নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
ছবি-গুগল।
বলতে গেলে হবে বড়
ছোট্ট করে বলছি শুনো,
আমাদের ছোট্ট গাঁয়ের
উষাণ কোণের একটু বাঁয়ে-
নড়বড়ে এক ছাঁউনি ঘরে,
থাকত এক-
বৈদ্য বুড়ো।
হাড্ডিগনা দেহখানি-
লাটির উপর ভর চাপিয়ে
'গাছমূল' সে তুলত দিনে
রাতভর তা বাঁটতো বসে,
পর সকালে ঘরে ঘরে-
বিনা পয়সায় দিত তুলে,
জ্বর-সর্দি-কাঁশি-
বলত এবার আসি।
বৈদ্য বুড়োর এক কাহিনী
হয়নি আজও জানা,
আলু-পটল বললে বুড়োর
মারত কেন তাড়া?
স্বর্গে বসে বৈদ্য বুড়ো
এখনো কি ক্ষেপে?
আলু-পটল বলে-
ডাকছে কি, কেউ তাঁকে?
রুপগন্জ, নারায়ণগন্জ
২২শে জানুয়ারী ২০১৮
২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
শাহিন বিন রফিক বলেছেন: সুন্দর পরামর্শমূলক মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
সাধারণ, শিশুদের জন্য জন্য আরো আকর্ষণীয় বিষয়ের দরকার।