নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য উপহার।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫২



আমার হৃদয়ে জমানো এক আকাশ ভালবাসা
আমার লেখা টুকরো সব কবিতা,
গল্পের শিরোনাম,
সবই তোমার জন্য উপহার।

আমার মনের মাঝে গুছানো স্বপ্নের বাগান
আমার সব ইচ্ছের কলতান,
নিঃশব্দ আশা,
সবই তোমার জন্য উপহার।

আমার দু'চোখে দেখা নীল আকাশ
আমার বানানো রঙ্গিন ঘুড়ি,
মায়াবী দিগন্ত ছবি,
সবই তোমার জন্য উপহার।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগে স্বাগতম।

কবিতা বেশ ভালো হয়েছে! তবে প্রশ্ন হলো, এটা কি ১ম উপরহার?

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৭

শাহিন বিন রফিক বলেছেন: আমার লেখায় প্রথম মন্তব্যটা আপনার। আমার আন্তরিক ধন্যবাদ নিবেন। প্রশ্নটা অনেক কঠিন।

২| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৬

খায়রুল আহসান বলেছেন: বাহ, বেশ তো! কবিতা ছোট হলেও, বেশ মিষ্টি হয়েছে।
ব্লগে আপনার প্রথম পোস্টটা পড়তে এখানে এলাম। কবিতা ভাল লেগেছে, তাই ভাল লাগা + + রেখে গেলাম।
ব্লগে বিলম্বিত সুস্বাগতম জানিয়ে গেলাম। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক!



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.