নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক ভাবুক, ক্লান্ত পথিক।হেটে যাচ্ছি অজানা অচেনা পৃথিবীর পথে। এই জগতের বাইরেও সবারই আলাদা আরেকটা জগৎ থাকে; যে জগতের একমাত্র প্রান সে নিজেই,যেখানে বিস্বাদ বিষণ্ণবদনের সাথে সে একাই ক্রমাগত

মো: শাহিন

ক্লান্ত পথিক

মো: শাহিন › বিস্তারিত পোস্টঃ

উপসংহারে তুমি

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৯

অজস্র লোকের ভিরে হয়ত আবারো দেখা হয়ে যেতে পারে অযাচিতই।
হতে পারে কথা দু'চারটে!
অথবা অযথা কথা নাও হতে পারে -
যদি মুচকি হাসির দাবিতে বেরিয়ে আসে
হাজারো অব্যক্ত ব্যক্তিতা।
সেদিন চির ধরিয়ে দেব আমি,
আমি ভাসিয়ে দেব এই শহর,
রাজ্ঞিয়ে দেব এই আকাশের সমস্ত মেঘমালা আর-
ছুটি দেব সব চেনা অচেনা অভিমান গুলি।
ছুরে ফেলে দিব অভিমানের ভাজে
বুক পকেটে রাখা হিসেব নিকেশের পাতাটা।
ছুটে চলা সে পথের মোরে সেদিন -
ট্রাম লাইট আর ল্যাম্পপোস্ট দের সজ্ঞিকরে
শুধু তুমি আমি একলা দারিয়ে;।।
অক্ষিতে অক্ষি লোকায়ে।।
জমে ছিল হাজারো কথা, জিজ্ঞাসু ;
আখিজলে ভেসে গেছে ;আজ সে তোমায় পেয়ে।।।
তবে শুধু একটি জিজ্ঞাসু একটি প্রশ্ন?
এখনো কি বাস ভাল ?রাতের আধারে চোখের সে ভেজা জলে??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.