নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য বলবে না।

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু › বিস্তারিত পোস্টঃ

শবেবরাত নিশিতে বাজি

২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:১৩

শবেবরাতের রাত একটি খুবই গুরুত্বপূর্ণ মর্যাদার রাত। এ রাতে সম্ভবপর দীনদার মানুষেরা ইবাদাতের জন্য মনোনিব্শে করে থাকেন গভীর ভাবে। কিন্তু এক শ্রেণীর মানব সন্তান যারা ইবাদাত তো করেন নাই বটে, কিন্তু তারা অপরের ইবাদাতে ক্ষতি, রুগিদের বিরক্তের জন্য, শিশুদের ভীতি সৃষ্টির লক্ষে আইনের তোয়াক্কা না করে আতোষবাজি ঝলকানীতে মুখোরিত করে তোলার চেষ্টা করেন। তারা কি জানেন এ রাতে আতোষবাজির রাত নয়, মুসলিমদের ইবাদাতের রাত। আমার মনে হয় তাদের পিতামাতারা এ ধরনের শিক্ষা দিতে ভুলেগেছেন অথবা তাদের পিতামাতাদের ইসলাম সম্পর্কে এ বিষয়ের উপর কোন জ্ঞান নাই। তবে সব চেয়ে মজার ব্যাপার হলো বাংলাদেশে অন্যান্য ভদ্র ধর্মাবলম্বীরা থাকলেও তরা এ রাতে মুসলমানদের ইবাদাতে ক্ষতি হবে তেমন কোন কাজ তারা করে না। যারা এ আতোষবাজির ঝলকানী ও শব্দ তৈরীতে মত্ত তারা সবাই মুসলমানের সন্তান ভাই-বোন। দয়া করে এ থেকে বিরত থাকার চেষ্টা করুন বা নিকটতম আইনশৃংখলা বাহিনীকে সংবাদ দিয়ে তাদের হাতে তুলে দিন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: শুধুই এবাদতের রাত

২| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৪১

আতাতুর্ক বলেছেন: ভাই এই লিংকটা একটু কস্ট করে পড়বেন। শবে বরাতের ফজিলত সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন আর নিজে সে ভাবে তৈরি করতে পারবেন।

৩| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৯

কোবিদ বলেছেন: এই রাতে অনেকে আতশবাজি করেন। এটা অনুচিত কাজ। ইসলামের দৃষ্টিতে এটি বেদআদ কাজ। এই রাতে ইবাদত-বন্দেগিতে নিজেকে নিয়োজিত করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করছি। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার/আপনাদের শত্রুদের ক্ষমা করে দিয়ে তাদের সুপথে চালিত করুন। এই রাতে ঘুমিয়ে থাকা অনেক ফজিলতের তাদের জন্য যারা এই রাতে আল্লাহর নাফরমানি, চুরি, ডাকাতি, রাহাজানি, ঘুষ দুর্নিতে লিপ্ত থাকেন। মহান আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র শবে বরাত যথাযথ আদায় করার তাওফীক দান করুন। বিশ্বের সকল মুসলিমের পবিত্র শবে বরাতে সকল নিয়ামত অর্জিত হোক এই কামনায়..আমীন!

শব-ই-বরাত সর্ম্পকে জানতে ক্লিক করুনঃ শব-ই-বরাতঃ মহিমান্বিত মুক্তির পূণ্যময় রজনী ও দোয়া কবুলের রাত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.