নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

আজব মনের আজব ইচ্ছে

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮



ছবি-গুগল।

ছোট মনে আজব ইচ্ছে ঠাসা
কখন যে কি জাগে
কেউ জানে না, স্রষ্টা প্রভু ছাড়া।
কিশোর কালে ই্চ্ছে হতো
চড়তে- রকেট-বিমান-ঘোড়া
এখন যখন নিত্য এসব
আর লাগে না ভাল,
আজব মনের ই্চ্ছে এখন
চড়বে সে কিশোর দিনের
'কলা গাছের ভেলা'।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লিখেছেন ভাই। 8-|

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮

শাহিন বিন রফিক বলেছেন:


আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭

ওমেরা বলেছেন: কলা গাছের ভেলায় চরে কি মরার শখ হয়েছে নাকি!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

শাহিন বিন রফিক বলেছেন:



ছোট বেলায় চড়েছি তখন তেমন সমস্যা হয়নি, আশা করি এখন চড়লেও সমস্যা হবে না কারণ আমি ভাল সাঁতার জানি।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২

জহির আসাদ বলেছেন: ছোট বেলায় সবাই চায় বড় হতে আর বড় হলেই সবাই কেন শৈশবে ফিরে যেতে চায়?
শৈশবকে মনে করিয়ে দিলো ভালো লাগলো ভাই।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৭

শাহিন বিন রফিক বলেছেন:



আমার মনটা আমার কাছে আজব মনে হয়, যখন যা কাছে থাকে তখন তা ভাল লাগে না, একটু দুরে গেলেই তার প্রতি দূর্বলতা বাড়তে থাকে।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

কাওসার চৌধুরী বলেছেন:



শাহীন ভাই, কেমন আছেন? অনেক দিন পর আপনার কবিতা পেলাম৷ছবিটা তো আমাকে শৈশবের দূরন্ত দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেল৷কবিতায় ভাল লাগা রইলো +++ ৷

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

শাহিন বিন রফিক বলেছেন:




কাওসার ভাই, ভাল আছি। আরেক লেখায় আপনার মন্তব্য দেখে ভাবছিলাম আপনার ব্লগে ঢুকব তার আগেই আপনি আবার চলে এসেছেন,
আপনি কেমন আছেন? প্রবাস জীবন কেমন কাটছে?

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় মানুষেরাা হঠাৎ হারিয়ে গেলে কষ্ট লাগে; আর ব্লগে তো খোঁজে পাওয়ার আর কোন অপশন নেই৷আমি ভাল আছি, আমার জন্য আশীর্বাদ করবেন৷আমি এখন দেশে আছি৷

শুভ রাত্রি, শাহীন ভাই ৷

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৪

শাহিন বিন রফিক বলেছেন:



ফিরে এসে আবার হৃদয় ছোঁয়া সুন্দর মন্তব্যটির জন্য আমার প্রাণঢালা অভিনন্দন।

শুভ রাত্রি।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৬

শুভ্র বিকেল বলেছেন: কিশোর মানেই অজানার পথে হারিয়ে যাওয়া, নিত্য নতুন চাওয়া পাওয়া। অনেক সুন্দর শুভ কামনা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২০

শাহিন বিন রফিক বলেছেন:



কিশোর মানেই অজানার পথে হারিয়ে যাওয়া, নিত্য নতুন চাওয়া পাওয়া।
১০০% সঠিক বলেছেন ভাই শুভ্র বিকেল।

ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়,শাহিনভাই,

আপনাকে প্রায় কয়েকবছর পরে আজ দেখতে পেলাম। সেবার সেই জুলাইতে পোস্ট দিয়ে সেই যে গেলেন আর এলেন এত্তদিন পরে। যাইহোক আশাকরি ভালো আছেন। এবার বাড়ির নং টা দিয়ে দেবেন, হারিয়ে গেলে খুঁজে আসবো। ♥♥

কলাগাছের ভেলায় চড়তে যেমন ভালো লাগে তেমনি সুন্দর ভেলায় ভাসা ছড়াটি।

বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা প্রিয় শাহিনভাইকে।


১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৬

শাহিন বিন রফিক বলেছেন:



দাদাভাই, আপনার হৃদয় ছোঁয়া মন্তব্যগুলি পড়লে চোখের কোণে একবিন্দু অশ্রূ টলমল হয়, জানিনা কেন এমন হয়, অনেক বলে ভালবাসার গভীরতার পরিমাপ যন্ত্র এই জলবিন্দুটি।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৬

শাহিন বিন রফিক বলেছেন:



ধন্যবাদ, শ্রদ্ধা ও ভালবাসা।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নীচের লাইনে এসেই মুগ্ধতা। 'কলার ভেলা' আমার সাম্প্রতিক এক ছড়ায় আসি আসি করেও বাদ পড়ে গেছে, কিন্তু অতি শীঘ্রই আসছে :) ছোটোবেলায় আলিশান একেকটা ভেলা বানিয়েছি, তার উপর শুয়ে থেকেছি। মনে পড়ে গেলো।

মানুষের মনের ইচ্ছেটা সত্যিই আজব। এবং এই ইচ্ছেটাই হলো নস্টালজিয়ার খোরাক।

শুভেচ্ছা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৮

শাহিন বিন রফিক বলেছেন:




ছড়াকার ভাই আপনার চমৎকার মন্তব্যটির জন্য আমার আন্তরিক ভালবাসা।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২

সৈয়দ ইসলাম বলেছেন:
শখ কত! B:-/


১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১

শাহিন বিন রফিক বলেছেন:




ওমা আপনার শখ নেই!!! :P :P :P :P :P

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১

শাহিন বিন রফিক বলেছেন:



ধন্যবাদ ভাই সনেট কবি।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯

সূচরিতা সেন বলেছেন: শৈশবের স্মৃতি । উপস্থাপন ভালো লাগল দাদা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৪

শাহিন বিন রফিক বলেছেন:



সুন্দর মন্তব্যটির জন্য আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.