নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। এবার অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান

২৪ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৪৫






দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর অবদান সবসময়ই প্রশংসনীয়। শান্তি মিশন থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা পর্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে সেনাবাহিনী পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী তাদের প্রস্তুতির কথাও জানিয়েছে।

মঙ্গলবার ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, “সেনাবাহিনী উপযুক্ত সময়ে অ্যাকশনে নামবে এবং সংবিধান ও আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।”

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী ও সেনা সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যা দেশের স্বার্থবিরোধী। তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন এবং জানান, এসব অপরাধ লিপিবদ্ধ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সময়ে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সেনাপ্রধান আরও উল্লেখ করেন, “বিভিন্ন ব্যক্তি তাদের স্বার্থ উদ্ধারের জন্য সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তাই বাহিনীর সদস্যদের ধৈর্য ধারণ করা উচিত; তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পরিবর্তে পেশাদারী আচরণ করাই উত্তম।”

তিনি দেশের জনগণকে সতর্ক করে বলেন, “মানুষ এখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে।”

সেনাপ্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও সেনাবাহিনী সম্পর্কিত তথ্য প্রসঙ্গে বলেন, বাহিনীর ভেতরের কোনো অপরাধমূলক কার্যক্রম প্রচলিত সেনা আইন ও প্রথা অনুযায়ী বিচার করা হয়। তবে অপর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে তাড়াহুড়ো করে বিচার না করে যথাযথ তদন্তের মাধ্যমে বিচারিক ব্যবস্থা নেওয়া হয়।

নির্বাচন প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সরকার নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রেক্ষিতে তিনি সেনা সদস্যদের আইন অনুযায়ী নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। তিনি আরও বলেন, দেশি-বিদেশী বিভিন্ন মহল সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। তবে সেনাবাহিনীর ঐক্যবদ্ধতা ও পেশাদারিত্বের কারণে তারা সফল হয়নি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:২৭

কলাবাগান১ বলেছেন: ওয়াকার সাহেব এখন ব্যস্ত ওয়াজকারীদের পাহারা দিতে.......জামাতি এমপি প্রার্থীকে সরাসরি ফোন দিয়ে অভয় দিয়েছেন যে উনাকে কেউ কিছু বললে তার পার্সোনাল ফোনে ফোন করতে- তাকে দেখলাম এক ওয়াজে এই কথা বলছে।
দূ:খ লাগে যে বীর শ্রেস্ঠ ফ্লাইট ল্যা: মতিউর রহমান কে 'দেশদ্রোহী' হিসাবে শিবির নেতার পোস্ট

২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:২০

শাহ আজিজ বলেছেন: কিছুলোক উঠে পড়ে লেগেছে দেশটাকে পাকিস্তান বানাতে । এদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা ঠুকে গারদে ভরা উচিত ।

২| ২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:২৯

সৈয়দ কুতুব বলেছেন: সেনাবাহিনী একশনে নেমে কি লাভ? মব সন্ত্রাস থামাতে পারছে না।

২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯

শাহ আজিজ বলেছেন: ডাণ্ডা নিয়ে নামলে সব সাইজ হয়ে যাবে ।

২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯

শাহ আজিজ বলেছেন: ডাণ্ডা নিয়ে নামতে হবে ।

৩| ২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:২২

বিজন রয় বলেছেন: সেনাবাহিনী তো একশানে আছে।
নতুন করে আবার কি নামবে।

একশানে আছে বলেই তো জামাত ক্ষমতায় আছে, তারা এখন আর ভোট চায় না।

২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

শাহ আজিজ বলেছেন: এক ভিন্ন প্রস্তাবনা ।

৪| ২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমাদের বর্তমান সেনাবাহিনী একটি সুপ্রশিক্ষিত বাহিনী। গণতন্ত্র প্রতিষ্ঠায় এই বাহিনী অঙ্গিকারাবাদ্ধ।

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে, সেনাবাহিনীর দায়িত্ব অনেক।

২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩৯

শাহ আজিজ বলেছেন: পি আর ব্যাপারটা কি ? আমি শুনছি অনেকদিন কিন্তু মানে জানিনা ।

৫| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভাইয়া, উইকিপিডিয়ায় খুব সুন্দর করে লেখা আছে।

এই যে লিংক - Click This Link

২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৬| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: সেনাবাহিনী, জামাত বিএনপি, এনসিপি সকলেই কথা বলছে। কিন্তু দরকারী কথা কেউ বলছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.