| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহীদ মাহমুদ
আমি শাহীদ মাহমুদ। সরলমনা, বন্ধুত্বভাবাপন্ন একজন মানুষ।বর্তমানে আমি চ.বি.তে অধ্যয়নরত রয়েছি।অহঙ্কার করে বলার মতো আমার তেমন কিছ্ছু নাই।আমার খুব কষ্ট লাগে যখন কেউ ভালোমানুষদের কষ্ট দেয় বা তাদের অবহেলা করে।
○► আল্লাহ তায়ালা এরশাদ করেন, "তোমরা নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বল সেভাবে নবীজীর সামনে কথা বলো না, কারণ এতে তোমাদের আমলসমূহ ধ্বংস হয়ে যাবে ।"
{সূরা হুজরাত, আয়াত -২}
○► তোমরা রসূলের আহ্বানকে তোমাদের একে অপরের প্রতি আহ্বানের মত গণ্য করোনা । অর্থাত্ যখন তাঁকে আহ্বান কর তখন সাধারণ মানুষের ন্যায় যেন আহ্বান করা না হয়; বরং আদব, সম্মান, শ্রদ্ধা, মর্যদা সহকারে ইয়া নবীয়্যাল্লাহ ! ইয়া রাসূলাল্লাহ ! ইয়া হাবীবাল্লাহ ! ইত্যাদি নামে আদব সহকারে আহ্বান কর ।
{যিকরে জামীল}
○► আল্লামা ইক্ববাল রহমাতুল্লাহি আলায়হির ভাষায়, "নবীর দরবার আসমানের নিচে এমন আদবের স্থান, যা আরশের চেয়েও সুক্ষ্ন ও স্পর্শকাতর । এ স্থানে হযরত জুনাঈদ বাগদাদী ও হযরত বায়েযীদ বোস্তামী রহমাতুল্লাহি আলায়হিমার মত যুগশ্রেষ্ঠ ওলীগণও আদবহীনতার আশঙ্কায় বড় করে শ্বাস ফেলা থেকে বিরত থাকতেন ।"
©somewhere in net ltd.