নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে প্যাঁচানো মানুষ।

মেঘ ভাঙ্গা রোদ

লিখতে ভালো বাসি তাই লিখার রাজ্যে বসবাস।

মেঘ ভাঙ্গা রোদ › বিস্তারিত পোস্টঃ

গ্রামীন ফোনের ''এসআর'' রা ছিনতাই এর কবলে পড়লে যা করবেন!

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩১

একটা সতর্কতা মূলক পোষ্ট



যারা গ্রামীন ফোনের মার্কেটিং সেক্টরে কাজ করেন,বিশেষত সেলস সেক্টরে তাদের নিরাপত্তা জনিত একটা ভয় সব সময় কাজ করে। কারন গ্রামীন ফোনের প্রত্যেকটা SR এর কাছে গড়ে প্রায় পনেরো লক্ষ টাকার প্রোডাক্ট থাকে।শুধু গ্রামীন ফোন নয়,মোটামুটি প্রায় সব অপারেটর দের সেলস রিপ্রেজেন্টেটিভদের একই ভয় থাকে। প্রতিদিন প্রায় দশ লক্ষ টাকার মোবাইল লোড,৪-৫ লক্ষ টাকার ক্র্যাচ কার্ড,সিম সহ আরো মূল্যবান প্রোডাক্ট নিয়ে অলি গলি ঘুরে বেড়াতে হয় যা সত্যিই বিপদের কারন হতে পারে। তবে একটু সাবধানতা অবলম্বন করলে এই বিপদ গুলো কাটিয়ে উঠা সম্ভব।



১.মনে করুন কয়েকজন মিলে আপনার লোডের মোবাইল ছিনতাই করে নিয়ে নিল এবং আপনাকে গোপন কোড বলতে কোনো না কোনো ভাবে বলতে বাধ্য করাচ্ছে। এমতাবস্থায় আপনি কি করবেন?



সলিউশন : আপনি যে ডিস্ট্রিবিউশন হাউজের আন্ডারে কাজ করে থাকেন সেখানে আপনাকে গোপন কোডের পাশাপাশি একটা চার সংখ্যার ইউ.এস.সি( Urgent solution code) কোড প্রদান করা হয়। এই কোডের ব্যবহার বিধি আপনি ভাল ভাবে জানলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।আমার বলার সীমাবদ্ধতার কারনে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারছি না।



২. ক্র্যাচ কার্ড ছিনতাই হলে সে ক্ষেত্রে কোনো গোপন কোড প্রয়োগ করা সম্ভব নয়। যদি ক্র্যাচ কার্ডের গোপন ১৬ ডিজিটের কোড ভেঙে ফেলা হয় সে ক্ষেত্রে জিপি কোনো দায় দায়িত্ব স্বীকার করে না। কারন ছিনতাই কারী থেকে কিনে সেটা কোনো গ্রাহক রিচার্জ করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে ছিনতাই কারীর সল্প সময়ের মধ্যে সবগুলো কার্ড কখনোই রিচার্জ করা সম্ভব হওয়ার কথা নয়। কারন আপনার তুলনায় ছিনতাই কারীর তাড়াহুড়ো বেশি থাকে। এ ক্ষেত্রে আপনি নিজে নিরাপদ দূরত্বে সরে এসে অথবা ছিনতাই কারী চলে যাওয়ার পর সরাসরি আপনার উর্ধতন Teritotory officer কে অথবা সম্ভব হলে Dom এর কাছে ফোন দিবেন। প্রত্যেক Teritotory officer এর অফিসিয়াল মোবাইল কোড 0171150****. পরবর্তী চার সংখ্যার কোড তি আপনি মুখস্থ রাখবেন।এ ক্ষেত্রে আপনি সুপারভাইজার কে ফোন দিয়ে অহেতুক সময় নষ্ট করবেন না। এতে করে আপনাকে প্রতত্ত সিরিয়ালের ক্র্যাচ কার্ডগুলো টেরিটরি অফিসার তাৎক্ষনিক ভাবে ডেমেজ করতে সক্ষম হবে।



বর্তমানে সিম চিনতাই করে কারো কোনো লাভ নেই,বরং তা গ্রামীন ফোনের লাভ। অতএব সিম নিয়ে টেনশন করার কারন নেই।



সবশেষে নিকটস্থ থানায় ছিনতাই এর সঠিক বর্ননা দিয়ে এবং আলামত জমা দিয়ে জিডি করে রাখুন যা পরবর্তীতে আপনার সামগ্রীক নিরাপত্তার জন্য এবং ঘটনা অনুসন্ধ্যানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

নুর ইসলাম রফিক বলেছেন: খুব ভালো একটা পোষ্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.