![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে চিনছি আজও...
চলতি পথে মোবাইল দিয়ে আজকের আকাশ বন্দি করার লোভ সামলাতে পারলাম না ।
সব গুলো ছবি, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল আর ক্যান্টমেন্ট রেলওয়ে ষ্টেশন থেকে তোলা হয়েছে ।
কোন ছবিই এডিট নামের জোচ্চুরির আশ্রয় নেয়া হয়নি ।
ডিভাইসঃ হুয়াওয়ে জি আর ৫
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮
পরাধীন বাংগালী বলেছেন: ছবি গুলিই দেখুক, তাতেই খুশী । ধন্যবাদ ।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনারো দেখি আকাশ দেখায় অনেক আগ্রহ আছে! সুন্দর ছবিগুলোর জন্য ধন্যবাদ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৪
পরাধীন বাংগালী বলেছেন: আকাশ দেখার আগ্রহ অনেক সাথে পাহাড়ও । আপনাকেও ধন্যবাদ ছবিগুলোতে চোখ বুলানোর জন্য ।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
শায়মা বলেছেন: আজকের আকাশ দেখে আমিও মুগ্ধ হয়েছি ভাইয়া!
শরতের ঝকঝকে আকাশ আর ঝলমলে দিন দেখে আমার মনে গুন গুন
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলী...
ছড়িয়ে গেলো ছড়িয়ে গেলো ছাঁপিয়ে মোহন অঙ্গুলী.....
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৬
পরাধীন বাংগালী বলেছেন: গুনগুনিয়ে চলুক মনের ভাষা প্রকাশ,
মাতাল দুপুরে দেখো শরতেরও আকাশ .।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৪
কথাকথিকেথিকথন বলেছেন:
ঝলমলে আকাশে আজ পুড়ে গেলাম ! তবুও এমন আকাশ কে না দেখতে চায় ! চমৎকার ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৮
পরাধীন বাংগালী বলেছেন: ধন্যবাদ
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: প্রথম কথা হলো- এডিট করা জোচ্চরি এটা আপনাকে কে বলল?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৭
পরাধীন বাংগালী বলেছেন: একটা ট্রাভেল কোম্পানির বিজ্ঞাপন দেখে বাংলার কাশ্মীর নিলাদ্রী দেখতে গিয়েছিলাম । এডিট করা ছবি ছিল । বাস্তবে দেখে হতাশ হয়েছি ।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৪
নাদিম আহসান তুহিন বলেছেন: অথচ আজ আমার এলাকায় বৃষ্টি ছিলো,,,
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৯
পরাধীন বাংগালী বলেছেন: এক পশলা সহমর্মিতা, মিস করার জন্য ।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০১
আহমেদ জী এস বলেছেন: পরাধীন বাংগালী ,
আশ্বিনের আকাশটাকে বন্দি করে রাখলেন । শরতের মতোই সুন্দর ছবি ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৯
পরাধীন বাংগালী বলেছেন: আপনার ভালো লাগায় আমার ছবি তোলা সার্থক ।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দেখার মত চোখ থাকলে সৌন্দর্য্য যেকোন যায়গা থেকেই দেখা যায়, সেটা আবারো প্রমাণিত...............
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
প্রথম পাতায় সব ছবি দেখে ফেললে, পাঠক পুরো পোস্ট হয়তো দেখতে চেস্টা করবে না।