও অভিবাভককদের জন্য এটি খুবই উপকারী বাহন।
যাত্রীদের মধ্যে এক শিক্ষার্থী বলেন, এই বাহনটি আমাদের জন্য অনেক সুবিধাজনক। আমরা রিকশায় গেলে মা-বাবার অনেক চিন্তায় পড়তে হয়। কিন্তু এখানে আমরা সহজেই যাতায়ত করতে পারি।
যাত্রীদের মধ্যে এক শিক্ষার্থীর বাবা বলেন, আমি প্রথমবার বসুন্ধরার ভেতরে এই শাটল বাসে উঠলাম। যদি চলমান থাকে, তাহলে এটা খুবই সুবিধাজনক হবে। তিনি বলেন, ভাড়া অনেক সাশ্রয়ী। ১৫ টাকা অনেক বেশি না।
আরেক যাত্রী বলেন, আমি প্রতিদিন আসা-যাওয়া করি। তার মধ্যে রিকশায় অনেক রোদ লাগে। আর এটা (শাটল) অনেক পরিবেশবান্ধব। দেখতে সুন্দর, ভাড়া সাশ্রয়ী। তিনি বলেন, বসুন্ধরা এলাকার জন্য এটা সুন্দর একটা গাড়ি।
এছাড়া এ যানবাহন নিয়ে একজন বলেন, রিকশায় ভাড়া বেশি যায়। এজন্য এই বাহন সাশ্রয়ী। তিনি বলেন, এটা যদি আরও বৃদ্ধি পায়, তাহলে সাধারণ মানুষের জন্য খুব সুবিধা হবে।
news24bd.tv/AH
২০ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪১
শাহ আজিজ বলেছেন: ওটা শুধু বসুন্ধরা হাউসিং এ চলবে ।
২| ২০ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব একটা ভালো বিষয়।
২০ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৩
শাহ আজিজ বলেছেন: আমারও খুব ভাল লেগেছে ।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৩
বিজন রয় বলেছেন: কারা বাজারজাত করলো, কারা সরকারের অনুমতি পেল, জানা গেল কিছু?