নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

তুমি ও প্রকৃতি

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৭





তুমি সৃষ্টির সেরা জীব, প্রকৃতি স্রষ্টার অমর দান
প্রকৃতির বুকেই লুকিয়ে রেখেছে স্রষ্টা
তোমার জন্ম হতে মৃত্য অবধি সকল অবলম্বন।

তোমার অন্ন, বস্ত্র, জ্ঞানের উপকরণ
শয়নের শীতল পাটি, ঘরের ছাউনীর চাল
আছে কি এমন কিছু, দেয়নি প্রকৃতি তোমার?
তবুও তুমি তাকে বেঁচে থাকার জন্য
দিচ্ছো না- এক বিন্দু ছাড়।

প্রকৃতি, রুদ্র রুপে যখন এসে দাঁড়ায়
বলো- হে স্রষ্টা কিসের গজব দিচ্ছো আমায়,
ভাবনা তোমার পাপের কামায়
দিচ্ছে ফেরত স্রষ্টা তোমায়।

প্রকৃতিকে মৃত্যর মুখে রেখে
বেঁচে থাকার যে স্বপ্নে বিভোর তুমি
অচিরেই তা ভেঙ্গে হবে তছনছ,
তুমি অগ্নি-শিখার প্রলয়ে হারিয়ে
পড়বে অস্তিত্ব সংকটে।

এখনো আছে সময়, বন্ধ কর মরণ খেলা
বিবেকের কাছে প্রশ্ন রাখ,
প্রকৃতি ছাড়া বেঁচে থাকার সক্ষমতা
আছে কি তোমার?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন: মোটামুটি লাগল ।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১:১১

শাহিন বিন রফিক বলেছেন: মোটামুটি লাগল এতটুকুতেই আমি মহাখুশি।

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:২০

কাওসার চৌধুরী বলেছেন:


প্রকৃতি নিয়ে লেখা যে কোন কবিতা পড়তে ভাল লাগে।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৩

শাহিন বিন রফিক বলেছেন: আপনার প্রকৃতি ভাল লাগে জেনে খুব ভাল লাগল। আমারও প্রকৃতি খুব পছন্দ।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৯

তারেক_মাহমুদ বলেছেন: প্রকৃতি, রুদ্র রুপে যখন এসে দাঁড়ায়
বলো- হে স্রষ্টা কিসের গজব দিচ্ছো আমায়,
ভাবনা তোমার পাপের কামায়
দিচ্ছে ফেরত স্রষ্টা তোমায়।


এই লাইনগুলো বেশি ভাল লাগলো।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৪

শাহিন বিন রফিক বলেছেন: সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবিতা ভালই হয়েছে।:) সুন্দরবনকে রক্ষা করতে হবে----

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৫

শাহিন বিন রফিক বলেছেন: সুন্দরবনকে রক্ষা করতে হবে----

কে করবে ভাই?

৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: যে কোনো উপায়ে সুন্দরবনকে রক্ষা করতে হবে।
আরে নিজের ভালো তো পাগলে বুঝে।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৬

শাহিন বিন রফিক বলেছেন: আরে নিজের ভালো তো পাগলে বুঝে।

সম্ভবত আমরা বাঙ্গালী এটা বুঝি না।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৩

মোস্তফা সোহেল বলেছেন: প্রকৃতিকে আমরা মানুষ নিজের হাতেই নষ্ট করে যাচ্ছি প্রতিনিয়ত।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৭

শাহিন বিন রফিক বলেছেন: ঠিক। আমরা প্রকৃতিকে প্রতিনিয়ত খুন করছি যার ফল ভবিষ্যতে খুব খারাপ হবে আমাদের জন্য।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কয়েকটি লাইন বেশ হয়েছে।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৮

শাহিন বিন রফিক বলেছেন: আপনার কয়েকটা লাইন ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.