নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

প্রিয়সীর অপেক্ষায়।

২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৬




এই হাত ছেড়ে দিয়ে তুমি ভুল করনি; বরং সুখের সন্ধানের পথে এগিয়ে গিয়েছো বহুদুর
তোমার সিধান্তের প্রতি শ্রদ্ধা ছিল; অভিমান ছিল না আমার, কোনদিন করব না কোন অভিযোগ
যদি কখনও তোমার স্মৃতির পাতায় ভেসে উঠি; গত রাতের দুঃস্বপ্ন ভেবে ছুঁড়ে দিও
তবে কখনও যদি মনে হয়; আমাকে প্রয়োজন ক্ষনিকের জন্য-ডাক দিও
মালয়, সিংহল যেখানেই থাকি, তোমার সম্মূখে এসে দাঁড়াব।

বড় বিচিত্র ছিল আমাদের জীবনের চলার পথগুলি; আমরা দু'জন দু'ভাবে সুখ খুঁজেছিলাম
তুমি প্রসাদের রাণীর পোশাকের মাঝে ডুব দিয়ে সুখ হাতরিয়েছিলে, আর আমি-
শান্ত সাগরের নীলাভ জলে খুঁজে ফিরে ছিলাম।

পার্কের বেঞ্চে শুধু বাদাম আর ফুচকায় একই মেরুতে ছিলাম দু'জন
বাকী কোন সিধান্তে কখনও পারিনি পেীঁছাতে মতঐক্যে, তবুও-
কেটে গিয়েছিল কয়েকটি বছর, ভাবতেই আজ শিহরিত হয়ে উঠি।

ইদানিং খুব করে তোমাকে মনে পড়ছে; বিদায়ের লগ্নে বুঝি এমনই হয়
অন্তরআত্না, দু'চোখ শুধু প্রিয়সীর জন্য ব্যাকুল-
হয়তো ভালবাসা নিয়ে শেষ নিশ্বাস নিতে চায় এ দেহ।


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৫

কাওসার চৌধুরী বলেছেন: শাহীন ভাই, ভালা লাগার একটি কবিতা B-)



আমি প্রতিনিয়ত স্বপ্ন দেখি,
কোন এক দুপুরে আমি অফিস থেকে হটাতই এসে হাজির হবো প্রচন্ড ক্ষুধা নিয়ে আর তুমি …
তুমি পরম মমতায় আমাকে বেড়ে খাওয়াবে আর আমি অদ্ভুত এক তৃপ্তি নিয়ে খেয়ে বলবো, ” চমৎকার রান্না! ” আর তুমি সলজ্জ হাসিতে দৌড়ে পালাবে।

আমি প্রতিনিয়ত স্বপ্ন দেখি,
প্রতি বিকালে চায়ের কাপ হাতে আমরা দুজন বারান্দাটায় দাঁড়িয়ে পড়ন্ত বিকেলের রূপসী পরিবেশটা উপভোগ করবো
তুমি গুনগুন করে গান গাইবে … আর আমি …
আমি মন্ত্রমুগ্ধের মত শুনে যাবো …

আমি প্রতিনিয়ত স্বপ্ন দেখি,
প্রতি সন্ধ্যায় আমি আর তুমি কাড়াকাড়ি করবো টিভির রিমোট নিয়ে
আমার সাথে তুমি শক্তিতে পারবে না
এরপরে তুমি অভিমানী চোখে আমার দিকে তাকিয়ে থাকবে
আর আমি তোমার কাঙ্ক্ষিত চ্যানেলটাই এনে দেখতে থাকবো
তুমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে আমার দিকে আর আমি …
আমি কেবল তোমাকে দেখবো … !

২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫১

শাহিন বিন রফিক বলেছেন:



কাওসার ভাই আমি আগেই বলেছিলুম আপনার লেখার হাত বড়ই শক্তিধর, আশা করি খুব শ্রীগ্রই আপনার একখানা কবিতা আপনার ব্লগ ওয়ালে দেখিতে পারুম।

২| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৩:৩৫

চঞ্চল হরিণী বলেছেন: বাহ! শাহিন ভাইয়ের কবিতা পড়তে এসে কাওসার ভাইয়ের কবিতাটাও পড়া হল। শাহিন ভাইয়ের লেখায় চাওয়া আর বাস্তবের অমিল সমীকরণ।বেদনার ছাপ। আর কাওসার ভাইয়েরটা দারুণ আটপৌরে রোম্যান্টিক। শাহিন ভাই, টাইপো গুলো ঠিক করে নিলে আরও ভালো লাগবে।

২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৩

শাহিন বিন রফিক বলেছেন:



বোন, চঞ্চল হরিণী আপনার এই সুন্দর মন্তব্যটির জন্য শুধু ধন্যবাদ দিলে বড় বেমানান দেখাইবো, তাই ধন্যবাদের সহিত প্রাণঢালা অভিনন্দন প্রেরণ করিলুম।

৩| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:০৪

কাইকর বলেছেন: সুন্দর কবিতা++++

২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৪

শাহিন বিন রফিক বলেছেন:



কাইকর ভাই, আপনার প্লাস হৃদয়ের মাঝে স্থান দিলুম।

৪| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৪

জাহিদুল হক শোভন বলেছেন: ভালোই :)

২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৫

শাহিন বিন রফিক বলেছেন:



ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।

৫| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর একটি কবিতা।

২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৬

শাহিন বিন রফিক বলেছেন:



ওয়াও তাই নাকি, আমি কবিতা লিখতে পারি, কি আনন্দ কি আনন্দ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.