![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মালয়েশিয়ায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহবায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন, ফেব্রুয়ারিতে দেশের নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। তিনি জানান, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ নির্বাচনে অংশ নেওয়াই পার্টির প্রধান লক্ষ্য।
প্রবাসী সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, "এখন এর বাইরে কোন ধরনের নির্বাচন বাস্তবসম্মত হবে না। আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে পক্ষ-বিপক্ষ করিনি। সংস্কার ও বিচার নিশ্চয়তা থাকলে ডিসেম্বরেও নির্বাচন হওয়ায় আপত্তি নেই।"
বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে যে আলোচনা বা গুজব ছড়ানো হচ্ছে, তা কেবল প্রপাগান্ডা, উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের জনগণ যেন বলতে পারে পরিবর্তন এনসিপির হাত ধরে এসেছে। এজন্য সংস্কারই তাদের প্রধান এজেন্ডা।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা রাজনৈতিক পরিবর্তন ও সংস্কার নিয়ে প্রশ্ন করলে নাহিদ ইসলাম জানান, নেতৃত্ব নেওয়ার চেয়ে তারা পরিবর্তনের সহযাত্রী হতে চায়। তিনি বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে বিচার, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠিত থাকবে।"প্রবাসীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "আপনারা প্রবাসী থেকেও দেশের রাজনীতির দায়িত্বশীল অংশীদার। সক্রিয় থাকুন, একসাথে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।"
২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৪০
শাহ আজিজ বলেছেন: উচিত কথা ।
২| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ৮:০২
কামাল১৮ বলেছেন: আওয়ামী লীগ কে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন টেকসই হবে না।দেশের একটা বিরাট অংশকে বাদ দিয়ে কিসের নির্বাচন।
২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৭
শাহ আজিজ বলেছেন: আমিও তাই মনে করি । শুধুমাত্র অভিযুক্তদের নির্বাচনে অংশ নিতে দেয়া হবেনা ।
৩| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৪৮
ক্লোন রাফা বলেছেন: আইন করে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন বন্ধ করে দিলেই হয়। এর পরিবর্তে পাকিস্তানের প্রদেশ হিসেবে ঘোষণা করে। পাকিস্তান সরকারের মিলিটারি শাসন কায়েম করলেই হয়।জামাত আর টোকাইরা মিলে এই প্রভিন্স দখল রাখতে পারে।
২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৮
শাহ আজিজ বলেছেন:
৪| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ৯:১১
জেনারেশন একাত্তর বলেছেন:
এসব জল্লাদদের যারা ভাড়া করেছিলো, তারা ট্রাম্পের ভয়ে দেশে নির্বাচন করার কথা।
৫| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: ইলেকশন না হলে ইউনুস সাহেবের বিদা্য় খারাপ ভাবে হবে।
২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৯
শাহ আজিজ বলেছেন: হুম , খুব দুঃখজনক ব্যাপার হবে সেটা ।
৬| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৩৭
মাথা পাগলা বলেছেন: টাকলা ফুয়াদ তো বলছে ২০২৯ সালে নির্বাচন হবে। হিসাবটা খুবই সহজ: এখন জামাত-শিবির দেশ চালাচ্ছে বা বর্তমান সরকার থেকে আলাদা সুবিধা ভোগ করছে। তারা ভালো করেই জানে নির্বাচন হলে তাদের জেতার সুযোগ নেই। তাই ক্ষমতায় টিকে থাকার একমাত্র উপায় হলো নির্বাচনকে দূরে ঠেলে দেওয়। যতোদিন থাকা যায় আরকি!
৭| ২৬ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:০৩
রাজীব নুর বলেছেন: এনসিপি হলো দেশের আগাছা।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০২৫ রাত ৮:০২
বিজন রয় বলেছেন: আওয়ামীলীগকে তাড়িয়ে এখন সবাই আওয়ামীলীগ হয়েছে। কথায় কথায় বলেছে নির্বাচন হবে না। অথচ আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে এরা শুধু নির্বাচন চাইতো। আর এখন নির্বাচন না করার অজুহাত খুঁজছে।