নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
আমরা যখন খুব ছোট্ট
বলত দাদা গল্প--
মোদের গাঁয়ের বাঁশ বাগানে
থাকত নাকি, এক দৈত্য!
এ-হা বড় নাক ছিল,
এ-হা বড় কান,
পা দু'খান ছিল নাকি
তালগাছের সমান!
একমণ ডাল-ভাত
একবারে খেত,
একবার ঘুমালে
মাস কেটে যেত!
দিন নেই, রাত নেই
নাক ডেকে দিত,
শব্দে সারাগাঁয়ে
অস্থির হত!
আমাদের ছোট দাদা
ছিল নাকি তেজী
একদিন রেগে গিয়ে
দিল এক লাথি!
লাথি খেয়ে দৈত্য
লেজ গুটে পালালো,
ফিরে আর আসেনি
এই গাঁয়ের বাটী।
রুপগন্জ, নারায়ণগন্জ
২২ শে জানুয়ারী।
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮
শাহিন বিন রফিক বলেছেন: আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ, আপনাদের উৎসাহ আমার প্রেরণা।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩২
প্রামানিক বলেছেন: দারুণ, লিখতে থাকেন। ধন্যবাদ