নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে প্যাঁচানো মানুষ।

মেঘ ভাঙ্গা রোদ

লিখতে ভালো বাসি তাই লিখার রাজ্যে বসবাস।

মেঘ ভাঙ্গা রোদ › বিস্তারিত পোস্টঃ

১০ টি ছোট কবিতা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭

সম্ভবত কোনো মুরুব্বির বদ দোয়াতে আমি কবিতা চারলাইনের বেশি দীর্ঘ করতে পারিনা। খুব বেশি হলে ৬ লাইন হয়। কবিতার টুকলিফাই করা কিছু অংশ আপনাদের জন্য :D



০১
নিবন্ধিত হইনি আজ বিকেলের আলোয়
সুযোগ মেলেনি স্পর্শের শরতে ভেজা গ্রীল;
এখানে মানুষ ঠাসা ইট পাথরের কোনায়
অবসরে খোঁজা হয়নি বিষন্নতার নীল!

০২
রক্তিম স্পন্দনে মেলে ধরার সুযোগ খুঁজিনি
শুধু বিস্ময়বোধে আচ্ছন্ন ছিলাম কিছুকাল;
আঙুলে আঙুলে জড়ানো অসংখ্য স্মৃতিতে
শুধু হতস্থব্ধ ছিলাম সেদিন পুরো বিকাল!

০৩
হিংস্র রক্তাক্ত বিভীষিকাসনে
আমার অস্থির দৈব বিশ্বাস;
আমি নাকি মানুষ শ্রেষ্ঠ, তবে-
কেন হৃদয়ে পশুত্বের বসবাস

০৪
বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছো;
বিশ্বাসটা অলৌকিক যেমন!
আমি এমন নই এটা সত্য একান্তই
আমি আছি এখনো নষ্ট ছেলে তেমন!

০৫
খ্যাতির প্রাচীরের শেওলা হয়েই থাকবো
বুঝতে চাই মহাকালে তোমার খ্যাতির মর্ম;
বাহিরে ছিলে অবিচল নারীবাদী তুমি
অথচ ঘরে চর্চা তোমার পুরুষ্যত্বের ধর্ম!

০৬
হৃদয়ে বেজেছিল মৃদু ঝংকার
প্রণয় ঘটেছিল খুব সহজে-ই ;
আসক্তিতে গ্রাস সত্তা-শরীর আমার
প্রিয়া গেঁথে আছে মগজে!!

০৭
আমি চাই স্পর্শ জোছনা চন্দ্রের
তুমি বল আকাশ অনেক দূর;
মুখে বল ভালোবাসো আমায়
অথচ অন্তরে সংশয় সমুদ্দুর!!

০৮
জমকালো বর্জপাত এখন উদযাপনের বিষয়বস্তু
হৃদয়ের গহীনে শুধু দীর্ঘশ্বাসের স্তর;
অক্ষরে অক্ষরে দীক্ষিত মানব বিবেক কন্ঠে
জ্ঞানের মুখোশে খোদাই নিরক্ষরতার স্বাক্ষর!!

০৯
আমি স্তব্ধ হই এখনো
কিছু খোলা কবিতার ছলে
কিছু হাসি ঠুকরে যায় হৃদয়
অবসরে চুপিসারে!

১০
কিছু বাধাহীন গ্রহ-নক্ষত্র
করছে সুখের আলিঙ্গন
কিছু জ্বলছে অপূর্ণতায়
কিছুরা ছুটছে ব্যতিক্রম

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

এরশাদ বাদশা বলেছেন: দীর্ঘ করার দরকার নেই। চার-ছক্কায় আপনি যেভাবে মোহিত করে রাখলেন, তা সত্যিই অসাধারণ!!! খুব ভালো লেগেছে, প্রত্যেকটাই।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১২

মেঘ ভাঙ্গা রোদ বলেছেন: অনেক ধন্যবাদ।অনুপ্রেরনা পেলাম :)

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

ধ্রুবক আলো বলেছেন: লেখা তো খুব ভালো হইছে, প্রত্যেকটাই।
অভিনন্দন

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৩

মেঘ ভাঙ্গা রোদ বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন যেন মুরুব্বির বদ দোয়া কাটিয়ে চার থেকে অন্তত আটে যেতে পারি।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৪

মেঘ ভাঙ্গা রোদ বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৬

কানিজ রিনা বলেছেন: খুব ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৮

মেঘ ভাঙ্গা রোদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩

মেঘ ভাঙ্গা রোদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: খুব সুন্দর!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭

মেঘ ভাঙ্গা রোদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯

মেঘ ভাঙ্গা রোদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬

জনৈক অচম ভুত বলেছেন: দারুণ!

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬

জনৈক অচম ভুত বলেছেন: দারুণ!

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬

জনৈক অচম ভুত বলেছেন: দারুণ!

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬

জনৈক অচম ভুত বলেছেন: দারুণ!

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৮

জনৈক অচম ভুত বলেছেন: দুঃখিত। :|

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪

মেঘ ভাঙ্গা রোদ বলেছেন: কিন্তু দুঃখিত কেন ? :(

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বাহ! সুন্দর।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

মেঘ ভাঙ্গা রোদ বলেছেন: ধন্যবাদ :)

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৭

কালপুরুষ কালপুরুষ বলেছেন: খুব ভালো লাগলো আপনার বাউন্ডারিগুলো
+++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৯

মেঘ ভাঙ্গা রোদ বলেছেন: অনেক ধন্যনাদ :)

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১০

ফরিদ আহমাদ বলেছেন: চার ছক্কায় স্কোর অনেক হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.