নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাংবাদিক দৈনিক মুক্ত বলাকা, গাজীপুর

শহিদুল৯৩৫

প্রতিষ্ঠাতা পরিচালক, গাজীপুর বিজ্ঞান কলেজ

শহিদুল৯৩৫ › বিস্তারিত পোস্টঃ

“ভালো লাগা স্বাভাবিক কিন্তু সেটা ভালোবাসা নয়”

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৮

ঝর্না রানী দাস
৭ম শ্রেণী
নীলের পাড়া উচ্চ বিদ্যালয়।

আমার ছেলেবেলা কাটে হই হুল্লোড়। আজকের আমি আর আমার ছেলেবেলার মাঝে অনেক তফাৎ। ছোট বেলায় স্বপ্ন দেখতাম কবে বড় হব। আর ্এখন ভাবী কবে ভালো,সুন্দর বন্ধু পাব। যখন স্কুলে ভর্তি হই তখনও খুব চঞ্চল ছিলাম খেলা নিয়ে। কিন্তু কিছু দিন যেতেই দেখলাম,নিজেকে অনুভব করলাম আমি আর সেই ছোট্টটি নেই। আমার মাঝে অন্য রকম ্একটা ভালো লাগা কাজ করছে। কিন্তু কাকে, কে সে? ক্লাসের ছেলেরা যেন কেমন? (কিন্তু তাঁর ভালো লাগে অন্যকে) আমার ভালেঅ লাগে আমার পাশের বাড়ীর এক ভাইয়াকে।সে কলেজে পড়ে। নাম সুজন। তাকে বলার সাহস পাইনা। শুধু দেখি সে আমায় দেখলে মুখটা নিচু করে রাখে। আমি ভাবতাম সে আমায় ভালবাসে বুঝি ত্ইা আমায় দেখলে লজ্জা পেয়ে এদিক ওদিক পানে মুখ লুকায়। মনে মনে ভাবি কিভাবে বলি মনের কথা। একদিন সেই সময় এল বলার। স্কুলে যাবার পথে একা। যেমনি ভাবা অমনি বলা,সাহস কওে বলে ফেললাম। কিন্তু একি যার জন্য এত চিন্তা-ভাবনা সেই কিনা আমায় উপদেশ দিচ্ছে। সে তখনিই আমার প্রস্তাব প্রত্যাখান করল এবং সেই সাথে অনেক রাগারাগি করল। তার কিছুদিন পর একই সাথে বের হলাম। হঠাৎ সে আমায় একা পেয়ে সরি বলল।আর বুঝাল এটা প্রেম করার বয়স নয়। ্্্্্্্্্্এই বয়সে ভালো লাগতে পারে। এটা স্বাভাবিক। তাই বলে এটাকে কেউ প্রেম বলেনা। সামনে অনেক সময় পাবে। এখন মন দিয়ে পড়। জীবনে কিছু করার জন্য নিজেকে প্রস্তুত তৈরী কওে নাও। নয়তো অকালে ঝওে যাবে। মানুষের মত মানুষ হতে পারলে কত ভালো ভালো ছেলে আসবে। তখন থেকেই পণ করলাম আগে নিজের পায়ে দাঁড়াব। পরে মনের মত একজন বন্ধু খুঁজে নেব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.