![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে চিনছি আজও...
গুলশানে হলি আর্টিজানের হামলায় নিহত দুই জঙ্গি ফেসবুকে জাকির নায়েক কে অনুসরণ করতো এই অজুহাতে বাংলাদেশে জাকির নায়েক এবং তার প্রতিষ্ঠান পিস টিভি কে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে জঙ্গিবাদে জড়িয়ে পরেছিল গুলশান হামলার জঙ্গিরা। এখন আমার প্রশ্ন হলো, বনানীতে দুই ছাত্রী ধর্ষন মামলার, মূলহোতা আশরাফ নাঈমের সাথে, ওবায়দুল কাদের, জোনায়েদ আহমেদ পলক, সাকিব আল হাসান, মুন্নি সাহা, ফারহানা নিশো সহ বিভিন্ন ক্ষেত্রের তারকাদের সাথে একাধিক ছবি আছে। গুলশান হামলার যুক্তি এখানে খাটলে, উল্লেখিত সকল তারকা ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়ে ধর্ষক নাঈম আশরাফ ধর্ষনে উদ্ভৃদ্ধ হয়েছিল, তাই এই সকল তথাকথিত তারকাদের বাংলাদেশে নিষিদ্ধ ঘোষনা করা হউক। জাকির নায়েক কে ফেসবুকে অনুসরণ করলে জঙ্গিবাদে অনুপ্রাণিত হলে, এই সকল তারকাদের সাথে ঘনিষ্ঠতা থাকলে ধর্ষনেও অনুপ্রাণিত হয়।
১৯ শে মে, ২০১৭ দুপুর ২:২১
পরাধীন বাংগালী বলেছেন: জ্বী, ঠিক বলেছেন ।
২| ১৯ শে মে, ২০১৭ দুপুর ১:০৪
করুণাধারা বলেছেন: ভাই, এই জিনিষ আপনার মাথায় আসল কিভাবে আর এত অল্প কথায় এমন চমৎকার একটা পোস্ট কি করে দিতে পারেন ভেবে অবাক হয়ে যাই!
পোস্ট খুব ভাল লাগল। হউক। জাকির নায়েক কে ফেসবুকে অনুসরণ করলে জঙ্গিবাদে অনুপ্রাণিত হলে, এই সকল তারকাদের সাথে ঘনিষ্ঠতা থাকলে ধর্ষনেও অনুপ্রাণিত হয়। ++++
১৯ শে মে, ২০১৭ দুপুর ২:২২
পরাধীন বাংগালী বলেছেন: কাজের কথা অল্পই ভালো, অসংখ্য ধন্যবাদ ভাই ।
৩| ১৯ শে মে, ২০১৭ দুপুর ১:২৫
ঢাকাবাসী বলেছেন: বিশ্বে সবচাইতে নিকৃস্ট জাতের আমলা এদেশে প্রস্তুত হয়!
১৯ শে মে, ২০১৭ দুপুর ২:২৩
পরাধীন বাংগালী বলেছেন: সিস্টেম এর দোষ দিয়া লাভ নাই, আমরাও দায়ী । যাই হোক আশা করি আমলারাও একদিন কামলা হবে, কিন্তু কবে তা জানা নেই ।
৪| ১৯ শে মে, ২০১৭ দুপুর ২:২২
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: জাকের নায়েক জংগি তৈরি করছেন কি না জানি না। তবে মিডিয়ার স্লো পয়জন তরুণদের মনকে কলুষিত করে ধর্ষক উৎপাদন করছে।
১৯ শে মে, ২০১৭ দুপুর ২:২৫
পরাধীন বাংগালী বলেছেন: সহমত পোষন করছি, মিডিয়া বুমে তারুন্যের যে ক্রেজ তৈরি হয়েছে তাকে আমরা মননশীল কাজে লাগাতে পারিনি তাই বিপথে যাওয়ার সম্ভাবনাই বেশী ।
৫| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
ধ্রুবক আলো বলেছেন: সঠিক যুক্তি +
২১ শে মে, ২০১৭ বিকাল ৫:২৬
পরাধীন বাংগালী বলেছেন: নীতি নির্ধারক রা বুঝতে চায়না ।
৬| ১৯ শে মে, ২০১৭ রাত ১০:০৯
খরতাপ বলেছেন: জাকির নায়েকের ব্যাপারটা ঐ বাঘ আর ছাগল ছানার পানি খাবার ঘটনার মত হয়ে গেল। আর নইম আশ্রাফের ঘটনা হয়েছে বাঘ আর মিথ্যেবাদি রাখালের মত। তবে সরকার ভারতের অনুমতি ছাড়া কারো বিরুদ্ধে কোন এ্যাকশানে যাবেনা।
২১ শে মে, ২০১৭ বিকাল ৫:২৯
পরাধীন বাংগালী বলেছেন: আমরা কি ভারতের তাঁবেদার নাকি যে ভারতের অনুমতি লাগবে ? জবাব কারও কাছে আছে কি?
৭| ১৯ শে মে, ২০১৭ রাত ১০:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই কিছুদিন পর সব ভুলে যাবে। আর মেয়েগুলোও আবার মিডিয়ায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য এরকম হালিম/নাঈমদের দেহ দিবে...
২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৩১
পরাধীন বাংগালী বলেছেন: হালিম/নাঈম রা এই পতিত সমাজের এক একটা বাস্তব কীট, অগণিত সংখ্যায় এরা আমাদের সর্বক্ষেত্রে বিরাজমান । মিডিয়াতো বন্ধা করা যাবে না, নিজেদের বোনদের কেই্ একটু সাবধানে চলতে বলি, যেন এভাবে পা পিছলে না যায় ।
৮| ১৯ শে মে, ২০১৭ রাত ১১:০৫
আবদুল মমিন বলেছেন: ঢাকাবাসী বলেছেন: বিশ্বে সবচাইতে নিকৃস্ট জাতের আমলা এদেশে প্রস্তুত হয়!
এক দম খাঁটি বয়ান ভাই সটি।
২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৪
পরাধীন বাংগালী বলেছেন: আমলারা যেদিন দলের লেজুড়বৃত্ত ছেড়ে দেশ এবং দেশের জনগনের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করবে, সেদিন হয়তো জাতি অভিশাপ থেকে মুক্তি পাবে ।
৯| ২০ শে মে, ২০১৭ দুপুর ১২:০৭
তারেক ফাহিম বলেছেন: সহমত জ্ঞাপন
২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৫
পরাধীন বাংগালী বলেছেন: ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:২৮
অগ্নিবেশ বলেছেন: আপনেও অনুপ্রানিত হয়ে পুস্ট প্রসব করিলেন।