নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে প্যাঁচানো মানুষ।

মেঘ ভাঙ্গা রোদ

লিখতে ভালো বাসি তাই লিখার রাজ্যে বসবাস।

মেঘ ভাঙ্গা রোদ › বিস্তারিত পোস্টঃ

বিপ্লবী স্বপ্নের মেঘরোদ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬

রুদ্ধ শিলা এক টুকরো

অগ্নি পাথর ছুয়ে

দূনির্বার এক কঠিন শপথ

ভেঙে ভেঙে চলা সহজ সরল

জাতিটাকে নিয়ে এগিয়ে নিয়ে

যাওয়ার জয়রথের বিশাল

মিছিল নিয়ে আমি যাবো।



আমি বদলে দিতে চাই সমাজ

ভেঙে দিতে চাই অন্যায়ের দেয়াল

গড়তে চাই শান্তির অট্টালিকা।

আমার দরকার সত্যের কংক্রিট

উত্তপ্ত চিকচিকে দেজদ্বীপ্ত বালি

কঠিন সংগ্রাম হৃদয়ে আঁকড়ে

ধরে রাখার মত শক্ত সিমেন্ট

আর অন্যায়কে অন্যায়

বলার কঠিন বলিষ্ঠ লৌহদন্ড!



আমি দেশটাকে নিয়ে এগুবো

স্বর্গের উঠোনে যদি বিভক্ত

জাতিকে কেউ এক করে।

ভেদাভেদ তৈরি করা লক্ষ

গুলোকেপুঁজি করে দেদার

রাজনীতির ব্যবসা করা নির্লজ্জ

সিন্ডিকেট আমি ভেঙে দিব যদি

আত্মপ্রত্যয়ী যুবক আমার

কাঁদে নির্ভরতার হাত রাখে।





শরীরে টগবগে রক্ত

আর কথায় কথায় জেগে

উঠা মাথার নিওরোন

গুলোকে কাজে লাগিয়ে

আমি ভিন্ন কোনো পরিবর্তন

তুলে ধরবো জাতির সামনে

শিক্ষাঙনে ছড়িয়ে দিব ঐক্য

আর ঐক্যমতের সুবাতাস।

যেখানে রক্ত থাকবে না।

যেগুলো রক্তকে শান্ত

করার পিছনে কাজ করবে।

ঠান্ডা দূরদর্শী মেধা তৈরি

হবে যাদের মধ্য থেকে



পিছু পিছু এগুবে সমাজ

যার পদধূলিতে ভর করে

জ্বালাবে আলোর মশাল

উড়াবে বিপ্লবের পতাকা

হাতে হাতে হাত রেখে



নিম্নবিত্ত নামক কঠিন

শ্রেনীভেদ আমি গুঁড়িয়ে

দিতে চাই, আমি উপড়ে

ফেলবো পুঁজিবাদের শেকড়।

এখানে ভাতের দাবিতে

রাস্তায় নামবে না মানুষ

ঘোষনা দিবে না মানচিত্র খাওয়ার।

এখানে কাওরান বাজারে

বস্তি ভাঙনে কারো আর্তনাথ

থাকবে না, ফুসে উঠবে না

পূনর্বাসনের দাবি নির্লজ্জ

বিবেকের কাছে!



আমি বিপ্লবী হতে চাই সব বাধা

দূর করে, পিছুটানের মায়া ছেড়ে।

গুটি গুটি সমৃদ্ধি জমা করে নিতে

চাই আমার দেশের থলিতে!

আমি মমতায় মাখা হৃদয়গুলোকে

এক করতে চাই, তৈরি করতে চাই

সহযোগীতার শক্ত শেকল!









মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১২

অপূর্ণ রায়হান বলেছেন: আমি বদলে দিতে চাই সমাজ
ভেঙে দিতে চাই অন্যায়ের দেয়াল
গড়তে চাই শান্তির অট্টালিকা।
আমার দরকার সত্যের কংক্রিট
উত্তপ্ত চিকচিকে দেজদ্বীপ্ত বালি
কঠিন সংগ্রাম হৃদয়ে আঁকড়ে
ধরে রাখার মত শক্ত সিমেন্ট
আর অন্যায়কে অন্যায়
বলার কঠিন বলিষ্ঠ লৌহদন্ড!+++

ভালো থাকবেন ভ্রাতা :)

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর লিখেছেন -- শুভকামনা রইল

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

যমুনার চোরাবালি বলেছেন: ভালো লেগেছে।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

মেঘ ভাঙ্গা রোদ বলেছেন: ধন্যবাদ

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

বাংলার পাই বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.