নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। একজন সাহসী ইউনুস

১১ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩২




ড. ইউনূস দেখতে শান্ত স্বভাবের হলেও ৩০ সেনাকে আদালতে তোলার সাহস দেখিয়েছে

ড. ইউনূস সারকে আমরা এতদিন ভেবেছি তিনি হয়তো খুব সোজা-সিধে, শান্ত-শিষ্ট মানুষ।
কিন্তু দেখুন, তিনি কতটা ডিরেক্ট খেলছেন! আন্তর্জাতিক ট্রাইবুনালের মাধ্যমে তিনি ইতিমধ্যেই ৩০ জনকে এর মধ্যে নিয়ে এসেছেন, যার মধ্যে ১৪ জন বর্তমান কর্মরত সেনা অফিসার আর ১০ জন অবস‘রপ্রাপ্ত। তাদের ২১ অক্টোবরের মধ্যে ট্রাইবুনালে হাজির হতে বলা হয়েছে। আর সেই ১৪ জন কর্মরত সেনাদের ২১ তারিখের মধ্যেই চাকরি থেকে অব্যা‘হতি দিতে হবে।
বোঝেন, কত বড় একটা বোল্ড মুভ হচ্ছে!

সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার। তারা পলিটিক্সে কেন আসবে? তারা তো দেশের সুরক্ষা ও স্বাধীনতার জন্য দায়িত্তপ্রাপ্ত। গত ১৭ বছর ধরে যা কিছু হয়েছে, সব কিন্তু ওদের হাত দিয়েই হয়েছে। এদের বিচা‘র না হলে, এই পবিত্র সেনাবাহিনী ধ্বং স হয়ে যাবে, আর সেনাবাহিনী ধ্বং স মানে দেশ ধ্বং স।

স্যার, আপনি আগান, আমরা প্রবাসীরাও আপনার পেছনে আছি। ইনশাল্লাহ দেশে পরিবর্তন আসবেই।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

জেনারেশন একাত্তর বলেছেন:




উহাকে জিয়া ও জামাতপন্হি অফিসারেরা আজকের পদে এনেছে; এখন তাকে দিয়ে আওয়ামী পন্হীদের ধ্ংস করাচ্ছে; উহা এই কাজের ফলাফল পাবে।

১১ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪১

শাহ আজিজ বলেছেন: চুপচাপ বসে দেখছি ------------

২| ১১ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪২

জেনারেশন একাত্তর বলেছেন:



ইউনুস বিশ্বের সেরা প্রতারক, সেটাই তার মুলধন ছিলো; সেটা দিয়ে এ্যদুর এসেছে; এবার মনে হয়, উহার অবসান জবে।

১১ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

শাহ আজিজ বলেছেন: ছিঃ এসব বলতে নেই ----------------------------------

৩| ১১ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩

মেঠোপথ২৩ বলেছেন: আন্তর্জাতিক ট্রাইবুনাল অদম্য সাহসিকতা দেখিয়েছে।

১১ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

শাহ আজিজ বলেছেন: হুম , আসলেও সাহসী পদক্ষেপ , ওয়াকার একজন ভাল জেনারেল ভাল সেনাপ্রধান ।

৪| ১১ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০০

গন্ধহীন বেলী ফুল বলেছেন:



সিভিল কোর্টে বিচার হলে দেশের মানুষ জানতে পারবেন কারা আসল দোষী।

দোষী অফিসাররাও ডিফেন্ড করতে পারবেন নিজেদের।

১১ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১৬

শাহ আজিজ বলেছেন: তাই হবে ।

৫| ১১ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১৪

সৈয়দ কুতুব বলেছেন: উপরওয়ালার হাত উনার সাথে আছে।

১১ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১৭

শাহ আজিজ বলেছেন: আসলেও তাই ,

৬| ১১ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৯

করুণাধারা বলেছেন: আপনিও সাহসী! ব্লগে ইউনুসকে সাহসী হিসেবে পরিচয় করান!!

৭| ১১ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৪৯

কলাবাগান১ বলেছেন: উনি সাহসী না...ওয়াকার সাহসী..কিন্তু এই সাহস কিন্তু বিধিবাম হয়ে না দাড়ায় ওয়াকার র জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.