নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য বলবে না।

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না

শহিদশানু › বিস্তারিত পোস্টঃ

কলম্বিয়ার নারীদের যৌন হরতাল

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৯

কলম্বিয়ার নারীদের যৌন হরতাল

হরতাল কিংবা ধর্মঘট নামক কথাগুলো আমাদের দেশে এতই চর্বিত বিষয় যে, ছেলে বুড়ো সবাই এর অর্থ বলতে বোঝে মিছিল, মারামারি, ভাঙচুর আর জ্বালাও পোড়াও। কিন্তু ল্যাতিন আমেরিকার দেশ কলম্বিয়াতে ভিন্ন রকম এক টানা হরতাল পালন করছে দেশটির নারীরা।

কলম্বিয়ার প্রত্যন্ত গ্রাম বার্বাকাওসে রাস্তা ঘাটের বেহাল দশার প্রতিবাদে যৌন হরতালের ডাক দিয়েছে নারীরা। এই কর্মসূচি অনুযায়ি যতদিন না পর্যন্ত রাস্তা ঠিক না হয় ততদিন তারা কেউ তাদের স্বামীদের যৌন মিলনে অংশ নেবে না।

বার্বাকাওসের নারীরা তাদের এই অভিনব হরতালের নাম দিয়েছে ‘ক্রসড লেগস মুভমেন্ট’. গত দুবছরের মধ্যে তারা দ্বিতীয়বারের মতো এই ধরনের হরতাল আহ্বান করলো।

বার্বাকাওসের নারীরা জানান, গ্রামের রাস্তার এতই বেহাল দশা যে, তারা খুব খারাপ অবস্থায় আছেন। গ্রাম থেকে সবচেয়ে কাছের হাসপাতালে যেতে তাদের সময় লাগে ১৪ ঘণ্টা।

তবে নারীদের এই অভিনব হরতালে কাজ হয়েছে। কর্তৃপক্ষ তাদের ডাকে সাড়া দিয়ে রাস্তা সংস্কারের পথে হাত দিচ্ছে বলে -সংগৃহিত।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৬

কৃর্তনখোলা বলেছেন: আপনি কি বলতে চান আমাদের দেশের নারীরাও এরকম একটি পন্থা বেছে নেক বর্তমান পরিস্থিতি সামাল দেয়ার জন্য।।

২| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২

সাদা রং- বলেছেন: ঐসব দেশেতো নারীরা স্বামী ছাড়াও অন্য পুরুষের সাথে ..........

৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৫

ফরিদ আলম বলেছেন: সেই নারীদের কেউ সরকারে না থাকলে এমন হরতাল বেকার B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.