![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে চিনছি আজও...
বাংলাদেশি কোম্পানির বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে দেখে যারা গর্ববোধ করেন আমি তাদের একজন।
কিন্তু গতকাল রাতে আমার অতি স্বাদের প্রাণ চানাচুর এর প্যাকেট খুলেই পেলাম আস্ত সিগারেটের ফিল্টার!!
প্যাকেটের গায়ে লেখা ব্যাচ নং B:3,03:24,CM-LC NO-7248
প্রান এর কাস্টমার কেয়ারে ফোন দিলাম সর্যি বলে ভুংভাং বুঝাইলো, ভোক্তা অধিকার অধিদফতর এ অভিযোগ করলাম বললো বিষয়টা দেখবে।
মাঝখানে প্রান কোম্পানি ঠিকানা রেখে দিলো না জানি ঘুমই করে দেই..এই দেশে আইন বলেন অধিকার বলেন, সব এই সকল বেনিয়া পুজিবাদী কোম্পানি জন্য সংরক্ষিত, সাধারণ জনগণ হচ্ছে পালের তিন নম্বর বাচ্চা..
আপনি চিন্তা করতে পারেন কত অসতর্ক হলে প্রান কোম্পানিরর মত বৃহৎ কোম্পানির চানাচুরে সিগারেটের ফিল্টার পাওয়া যায়!!!
অবশ্য তারা টাকার জোড়ে নাকি বলে স্বাদ বাড়ানোর জন্য দিছি, আমার কথা হলো স্বাদ বাড়ানোর জন্য দিয়ে থাকলে উপাদান লিখে দিয়েন সিগারেটের ফিল্টার আছে চানাচুরে..
কোথাও কোন প্রতিকার না পেয়ে সামুতে দিলাম দেখি জনগণ কে একটু সতর্ক করি, যেন বড় কোম্পানির বাহারি বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে নিজে যাচাই করে পন্য কিনে।।
সবচাইতে বড় কথা এটার সাথে পাবলিক হেলথ জড়িত তাই সচেতন করা আমার কর্তব্য মনে করলাম।।
বেশি করে শেয়ার করুন যাতে বাংলাদেশের সব মানুষ প্রান এর অপকর্ম সম্পর্কে জানতে পারে।।
০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩
পরাধীন বাংগালী বলেছেন: আপনার সাথে একমত হতে বাধ্য হলাম ।। আগ্রাসন, এগুলি পুজির আগ্রাসন ।।
২| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮
বিজন রয় বলেছেন: হা হা হা ...
মাঝে মাঝে এরকম হওয়া ভাল।
তাহলে ভাল-মন্দের পার্থক্য বোঝা যায়।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫২
পরাধীন বাংগালী বলেছেন: স্পেশাল ফিল্টার সিগারেট দেখছি এখন স্পেশাল ফিল্টার চানাচুরও দেখতে হচ্ছে.।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪
বিজন রয় বলেছেন: কিছু দিন আগে আমি একটি ওষুধের বোতলে মরা পোকা পেয়েছিলাম।
কত কি দেখছি তার শেষ নেই।
বড় অসম্ভব দেশ আমাদের।
০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০১
পরাধীন বাংগালী বলেছেন: নামী কোম্পানীগুলোকে চোখ বুঝেই বিশ্বাস করতাম, আজ থেকে আর নয় ।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবচাইতে বড় কথা এটার সাথে পাবলিক হেলথ জড়িত তাই সচেতন করা আমার কর্তব্য মনে করলাম
ধন্যবাদ।
কুট্টিকালে সেভেন আপের বোতলে ময়লা পেয়ে েফান দিয়ে দিয়েছিলাম ঝাড়ি! মিডিয়ার হুমকি দিতেই এক কেস দিয়ে এক েবাতল ছূটাই নিয়া গেসিল। তখনেতা মনে করছিলাম আমরাই হিরু
সচেতনতায় কৃতজ্ঞতা
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০২
পরাধীন বাংগালী বলেছেন: সেই কুট্টি কালে ভেজালের একটা চক্ষুলজ্জা ছিল, এখন নির্লজ্জ্বরা কোন কিছুরই ধার ধারে না, আপনারেতো এক কেস দিয়া মিমাংসা করছিলো, আমারে তো অফার করবো?
তাও করেনা, নাজানি ঘুম কইরা দ্যায়?
৫| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি একটি গ্রুপ অব কোম্পানির সুনাম ক্ষুন্ন করছেন। অনেক ভালোর মধ্যে দু একটা খারাপ কিছু থাকতে পারে! আওয়ামীলীগ এর মধ্যেও কিছু সন্ত্রাসী কিছু তাই বলে আওয়ামীলীগ খারাপ হয়ে যায়নি। একটা কথা মনে রাখবেন তারা ইন্ডিয়াতে ব্যবসা করে। তারা যদি এত ই খারাপ হত দাদারা তাদের কে ঘুটিয়ে দিত।
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭
পরাধীন বাংগালী বলেছেন: কিসের সাথে কি, পান্তা ভাতে ঘি?
আওয়ামীলীগ কি পন্য যে আওয়ামী লীগের সাথে তুলনা করলেন?
আমি টাকাটা দেই ভালো পন্য পাওয়া আমার অধিকার, খারাপ টা দেওয়ার জন্য তো আমি টাকা প্রদান করি নাই ।
খারাপ কিছু পাইলে সেইটা তুলে ধরবো তাও দেখছি কোম্পানী আপনাদের মত কিছু আতেল কিনে রাখছে যেনে প্রতিবাদ না করা যায় ।
৬| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০
প্রবাসী দেশী বলেছেন: শান্তিতে কি চানাচুরটাও খাইতে দিবো না ! তার মানে কি খালি মুড়ি খাবো ?
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১০
পরাধীন বাংগালী বলেছেন: সেখানেও ইউরিয়া নামের ভেজাল রইছে ।
৭| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫১
দীপ্ত 71 বলেছেন: প্রায় সব কোম্পানির এমন অবস্থা। ভোক্তাদের ঠকিয়ে এদের কাজকর্ম
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১১
পরাধীন বাংগালী বলেছেন: ঠেকে ঠকে আর কতকাল? এবার একটা জনতা জনার্দন জাগুক ।।
৮| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আহা রুবন বলেছেন: নেটওয়ার্ক গড়ে তুলতে পারলে এইসব প্রতিষ্ঠান পাগলা হয়ে যায়। মনে করে দুনিয়াশুদ্ধু ওরা একাই গিলে খাবে। এদের নিজের কারখানা না থাকলেও সমস্যা নেই। যারতার কাছে, বস্তির ভেতরে, ঝালমুড়ির হকারকে এরা বলে, এই নামে, এই প্যাকেটে, ওমুক জিনিস বানিয়ে দাও। আর এদের যেহেতু ভাল নেটওয়ার্ক আছে, দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে। আমরা আবাল ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ি, ছাগলের মত সব খাই। দেশের নামকরা এক বিস্কুট কোম্পানি (তখন খ্যাত ছিল প্রখ্যাত ড্রাই জুসের প্রতিষ্ঠান বলে) শুরুতে বগুড়ার এক ফ্যাক্টরিতে বিস্কুট বানাতো। নিজ চোখে দেখেছি শ্রমিকেরা কাছা মেরে পা দিয়ে খামির ছানছে। দরদর করে ঘার পড়ছে ময়দার তালে।
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১২
পরাধীন বাংগালী বলেছেন: জী ঠিক বলেছেন ।
৯| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
ঢাকাবাসী বলেছেন: খাবার জিনিসের মধ্যে প্রানঘাতী ভেজাল একমাত্র বাংলাদেশেই হয় কারণ পাবলিক স্বাস্হ্যের প্রতি সরকারের নজর নেই সেটাও একমাত্র বাংলাদেশেই! আর সব জায়গাতেই টাকা দিয়ে সব ম্যানেজ হয়ে যায়। আপনি অভিযোগ করেও কিছুই করতে পারবেননা কারণ সবাই বিক্রি হয়ে গেছে। এদেশে কোন খাবার আই মীন কোন খাবারই পাবেননা যেখানে ভেজাল নেই। স--ব খাবারে ১০০% ভেজাল। তেল, সাবান, পরোটা, বিস্কুট, সেমাই, ঘী, মাখন, মশলা, মিনারাল ওয়াটার, শাক সব্জী, মাছ, মাংশ, সস, আচার, রসগোল্লা, যে কোন খাবারের নাম বলুন সব ভেজালে ভর্তি!
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৪
পরাধীন বাংগালী বলেছেন: ভেজালের এই দেশে পাবলিকও ভেজাল ।।
কিছুই করার নেই ভাই ।।
১০| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
কালীদাস বলেছেন: ভোক্তা নিয়ন্ত্রণ কমিটি যেগুলো আছে, আদৌ কোন কাজ হয় ঐসব জায়গায়?
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬
পরাধীন বাংগালী বলেছেন: কুম্ভকর্নদের কথা বলছেন?
তারা আছে ভাই যথারীতি যথা যায়গায় কিন্তু কিছু শুনেওনা, দেখেও না ।।
১১| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: কর্পোরেট জগতে প্রাণ খচ্চর হিসেবে পরিচিত। সিজিপিএ চাইবে সবচেয়ে বেশি, খাটাবে সবচেয়ে বেশি, বেতন দিবে সবচেয়ে কম। উদ্দেশ্য ভোক্তাদের কম দামে উন্নতমানের পণ্য সরবারহ করা। পণ্যের মান কেমন উন্নত বোঝাই যাচ্ছে।
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯
পরাধীন বাংগালী বলেছেন: প্রান বুঝি এবার পবলিকের প্রান টাই নিয়ে নেয় ।
১২| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কোন লাভ নেই ভাই। হা হুতাশ পর্যন্তই আমাদের দৌড়।
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২১
পরাধীন বাংগালী বলেছেন: শরীরে মেদ অনেক জমেছে, এবার একটু দৌড়াই, মানে হা-হুতাশই করি ভাই ।।
১৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:২১
সুমন কর বলেছেন:
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২২
পরাধীন বাংগালী বলেছেন: আমিও রাগান্বিত ভাই ।।
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৫
জগতারন বলেছেন:
প্রান গ্রুপ-এর মালিক ১৯৭১ সালে দেশের সাথে মোনাফেক-ই করে ছিল।
লাল-সবুজের দেশই সে স্বিকার করতে চায় নাই। সেই দেশের কল্যান দেশের মানুষের ভালো তার কাছে প্রশ্নবোধক(!)
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩
পরাধীন বাংগালী বলেছেন: সেইটা জানি না, তবে যেটা খারাপ পেয়েছি সেইটা বললাম, আরো পেলে আরো বলবো ।।
১৫| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৯
সোহানী বলেছেন: শুধু চানাচুর...!!! প্রানের জুসতো শুনলাম রং আর ক্যামিকেল, আচার তো বানায় পচাঁ আম আর সার দিয়া, মুড়ি বানায় ইউরিয়া দিয়া... আর কি যেন আছে!!! গুগুলে সার্চ মারেন সবই পাইবেন। আরে আপনি আমির সংখ্যা বেশীতো তাই তারা দায়িত্ব নিসে আমাগো ওপারে পাঠানো। টেনশান নিয়েন না.... সিগারেট চিবাইয়া খাইলে অন্তত কেউ মরে না....
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫
পরাধীন বাংগালী বলেছেন: আমি তুমি বাদ দিয়ে যেদিন সকলে আমরা হবো সেদিন হইতো প্রান এর প্রান টা বের করে নিতে পারবো, একলা চিল্লাইলে প্রানের কিছুই হবে না । আমাদের চিল্লাইতে হইবো তবেই প্রান মরবে ।
১৬| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: কি আর কমু। একটা কাব্য কনাই বলি-
বিক্রেতারা ক্লেভার
ম্যাংগো জুসে দেয় ফ্লেভার।
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭
পরাধীন বাংগালী বলেছেন: আমার সবাই গাধা,
তাইতো খাই ভেজাল আদা ।।
১৭| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬
বুক ওয়ার্ম বলেছেন:
টেস্ট কেমন?
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮
পরাধীন বাংগালী বলেছেন: টেষ্ট করার সাহস পেলাম না, তবে নিকোটিনে ফ্লেভারেড হইবো হয়তো ।
১৮| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬
তারেক ফাহিম বলেছেন: ভাই খবর নিয়ে দেখেন হয়ত অন্য রকম টেষ্ট পাওয়ার জন্য এই স্বনামধন্য কোম্পানী শুধুই সিগারেটের পিল্টার নয় সামনের দিকে সিগারেট, পাথর, বালির প্যাকেট ইত্যাদিও দিবেন। তথাপিও আমজনতার চাহিদা কমবে না।
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০
পরাধীন বাংগালী বলেছেন: হু হু হুহ.।। হাসাইলেন ভাই তবু এইটাই বাস্তবতা ।।
১৯| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮
মাঘের নীল আকাশ বলেছেন: প্রানের সকল পণ্য বহু আগে থেকেই আমার বাসায় নিষিদ্ধ!
০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩
পরাধীন বাংগালী বলেছেন: এবার আমার বাসায়ও হলো ।।
২০| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৩
আহলান বলেছেন: একটু বেছে বুছে খায়েন। কি আর করবেন বলেন ...এসববের জন্যই তো আমরা আছি ...
২১| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৫
সৌরভ০৮ বলেছেন: সোহানী বলেছেন: শুধু চানাচুর...!!! প্রানের জুসতো শুনলাম রং আর ক্যামিকেল, আচার তো বানায় পচাঁ আম আর সার দিয়া, মুড়ি বানায় ইউরিয়া দিয়া... আর কি যেন আছে!!! গুগুলে সার্চ মারেন সবই পাইবেন। আরে আপনি আমির সংখ্যা বেশীতো তাই তারা দায়িত্ব নিসে আমাগো ওপারে পাঠানো। টেনশান নিয়েন না.... সিগারেট চিবাইয়া খাইলে অন্তত কেউ মরে না....
-- শুধু শুনেই যা বুঝার বুঝে নিলেন। গুগল এ সার্চ দিলে এও পাওয়া যায়, সুচি মুসলমান হয়েছেন, সুনিতা উইলিয়ামস ইসলাম কবুল করেছেন, এগুলোও কি বিশ্বাস করেন?
আমি তুমি বাদ দিয়ে যেদিন সকলে আমরা হবো সেদিন হইতো প্রান এর প্রান টা বের করে নিতে পারবো, একলা চিল্লাইলে প্রানের কিছুই হবে না । আমাদের চিল্লাইতে হইবো তবেই প্রান মরবে ।
প্রাণ কে মারার জন্য এত উতলা কেনো ভাই?
০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৩
পরাধীন বাংগালী বলেছেন: ভেজাল জিনিস খাওয়াইয়া প্রান আমাদের প্রানটাই নিয়ে নিতে চায়, আর আমরা কি আঙ্গুল চুষবো??
২২| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কিসের সাথে কি, পান্তা ভাতে ঘি?
আওয়ামীলীগ কি পন্য যে আওয়ামী লীগের সাথে তুলনা করলেন?
আমি টাকাটা দেই ভালো পন্য পাওয়া আমার অধিকার, খারাপ টা দেওয়ার জন্য তো আমি টাকা প্রদান করি নাই ।
খারাপ কিছু পাইলে সেইটা তুলে ধরবো তাও দেখছি কোম্পানী আপনাদের মত কিছু আতেল কিনে রাখছে যেনে প্রতিবাদ না করা যায় ।
আপনি আমাকে ভুল বুঝছেন। আমি বলতে চেয়েছি অনেক ভালোর মাঝে দু’একটি খারাপ কিছু থাকতে পারে। সেটা আমাদের মত গরীব দেশে অসম্ভব কিছু না।
আপনি যেটা পেয়েছেন সেটা প্রোডাক্টসন ফলস।
আপনি যেহেতু ব্লগার তাই আমি সহ ব্লগার হিসেবে আপনার কথা বিশ্বাস করলাম।
কিন্তু আপনি যে প্রমাণ দিয়েছেন তা হাস্যকর এবং যথাযথ নয়। কারণ আপনার হাতে আস্ত সিগারেটের ফিল্টার! বাটিতে চানাচুর এবং প্যাকেটের গায়ে লেখা ব্যাচ নং B:3,03:24,CM-LC NO-7248 , মুখের কথা ছাড়া বিশ্বাস করা প্রথম শ্রেণির পাগলের কাজ।
কারণ এ রকম ছবি যে কেউ তুলতে পারে আর ব্যাচ নং প্রতিটি প্যাকে লিখে থাকা- যা প্রমাণ হিসেবে যথাযথযোগ্য নয়। মুখের কথা বিশ্বাস ছাড়া।
আমাদের ভুলে গেলে চলবে না প্রাণ বাংলাদেশের মার্কেট লিডার হওয়ার যোগ্য। সেখানে শ্রমিকরা কষ্ট করে হলেও দু’বেলা খেয়ে বেঁচে আছে। এবং হাজার হাজার শ্রেমিকের কর্ম সংস্থান হচ্ছে। দেশে এত এত পন্ডিত থাকলে তারা প্রাণের চাইতে ভালো কিছু করে দেখিয়ে দেক। তাহলে ত’ মানুষ প্রাণমুখী হবে না। আর কোন চিল্লা ফাল্লার দরকারও নেই।
সবশেষে, আপনি যদি সত্যি সত্যি এ ধরণের কিছু পেয়ে থাকেন তাহলে আপনার অভিযোগ ও গণ সচেতনতা তৈরির অধিকার আছে তবে তা যেন হয় যথাযথ আইন ও প্রমাণ সাপেক্ষে। প্রমাণ হিসেবে এ সমস্ত পিকচার ও বারকোট হাস্য যোগ্য।
০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩২
পরাধীন বাংগালী বলেছেন: ভাই আপনিই আমাকে ভুল বুঝছেন, ব্যাক্তিগত ভাবে প্রানের সাথে আমার কোন বিদ্বেষ নেই, আর পেশা জীবনে আমি একজন বস্ত্র প্রকৌশলী সুতরাং প্রানের সাথে পেশাগত দ্বন্দের প্রশ্নই আসেনা, তবু আপনি না দেখেই বুঝলেন যে আমি মিথ্যা বলছি ।।
চোখ বুঝে এতদিন প্রান কে বিশ্বাস করেছি, বুঝেন আমার অবস্থা বিশ্বাসভংগ প্রেমিকের মতো ।
সত্যটা দেখার জন্যও হলেও একবার আসুন দেখে যান বস্তুটা কি?
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯
আহা রুবন বলেছেন: নেটওয়ার্ক গড়ে তুলতে পারলে এইসব প্রতিষ্ঠান পাগলা হয়ে যায়। মনে করে দুনিয়াশুদ্ধু ওরা একাই গিলে খাবে। এদের নিজের কারখানা না থাকলেও সমস্যা নেই। যারতার কাছে, বস্তির ভেতরে, ঝালমুড়ির হকারকে এরা বলে, এই নামে, এই প্যাকেটে, ওমুক জিনিস বানিয়ে দাও। আর এদের যেহেতু ভাল নেটওয়ার্ক আছে, দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে। আমরা আবাল ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ি, ছাগলের মত সব খাই। দেশের নামকরা এক বিস্কুট কোম্পানি (তখন খ্যাত ছিল প্রখ্যাত ড্রাই জুসের প্রতিষ্ঠান বলে) শুরুতে বগুড়ার এক ফ্যাক্টরিতে বিস্কুট বানাতো। নিজ চোখে দেখেছি শ্রমিকেরা কাছা মেরে পা দিয়ে খামির ছানছে। দরদর করে ঘার পড়ছে ময়দার তালে।