নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
জীবন মানে কোন গল্প নয়,
এখানে,--
একমুঠো সুখের জন্য দিবা-রাত সংগ্রাম
শত কষ্টের মাঝেও ভাল থাকার নিদারূন অভিনয়।
এখানে,
লড়াইয়ের মঞ্চ প্রস্তুত--
জিতলে স্বর্গ, হেরে গেলে নরক
বেঁচে থাকার এই সংগ্রাম,
কোন গল্পের নয়-
বাস্তবতা নিরিখে এক নিয়মের কারাগার।
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬
শাহিন বিন রফিক বলেছেন: আমার ব্লগে আপনাকে সবিনয় স্বাগতম।
মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ।
২| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল হয়েছে, তবে একটা বানান ভুল হয়েছে, যা আশাকরি সময় করে সম্পাদনা করে নেবেন।
কবিতায় ভাল লাগা + + রেখে গেলাম।
৩| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৪
খায়রুল আহসান বলেছেন: একমুটো < < একমুঠো হবে।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য