নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র পালটে যাবে

২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫০

শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র পালটে যাবে : এম এ আজিজ


সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন, ঢাকসু নির্বাচনে কোনো কারণে ছাত্রদল না জিতে শিবির জিতলে ঢাকা ইউনিভার্সিটি আর আন্দোলনের সূতিকাগার থাকবে না। কারণ ছাত্রশিবিরের নেতৃত্বে কেউ আন্দোলনে যাবে না। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র পালটে যাবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এম এ আজিজ বলেন, অনেকেই এই প্রশ্ন তুলছেন যে, যেখানে জাতীয় নির্বাচন সামনে, সেখানে এই টুকরা টুকরা নির্বাচন হওয়ার তো দরকার ছিল না। পরেও হতে পারত। আমরা দেখলাম বৈষম্যবিরোধী আন্দোলনের পর যখন ভিসি মিটিং ডাকলেন তখন হঠাৎ করে একজন পরিচয় দিলেন তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। ইলেকশন হচ্ছে প্রকাশ্য রাজনীতির জন্য, গুপ্ত রাজনীতির জন্য নয়।

আপনি যে শিবির নন, তার গ্যারান্টি কী? আমরা তো জানি না কে শিবির, কে শিবির নয়।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বিষয়েও প্রশ্ন আছে। নইলে এই নির্বাচন তড়িঘরি করে আনলেন কেন? এখন তো লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

তিনি আরো বলেন, ডাকসু নির্বাচনে কয়েকটি প্যানেল হয়েছে।

স্বতন্ত্র প্যানেলও হয়েছে, ছাত্রদলও প্যানেল দিয়েছে। ছাত্রশিবিরও আলাদা প্যানেল দিয়েছে। এই নির্বাচনে কোনো সহিংসতা হলে জাতীয় নির্বাচনে অবশ্যই কিছুটা প্রভাব ফেলবেই। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা জায়গায় সীমাবদ্ধ। জাতীয় নির্বাচন একদম সম্পূর্ণ আলাদা।

কিছু তো হবেই। কারণ ঢাকা ইউনিভার্সিটি সকল আন্দোলনের সূতিকাগার। এখন কোনো কারণে ছাত্রদল না জিতে যদি শিবির জেতে এই ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আর আন্দোলনের সূতিকাগার থাকবে না। কারণ ছাত্রশিবিরের নেতৃত্বে কেউ আন্দোলনে যাবে না। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র পাল্টায় যাবে।

এম এ আজিজ বলেন, যেখানে যেখানে বিএনপির প্রার্থী আছে, বিশেষ করে মুক্তিযোদ্ধা প্রার্থী- সব জায়গায় জামায়াতের লোকদের বসানো হয়েছে। এই দেশে যদি জামায়াত ক্ষমতায় আসে কোনোদিন, তাহলে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ থাকবে না।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫৭

বিজন রয় বলেছেন: জামায়াত কি বৈধভাবে ক্ষমতায় আসতে পারবে কখনো?

২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৫৩

শাহ আজিজ বলেছেন: হুম , আস্লেও অবাক হব না ।

২| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দেওয়ার মত কোন চেতনা নয়।

২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৫৪

শাহ আজিজ বলেছেন: চেতনায় ঘা লেগেছে ।

৩| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৯:১৮

সৈয়দ কুতুব বলেছেন: শিবির তার রাজনীতি করছে। তারা মুক্তিযুদ্ধের পর থেকে একই ধারার রাজনীতি করছে। অন্যদিকে সেক্যুলাররা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। শিবির জিতলে কার দোষ?

২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৫৪

শাহ আজিজ বলেছেন: দোষ বামেদের ।

৪| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৭

মেঠোপথ২৩ বলেছেন: ডাকসুর ভোটাররা ঢাবিয়ান। এক ভিপি পদেই দাড়িয়েছে ৩৮ জন। ভোট ভাগাভাগি হয়ে যাবে। আব্দুল কাদের ও আবু বারেকের সম্ভাবনাই সবচেয়ে বেশি যেহেতু তারা বৈষম্যবিরোধি আন্দোলন সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সাদিক কাইউমকে লাইম লাইটে এনেছে জুলকারনাইন সায়ের। আল জাজিরায় সাদিক কাইয়ুমকে বৈষম্যবিরোধি আন্দোলনের প্রতিনিধি হিসাবে দেখানো হয়েছে। নাহিদ ইসলাম বিষয়টার কড়া সমালোচনা করে বলেছে যে , সাদিক কাইউম কোণ সমন্বয়কই ছিল না ।আন্দোলনের সময়ে সাদিক আড়ালে আবডালে থেকে সালমান নাম ব্যবহার করত। এই বিষয়গুলো ডাকসু ইলেকশনে প্রভাব রাখবে। উমামা এক টকশোতে দেখলাম খুব ভাল বক্তব্য রেখেছে। ক্যম্পাসকে দেশের নোংরা দলীয় রাজনীতি প্রভাবমুক্ত রাখার কথা বলেছে। সাধারন শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে দলীয় লেজুরভিত্তিক ছাত্র রাজণিতি চায় না। তারা উমামাদের মত স্বতন্ত্র প্রার্থীদের ভোট দিবে। সব মিলিয়ে ডাকসু ইলেকশন বৈচিত্রময় হবে বলেই আশা করা যায়।

২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: সব মিলিয়ে ডাকসু ইলেকশন বৈচিত্রময় হবে বলেই আশা করা যায়


আমিও তাই বলছি সবাইকে ।

৫| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ১০:২৪

কলাবাগান১ বলেছেন: মুক্তিযুদ্ধের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় কে রুল করছে মুক্তিযুদ্ধ বিরূধী শক্তি...। ডাকসুতে জয়ী হয়ে আরো বেগবান হবে। ছাত্রলীগের ভোট তো বিনপি পেতে পারত কিন্তু ১৫ই আগস্টে তারা ৩২ নম্বরে যে অশ্লীল ডিজে নাটক করেছে..। অবশ্য এটা গুপ্ত রাজনীতি করা লোকেরা করেছে বলেই আমি মনে করি

৬| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ১১:১২

কামাল১৮ বলেছেন: এম এ আজিজ এক জন উচিত কথা বলা লোক।

৭| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১:৪৪

লোকমানুষ বলেছেন: উনার চিন্তাধারা এবং মন্তব্যটি আমার কাছে সঠিক মনে হয়েছে। সকল আন্দোলনের আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত কোন দলেরই ক্ষমতায় আসা সমীচীন হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.