নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে করে ফিরে যেতে তিরিশ বছর আগে।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯


(ছবি-গুগল)

জানালার ফাঁকটি দিয়ে, বাদল দিনের বৃষ্টি যখন
দেখছি দু'চোখ ভরে
ইচ্ছে করছে ফিরে যেতে তিরিশ বছর আগে।

স্কুলের ঘন্টা দিতেই, বইগুলো সব রেখে বুকে
ছুট দিতাম বাড়ির পাণে
চলত পাল্লা--
কে যাবে কার আগে।

রাস্তার ভিতর পিছল খেয়ে, জল-কাদাতে যুদ্ধ সেরে
ফিরতাম যখন বাড়ি
মা যে মোরে করতো শাসন হাজার উপদেশ ছাড়ি।


মায়ের সেই মিষ্টি শাসন, আজ এই বাদল দিনে কেমনে ভুলি।



মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার তিরিশ না ৭ বছর পেছালেই হবে। :(
অনেকদিক পর লেখা পড়ছি মনে হয়, কি খবর ভাই?

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২

শাহিন বিন রফিক বলেছেন: আসলে স্কুল জীবন মানে কৈশোর সময়টা সবার কাছে এক আনন্দময় জীবন হিসাবে জীবন খাতায় লিপিবদ্ধ হয়ে থাকে।

ভাইজান ভাল আছি, রমাদান চলিতেছে তাই এদিকে তেমন মনযোগ দিতে পারি না।

২| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২২

আকিব হাসান জাভেদ বলেছেন: বৃষ্টি বিজে কাদাঁমাটিতে খেলতাম ফুটবল
সেই দিনটা আজ মনে হলে
চোখেন কোণে বাধে জ্বল ।

আমি ও চাই ফিরে যেতে আমার সেই পুরনো দিনে।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

শাহিন বিন রফিক বলেছেন: বৃষ্টি বিজে কাদাঁমাটিতে খেলতাম ফুটবল
সেই দিনটা আজ মনে হলে
চোখেন কোণে বাধে জ্বল ।


সেই কথা আর বলতে!!!

৩| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

কাইকর বলেছেন: আমার ৭ বছপ্র আগের কথা মনে করলেই হবে।কত সুন্দর ছিল দিনগুলো

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

শাহিন বিন রফিক বলেছেন: কবিতার প্রয়োজনে তিরিশ লিখেছি আমি, বাস্তবে বিশ পিছে যেতে হবে আমাকে।

৪| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: জীবন এমনই। সব বয়সেই হয় সামনে যাবার বা পেছনে ফেরার ইচ্ছে জাগে মানুষের মনে। বর্তমানটাকে সবচেয়ে সোনালী সময় ভেবে যারা বাঁচতে পারে তারাই প্রকৃত অর্থে জীবনটাকে উপভোগ করতে পারে।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

শাহিন বিন রফিক বলেছেন: বর্তমানটাকে সবচেয়ে সোনালী সময় ভেবে যারা বাঁচতে পারে তারাই প্রকৃত অর্থে জীবনটাকে উপভোগ করতে পারে।

হয়তোবা আপনার কথাই ঠিক। কিন্তু আমি বলতে চেয়েছি চিন্তাহীন এক সময়ের গল্প। এখন সারাদিন সংসার অফিস এটাই নিয়ে চলে।

৫| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: না আমি বুঝতে পারছি আপনার কথা। কিন্তু ছোটবেলাতেও আমরা স্বপ্ন দেখতাম কবে বড় হয়ে মায়ের মতো আসল রান্নাপাতি নিয়ে খেলব বা বাবার মতো অফিসে যাব। কখন সব ধরণের স্বাধীনতা থাকবে, কারো নিষেধ বারণ শুনতে হবেনা।
আর সবচেয়ে বড় কথা বাচ্চাদের আর চিন্তাহীন থাকার সুযোগ কোথায়? কিছু বুঝতে উঠতে না উঠতেই স্কুল নামক জেলে বন্দি হয়ে যায় হাজারটা হোমওয়ার্ক এবং এক্সামের ভারে!
আসলে ভালো খারাপ সব বয়সেই থাকে। একটি বয়স পার করে আসার পরে পেছনের চ্যালেন্জেস গুলোকে অতোটা কঠিন মনে হয়না। এজন্যেই পেছনের প্রতি এত মায়া!

তবে আপনার সাথেও আমি একমত। শৈশবে ফিরে যাবার টান তো থাকে সবারই!

২৩ শে মে, ২০১৮ রাত ৯:১৩

শাহিন বিন রফিক বলেছেন: সবচেয়ে বড় কথা বাচ্চাদের আর চিন্তাহীন থাকার সুযোগ কোথায়? কিছু বুঝতে উঠতে না উঠতেই স্কুল নামক জেলে বন্দি হয়ে যায় হাজারটা হোমওয়ার্ক এবং এক্সামের ভারে!

১০০% ঠিক বলেছেন, এখন যেন রবোট জীবন সবার।

আপনার বাকি বক্তব্যর সাথে পুরোপুরি একমত।

৬| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:২৬

শিখণ্ডী বলেছেন: আমার আরো বেশি পেছাতে হবে। কিন্তু লাভ নেই--সেই দিনও নেই, পরিবেশও নেই! আমরা স্কুলে ভাঙ্গা দিয়ে হুরমুরিয়ে বেরুতাম। এখন তো সেখানে তিন তলা দালান, সবাই মুরগির মত বন্দি! কবিতা বেশ লাগল।

২৩ শে মে, ২০১৮ রাত ৯:১৭

শাহিন বিন রফিক বলেছেন: আবার বাবা বলেন- তাদের এক সহপাঠী নাকি পাঠশালায় ওস্তাদের দিকে দোয়াত মেরে পালিয়ে গিয়েছিল কারণ ওস্তাদ তাকে মেরেছিল বলে।

আপনাদের সময় থেকে আমার সময় কিছুটা উন্নত ছিল, আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে একটি বিল্ডিং ছিল বাকি ঘরগুলো ছিল বাঁশের চাটাই দিয়ে বেড়া দেওয়া, এখন সেখানে সবগুলোই বিল্ডিং।

৭| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: দুরন্ত শৈশবে সবারই ফিরে যেতে ইচ্ছে করে ।।


কবিতা অসাধারণ হয়েছে ।।

২৪ শে মে, ২০১৮ রাত ৮:০১

শাহিন বিন রফিক বলেছেন: ধন্যবাদ কবি ভাই, সুন্দর মন্তব্যর জন্য।

৮| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: আমারও শৈশব এ ফিরে যেতে ইচ্ছা করে।

২৪ শে মে, ২০১৮ রাত ৮:০২

শাহিন বিন রফিক বলেছেন: তাহলে একটি টাইম মেশিন বানিয়ে ফেলুন।

ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য।

৯| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: বৃষ্টি খুব আবেগী করে তোলে, স্মৃতি জাগানিয়া এই বৃষ্টি.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.