![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীর রাজপথে আবারো মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ।রোববার দুপুরে গুলিস্তানে দলটির তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এ ঝটিকা প্রতিবাদী মিছিল।
৫ আগস্টের ঘটনার পর থেকেই দলটির নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। দলের অনেক কেন্দ্রীয় নেতা ভারতে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। তবুও বারবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে আওয়ামী লীগ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রকাশ্য মিছিল মূলত এক ধরনের রাজনৈতিক বার্তা। এর মাধ্যমে আওয়ামী লীগ জানাতে চাইছে যে দল এখনো টিকে আছে এবং তৃণমূল পর্যায়ের সমর্থকরাও মাঠে সক্রিয়। বিশেষজ্ঞদের মতে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বা জামায়াতে ইসলামী ক্ষমতায় এলেও আওয়ামী লীগ হয়তো আগেভাগেই অদৃশ্য রাজনৈতিক দরকষাকশির ক্ষেত্র তৈরি করতে চাইছে।
এর আগে ঢাকার বিমানবন্দর এলাকাতেও ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। রাজধানীর বাইরে ছাত্রলীগও একই ধরনের কর্মসূচি করেছে। জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে শত শত মানুষ হত্যার অভিযোগ ঘাড়ে নিলেও নিষিদ্ধ দলটি ধারাবাহিকভাবে প্রকাশ্যে আসছে।
রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও রাজধানীর রাজপথে আওয়ামী লীগের এই প্রকাশ্য মিছিল কি শুধুই নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার প্রচেষ্টা, নাকি ভবিষ্যৎ নির্বাচনে সম্ভাব্য রাজনৈতিক দরকষাকশির সূক্ষ্ম কৌশল?
২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৬
শাহ আজিজ বলেছেন:
২| ২৭ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: জামাত শিবির আওয়ামীলীগকে ধ্বংস করে দিয়েছে।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:২৪
সৈয়দ কুতুব বলেছেন: ইহাদের কোনো পলিটিক্স নেই। ইহারা ছাপড়ি লিগে পরিণত হয়েছে।