![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদকপদসহ (এজিএস) ডাকসুতে পদ আছে ২৮টি। এর মধ্যে সদস্যপদ ১৩টি। সদস্যপদে ফলাফল ঘোষণা চলছে।
ডাকসুতে কোন পদে কারা জয়ী হলেন দেখে নেওয়া যাক এক নজরে।যেসব পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী:
সহসভাপতি (ভিপি)—আবু সাদিক কায়েম—
সাধারণ সম্পাদক (জিএস) —এস এম ফরহাদ
সহসাধারণ সম্পাদক (এজিএস)—মুহা মহিউদ্দীন খান
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক—ফাতেমা তাসনিম জুমা
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক—ইকবাল হায়দার
কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক—উম্মে ছালমা
আন্তর্জাতিক সম্পাদক—জসীমউদ্দিন খান
ক্রীড়া সম্পাদক—আরমান হোসেন
ছাত্র পরিবহন সম্পাদক—আসিফ আব্দুল্লাহ
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক—মাজহারুল ইসলাম
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক—এম এম আল মিনহাজ
মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক—মো. জাকারিয়া
যেসব পদে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা জয়ী
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ
গবেষণা ও প্রকাশনা সম্পাদক-সানজিদা আহমেদ তন্বি
সমাজসেবা সম্পাদক-যুবাইর বিন নেছারী
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৯
শাহ আজিজ বলেছেন: জামাতের ইতিহাসে বিরল সময় । দেখুন আগামী জাতীয় নির্বাচনে এরকম ফাটাইন্যা রেজাল্ট করলে খবর আছে ।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৭
বাকপ্রবাস বলেছেন: রাজিব নুর ভাইয়ার আজকে খুব খারাপ লাগবে। আম্রিকার চাচারও মন খারাপ হবে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৩
শাহ আজিজ বলেছেন: যাক প্রথমবারের মত ভিন্ন চিত্র আমাকে বিস্মিত করেছে । অরা যেন সেডাক্সিন খাইয়া ঘুমায় ।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৯
ধুলো মেঘ বলেছেন: নাগরিক ব্লক কি এখনো আছে? ইস্টিশান ব্লগ কি এখনো আছে? সেই ব্লগের অধিকারীরা এখন কোথায়? তারা বেঁচে থাকলেও এখন নিশ্চয়ই হার্টফেল করে মারা গেছে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৪
শাহ আজিজ বলেছেন: মাটির নিচে ইরানের নিউকের পাশে বিড়ি খাইতাছে ।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৫
এম এ কাশেম বলেছেন: ছাত্রলীগ আর ছাত্র দলের অতীত অনাচার, অহন্কার, অত্যাচার, নির্যাতন ও ধর্ষণের অনিবার্য পরিণতি হলো আজ শিবিরের
ভূমিধ্বস বিজয়। এই বিজয় মানে চেতনাবাজ শাহবাগী, রাম বাম নাস্তিক আর ভারতীয় দালালদের পরাজয়। তাদের এখন
গা জ্বলবে, চুলকানি বেড়ে যাবে - কিন্তু কিচ্ছু করার নাই।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২০
শাহ আজিজ বলেছেন: সত্য বচন কিন্তু শিবিরের রগ কাটার ইতিহাস ভুলবেন না ।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভোট দেওয়ার মত পক্ষ না পেয়ে অবশেষে তাদেরকেই ছাত্ররা ভোট দিল।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭
শাহ আজিজ বলেছেন: হয়তো বা --------
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৭
মেঘনা বলেছেন: বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ -এর প্রার্থীরা জামানত রক্ষা করতে পারলো না কেন ?
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
শাহ আজিজ বলেছেন: সবাই লীগ আর দলের প্রতি মহা বিরক্ত ---------
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২১
বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: জামাতের ইতিহাসে বিরল সময় । দেখুন আগামী জাতীয় নির্বাচনে এরকম ফাটাইন্যা রেজাল্ট করলে খবর আছে ।
জাতীয় নির্বাচনেও শিবির জিতবে। কারণ সেনাবাহিনী, পাকিস্তান আর আমেরিকা।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭
শাহ আজিজ বলেছেন: ধারনা দেওয়ার জন্য ধন্যবাদ । আসুক না ৫ বছর দেখি কি করে তাঁরা ।
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৬
বিজন রয় বলেছেন: প্রথম জয়ের আনন্দই আলাদা।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
শাহ আজিজ বলেছেন: আসলেও আনন্দেরি
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
রাজীব নুর বলেছেন: জানলাম।
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪২
শাহ আজিজ বলেছেন: ব্যান ন ন ড
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক—মাজহারুল ইসলামকে পছন্দ হয়েছে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: খুব খুশি লাগছে ।