নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

বাঁধা আসবেই, তবে দমে যেও না।

০৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫১



পথ চলিতে গেলেই বাঁধা আসবেই,
তবে দমে যেও না--
ইচ্ছে শক্তির সবটুকু বিনিয়োগ করো তোমার লক্ষ্যের পণে
দেখিবে, বিজয়ের মালা-
অদূরে তোমার জন্য অপেক্ষামাণ।

নিন্দুকেরা বড় বেশি বলে
তুমি ততটা খারাপ নও,
আসলে নিন্দুকেরা কখনও স্বপ্ন দেখে না, কারণ-
স্বপ্ন কি? তাঁরা তা জানেই না।

চারিদিকে তুমি যে ব্যার্থতার গ্লানি দেখ
ওগুলো কিছু স্বার্থনেষী মানুষের জন্য আমাদের আকঁড়িয়ে আছে,
তুমি ও দিকে তাকিয়ে নিজেকে লুকিয়ে রেখ না
নিজের মত করে সম্মূখে পা বাড়াও
দেখিবে- বিজয়ের মালা-
অদূরে তোমার জন্য অপেক্ষামাণ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.