![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I may not be prettiest, smartest person in the world, but I can say that I am proud of who I am.
আমার বয়স যখন ৫ বছর তখন গ্রাম থেকে আমার বাবা মা আমাকে মানুষ করার জন্য ঢাকা নিয়ে আসে । এর পর থেকে আমার এখন ২৬ বছর চলে । আমি ঢাকায় সেটেল্ড , ঢাকায় বড় হওয়া ছেলে এই সুবাদে আমার টা আমি শেয়ার করলাম।
* ঢাকা শহরে কারোর যদি ১০০ কোটি টাকা থাকে তাহলে সে বলতে পারে আমার কিছু টাকা আছে।
* ঢাকা শহরে কেউ যদি ৩৫০০০ টাকা স্যালারি পায় সে বলতে পারে আমি সামান্য কিছু টাকা স্যালারি পাই নিজে চলার মত।
* ঢাকা শহরে কেউ যদি প্রেম করতে চায় তাকে সময়ের চেয়ে টাকা বিনিয়োগ করতে হবে কমপক্ষে ১০০ গুন।
* ঢাকা শহরে কেউ যদি বিয়ে করতে চায় তার সবচেয়ে ছোট বাজেট টাই হতে হবে ৫ লাখ টাকা ।
* ঢাকা শহরে কেউ যদি মাস্টার্স পাশ করে তবে সে বলতে পারে সে সাধারণ শিক্ষিত। জব মার্কেটে এপ্লাই করার সুযোগ পাব, চাকুরী পাব কিনা জানিনা । আমি মাস্টার্স এটা গর্ব করার কিছুই নাই ঢাকাতে ।
_____________________________________________
যে সব জিনিষ দামী হওয়ার কথা সে গুলো ঢাকা শহরে নামমাত্র মুল্যে পাওয়া যায় । যেমন মেয়ে মানুষ । ৩০০ -৫০০ টাকা হলে দেশের বিভিন্ন জেলার মেয়ে পাওয়া যায় এক শর্ট এর জন্য । ১৫০০- ২০০০ হলে সারা রাত্রি । কোন মানা নাই , যাদের রুচিতে কুলায় তারা সবাই যেতে পারে্ অনেক টা দােকান থেকে কিছু কেনার মত সহজ ও সস্তা ।
* ঢাকা শহরে অনেক গরীব মানুষ আছে তারা নামমাত্র মুল্যে সারাদিন খাটে।
* অনেক উচ্চশিক্ষিত চাকুরীজীবি আছে টিকে থাকার জন্য নামমাত্র বেতনে, মনে অনেক ক্ষোভ তাদের । তারা ছদ্ম বেকারত্নে ভোগছে।
* ঢাকা শহরে অনেক এসি করা মসজিদে যে কোন গরীব মুসলমান ও অনেক দামী আমল করতে পারে ফ্রি তে ।
* নাম মাত্র টাকায় কোরআন খতম করাইয়া নিতে পারে।
* থাকার ভাড়া বেশী হইলেও চিরদিন থাকার ভাড়া কম অর্থাৎ কবর দেয়ার খরচ কম। অন্তত একটা ফ্ল্যাট কেনার তুলনায় এ খরচ কিছুইনা।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩০
আহমেদ আলিফ বলেছেন:
অনেকটাই বাস্তব!