নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।
ছবি-গুগল।
আমি যদি পাখি হতাম
থাকত দু'টি ডানা,
ডানা মেলে উড়াল দিতাম
করত না কেউ মানা।
বরফ মেরুর দেখার পরে
চীনের প্রাচীরে-
সেখান থেকে যেতাম উড়ে
হাতেম তাঈয়ের ঘরে।
উড়ে উড়ে তেপান্তরের
দেখতাম সবকিছু
মালয় সাগর, মরু-উদ্দ্যান
বাদ পড়তো না কিছু।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৫
শাহিন বিন রফিক বলেছেন: আপনার উৎসাহমূলক মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২
আটলান্টিক বলেছেন: শুভ ব্লগিং ভাইয়া
৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
শাহিন বিন রফিক বলেছেন: আপনার মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩
প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া, শুভেচ্ছা রইল।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৩
শাহিন বিন রফিক বলেছেন: আপনাকেও আমার হৃদয় নিঙড়ানো ভালবাসা ও একরাশ শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: ছড়া পড়ে খুব ভাল লাগলো+++
শুভ কামনা রইল কবি,
আরো বেশি করে লিখুন ।